আজকের শিরোনাম |
সিয়াচেনে তুষার ধসে চাপা পড়ল ১৩৫ পাক সেনা |
সিয়াচেনে তুষার ধসে চাপা পড়ল অন্ততপক্ষে ১৩৫ জন পাক সেনা। আশঙ্কা করা হচ্ছে এদের মধ্যে বেশিরভাগ সেনার মৃত্যু হয়েছে। গিয়ারির সেনা ছাউনিতে সেই সময় ছিলেন তাঁরা। আজ সকাল ৬ টা নাগাদ হঠাত্ই এই ঘটনা ঘটে। মৃত্যুর খবর নিয়ে পাক সেনার পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে উদ্ধারকার্য শুরু হয়ে গিয়েছে বলে জানা গেছে। গিয়ারির এই সেনা ছাউনি পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ ছাউনি। প্রায় তিন হাজার সেনা থাকার ব্যবস্থা ছিল এখানে।
|
রাজ্যে ঝড়-বৃষ্টিতে মৃত ৯ |
প্রাকৃতিক দুর্যোগের জেরে রাজ্যে মৃত্যু হল ৯ জনের। শিলাবৃষ্টি ও বজ্রাঘাতে মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগের জেরে মালদহে আমচাষের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ধূলিসাত্ হয়ে গেছে প্রায় তিন হাজার মাটির বাড়ি। দুর্যোগ-বিধ্বস্ত এলাকায় ত্রাণের দাবিতে বিক্ষোভ শুরু করেছে বাসিন্দারা। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ উত্তরবঙ্গের বেশ কিছু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন কংগ্রেস সাংসদ মৌসম নুর।
|
মালদহ মেডিক্যালে ২ শিশুর মৃত্যু |
মালদহ মেডিক্যাল কলেজে গত দু’দিনে মৃত্যু হল ১১ জন শিশুর। এদের মধ্যে ছ’টি শিশুর বয়স ২৮ দিনের নীচে বলে জানা গেছে। মৃত্যুর কারণ জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসঙ্গত এই বছরে মালদহ মেডিক্যাল কলেজে মোট ২১০ জন শিশুর মত্যু হয়েছে।
|
দিল্লিতে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু ২ শিশুর, উত্তেজনা |
দিল্লির অমনবিহারে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল ২ শিশুর। গুরুতর আহত আরও তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ট্রাক্টরের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। এই মর্মান্তিক ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছলে তাদের লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে, সেই সঙ্গে চলে লাঠিচার্জও। গোটা পরিস্থিতি ঘিরে এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে।
|
পূর্বস্থলীতে দুর্ঘটনায় তৃণমূল নেতা-সহ মৃত ৩ |
কালনার পূর্বস্থলীতে দুর্ঘটনায় মারা গেলেন এক তৃণমূল নেতা-সহ ৩ জন। নিহতেরা হলেন বাবলু শেখ, রফিকুল শেখ ও নাসির শেখ। আরও এক জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রাত ১১ টা নাগাদ দলীয় কার্যালয় থেকে বাইকে চেপে ফিরছিলেন তৃণমূল নেতা বাবলু শেখ ও আরও তিন জন। সেই সময় একটি লরি এসে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান তিন জন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষী চালককে গ্রেফতারের দাবিতে পূর্বস্থলী থানায় জমায়েত হয়েছে তৃণমূলের সমর্থকরা।
|
লাভপুরে তৃণমূল কর্মী খুন |
বীরভূমের লাভপুরে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। নিহতের নাম শাজাহান শেখ। গত রাতে একদল দুষ্কৃতী তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বাঁশ, লোহার রড ইত্যাদি দিয়ে ব্যাপক মারধর করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশের অনুমান গ্রাম্য বিবাদ ও পশুপালন-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বচসাকে কেন্দ্র করে এই খুন। পরিবারের অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় তৃণমূল কর্মীরা। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
|
বাঁকুড়া মেডিক্যালে ছাদের চাঙর খসে আহত ১ |
বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজে ছাদের চাঙর খসে পড়ে আহত হলেন এক শিশুর মা। আজ সকাল ৮.৩০ নাগাদ এই ঘটনা ঘটেছে শিশু বিভাগে। এই ঘটনায় শিশু বিভাগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দৌড়োদৌড়ি শুরু হয়ে যায় রোগীদের অন্যত্র সরানোর জন্য। ইতিমধ্যেই শিশুদের নিয়ে তাদের আত্মীয়রা হাসপাতালের বাইরে আশ্রয় নিয়েছেন। তাদের অভিযোগ, হাসপাতালের এই ভবনটি বহু পুরনো। দীর্ঘদিন মেরামতিও করা হয়নি। ফলে প্রায়ই এই রকমের ঘটনা ঘটে। কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। আজ এই ঘটনার জন্য রোগীর আত্মীয়রা সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি, নিরাপত্তার জন্য রোগীদের অন্যত্র সরাতে হবে। এদিকে, আহত মহিলার চিকিত্সা চলছে বলে জানা গেছে। এই মুহূর্তে শিশুবিভাগ থেকে রোগীদের সরানো হচ্ছে। হাসপাতালে ইতিমধ্যে পূর্ত দফতরের কর্মীরা এসে পৌঁছেছেন। কি কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন।
|
কাঁথিতে সিপিএম নেতা গ্রেফতার |
আজ কাঁথির শুনিয়া থেকে গ্রেফতার হলেন আশিস গিরি নামে এক সিপিএম নেতা। ২০১০ সালে এক তৃণমূল কর্মীকে খুন ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে সিআইডির চার্জশিটে যে ৮৮ জনের নাম রয়েছে তাদের মধ্যে অন্যতম আশিসবাবু। আজ তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে।
|
|