l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
•
হাইড রোডে সমর্থকদের হাতে প্রহৃত তৃণমূল কাউন্সিলর
•
রাজ্য মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যানের নাম সুপারিশ
• ট্যাক্সির মিটার বদলানোর নির্দেশ হাইকোর্টের
বিস্তারিত...
প্রমীলাদেবীদের ঘিরে রেখেছেন প্রতিবেশীরাই
অভিজিৎ পাল • গোয়ালপোখর
রাতে বাড়ির চালে ঢিল পড়ছে। গভীর রাতে বাড়ির সামনে থামছে মোটরবাইক। আবার কখনও ভোরবেলায় জানালার সামনে এসে দাঁড়াচ্ছে কেউ। চাপা গলায় বলে যাচ্ছে, মামলা না তুললে বাড়ির অন্য দু’টি শিশুকেও খুন করা হবে।আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার মালকুণ্ডা গ্রামের ওই পরিবারের কর্তা গণেশ রায় এবং তাঁর স্ত্রী প্রমীলাদেবী। ওই দুই শিশু ৫ বছরের মৌসুমী ও ৩ বছরের ঝর্নার কথা ভেবেই ভিটে ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথা পর্যন্ত ভাবছিলেন তাঁরা। কিন্তু ভরসা জুগিয়েছেন কয়েকজন প্রতিবেশীই। যাঁরা জানাচ্ছেন, প্রমীলাদেবীরা যদি সত্যিই ভয়ে এলাকা ছেড়ে চলে যান, তা হলে দুষ্কৃতীদেরই প্রতাপ বাড়বে। প্রতিবেশী বর্ষাতু রায় বলেন, “ওই পরিবার খুবই ভয়ে আছে। কোথাও যেতে পারছেন না তাঁরা। রোজগার বন্ধ। আমরাই তাই পালা করে সাহায্য করছি। রাত নামলেই তাঁদের হুমকিও দেওয়া হচ্ছে। কিন্তু গণেশবাবুরা গ্রাম ছেড়ে চলে গেলে অভিযুক্তদের সাহস আরও বেড়ে যাবে। এটা হতে দেওয়া যায় না।”
বিস্তারিত...
নৈশপ্রহরীকে খুন করে ডাকঘরে লুঠের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি
একটি ডাকঘরের ভল্ট ভাঙতে গিয়ে বাধা পেয়ে নৈশপ্রহরীকে খুন করে পালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে ময়নাগুড়ির ঘটনা। পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই দুষ্কৃতীরা ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছে বলে বাসিন্দাদের অভিযোগ। পুলিশ জানায়, নিহতের নাম বলেন্দ্রনাথ রায় (৫৮)। পূর্ব দোমহনি এলাকায় তাঁর বাড়ি। ডাকঘর চত্বরের একটি ঘরে বিছানায় লেপ দিয়ে বলেন্দ্রনাথবাবুর রক্তাক্ত দেহটি ঢাকা ছিল। তাঁর কপাল ও মাথার পিছনে গভীর ক্ষত ছিল। পুলিশের সন্দেহ, গভীর রাতে দুষ্কৃতীরা দরজা ভেঙে ডাকঘরে ঢোকে। শব্দ শুনে বলেন্দ্রনাথবাবু বাধা দেওয়ায় তাঁকে শাবল জাতীয় কোনও কিছু দিয়ে খুন করা হয়েছে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে শাবল, বল্লম এবং নৈশপ্রহরীর চটি উদ্ধার করেছে। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ পাণ্ডে বলেন, “দুষ্কৃতীদের খোঁজ চলছে।”
বিস্তারিত...
ভবঘুরেকে বাঁচাতে ব্রেক কষে
উল্টে গেল বাস, মৃত ৩
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সামনে এক ভবঘুরেকে রাস্তা পার হতে দেখে বাসের ব্রেক কষেছিলেন চালক। তাতেই উল্টে গেল বাসটি। বৃহস্পতিবার দক্ষিণ শহরতলিতে বাসন্তী হাইওয়ের এই দুর্ঘটনায় এক চিকিৎসক-সহ তিন জন যাত্রী মারা গিয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৩১ জন। আহতদের মধ্যে পাঁচ শিশুও আছে। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কঙ্করপ্রসাদ বারুই জানান, মৃতদের নাম জনার্দন মণ্ডল (৫৫), মহম্মদ ইসমাইল (৪০) এবং শক্তি মণ্ডল (৪৫)। পেশায় পশুচিকিৎসক জনার্দনবাবু স্থানীয় কাপাসাইট এলাকার বাসিন্দা। শক্তিবাবুর বাড়ি ওই এলাকারই কাঁটাতলায়। আর ইসমাইল তিলজলার বাসিন্দা। ঘটনাস্থলেই মারা যান জনার্দনবাবু এবং ইসমাইল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শক্তিবাবুর।
বিস্তারিত...
ক্লাসে ঘুমিয়ে ছোট্ট ছাত্রী, তালা
দিয়ে চলে গেল সবাই
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী
শিক্ষকের শাসনের চোটে কাঁদতে কাঁদতে ক্লাসঘরেই ঘুমিয়ে পড়েছিল তৃতীয় শ্রেণির ছাত্রীটি। ছুটির ঘণ্টা পড়ল। দরজায় তালা মেরে বাড়ি চলে গেলেন পাঁচ শিক্ষক-শিক্ষিকা। ছোট্ট মেয়েটি যে ঘুমিয়ে রয়েছে, কারও নজরেই পড়েনি! সন্ধ্যায় ঘুম ভাঙলে ভয়ে চিৎকার করে ওঠে সে। গ্রামের লোকজন এসে তালা খুলে তাকে বের করেন। বর্ধমানের পূর্বস্থলী স্টেশনের কাছেই পলাশপুলি গ্রাম। স্থানীয় থালার মাঠের দিনমজুর দাসু হালদারের মেয়ে চম্পা গ্রামেরই প্রাথমিক স্কুলে পড়তে যায় রোজ। বুধবারও গিয়েছিল। স্কুলে প্রায় দু’শো ছাত্রছাত্রী। ক্লাসঘর চারটি। দুপুর ৩টে নাগাদ স্কুল ছুটি হয়ে যায়। সন্ধ্যায় স্কুল কমিটির সম্পাদক তাপস কর্মকারের সঙ্গে যোগাযোগ করে প্রধান শিক্ষকের বাড়ি থেকে চাবি এনে তালা খোলেন গ্রামবাসীরা। পূর্বস্থলী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসাও করানো হয়।
বিস্তারিত...
বিপিএল-এ নাম নেই, তবু
ইন্দিরা আবাসের টাকা মঞ্জুর
নুরুল আবসার • জগৎবল্লভপুর
বিপিএল তালিকায় নাম নেই। অথচ, ইন্দিরা বিকাশ যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন পাঁচ জন। তাঁদের মধ্যে পঞ্চায়েত সমিতির এক মহিলা তৃণমূল সদস্যও আছেন। আছেন পঞ্চায়েত তৃণমূল সদস্যের স্ত্রী-ও! জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতিতে এই ঘটনাটি ‘জানাজানি’ হওয়ায় ব্লক প্রশাসনের তরফে এঁদের থেকে টাকা ফেরতও নিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতি পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। অন্য দিকে, অভিযোগের ‘উচ্চ পর্যায়’-এর তদন্ত চেয়ে ‘দোষীদের’ শাস্তি চেয়েছে কংগ্রেস। সরকারি নিয়মে, ইন্দিরা আবাস যোজনা প্রকল্পে টাকা পেতে হলে অবশ্যই উপ-ভোক্তার নাম থাকতে হবে বিপিএল তালিকায়। কিন্তু এই নিয়মকে কার্যত ‘বুড়ো আঙুল দেখিয়ে’ পাঁচ জনকে প্রকল্পের প্রথম কিস্তির সাড়ে ২২ হাজার করে টাকা দিয়ে দেওয়া হয়েছিল।
বিস্তারিত...
শ্রীরামপুরে গ্রেফতার প্রোমোটার, উদ্ধার অস্ত্র
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর
প্রতারণার অভিযোগে হুগলির শ্রীরামপুরের কুখ্যাত এক প্রোমোটারকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল পুলিশ। ধৃত বলরাম নাগের ভাই শ্রীরামপুর পুরসভার তৃণমূলের কাউন্সিলর। দাদাকে থানা থেকে ‘ছাড়াতে’ তিনি লোকজনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীরামপুর থানায় আসেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তাঁদের সঙ্গে স্থানীয় তৃণমূলের একাধিক নেতাও ছিলেন। যদিও ২৭ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর পিন্টু নাগের বক্তব্য, ‘‘জনপ্রতিনিধি হিসাবে অনেক মানুষের বিপদেই যেতে হয়। এ ক্ষেত্রেও সে জন্য এসেছিলাম। প্রভাব খাটানো বা তদবির করার প্রশ্ন নেই। অভিযোগ যদি সত্যি হয় পুলিশ-প্রশাসন আইন মোতাবেক ব্যবস্থা নেবে। আমাদের কিছু বলার নেই।” পুলিশ জানায়, প্রতারণার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বলরাম ও তাঁর দুই সাগরেদকে ধরে পুলিশ।
বিস্তারিত...
অলচিকিতে পড়াতে প্রাথমিকে পার্শ্বশিক্ষক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
মাওবাদী প্রভাবিত এলাকার প্রাথমিক স্কুলে অলচিকি লিপিতে পঠনপাঠনের জন্য পার্শ্বশিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিল সরকার। পশ্চিম মেদিনীপুর জেলায় ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে বুধবার জঙ্গলমহলের বিডিও-দের নিয়ে একটি বৈঠক হয়। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) উত্তম পাত্র বলেন, “পরীক্ষার মাধ্যমে এই পার্শ্বশিক্ষক নিয়োগ করা হবে। আগামী ৪ এপ্রিল ৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।” অলচিকি লিপিতে পঠনপাঠন চালুর দাবি দীর্ঘদিনের। কিছু কিছু স্কুলে তা চালুও হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ৬টি কলেজেও অলচিকিতে পঠনপাঠন শুরু হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি বিভাগ খোলা হয়েছে।
কিন্তু প্রাথমিক থেকে অলচিকিতে পাঠনপাঠনের বন্দোবস্ত না থাকলে ছাত্রছাত্রীরা বঞ্চিতই থেকে যাবে বলে বিভিন্ন আদিবাসী সংগঠন বার বার প্রশাসনকে জানিয়েছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
গ্রন্থাগার পরিচালন
সমিতির জোর পাঠকের
পছন্দে
ক্লাব প্রতিনিধি বাছতে
নির্বাচন ক্রীড়া পরিষদে
দক্ষিণবঙ্গ
স্কুলবাসে লরির ধাক্কা,
মৃত্যু শিশুর
স্কুল থেকে অপহৃত শিশু, হদিস মিলল মোবাইলের
ছবি দেখে
বর্ধমান
ফের সর্বমঙ্গলার মন্দিরে
বাসন্তী দুর্গার আরাধনা
সরকারি সংস্থার অফিসে
ঢুকে লুঠপাট করে চম্পট
পুরুলিয়া
বহিষ্কৃত তৃণমূল নেতার জেলহাজত
দুই পঞ্চায়েত প্রধানের
বিরুদ্ধে অনাস্থা আনলেন দলের পঞ্চায়েত সদস্যরাই
মুর্শিদাবাদ
ডাকাত ধরতে গিয়ে
খোঁজ মিলল খুনির
মেদিনীপুর
উদ্বোধনের বছর পার
কলকাতা
৩৮.৫/২৫.৩
আজকের দিনে
• ১৮৯৯:
বাঙালি লেখক
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.