আত্মসমর্পণ করা ইন্দাসের বহিষ্কৃত তৃণমূল নেতা রবিউল হোসেনের জেল হাজত হল। বৃহস্পতিবার তাঁকে বিষ্ণুপুর আদালতে তোলা হলে বছর আড়াই আগে সিপিএম কর্মীদের বাড়ি ভাঙচুরের মামলায় বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। আর সম্প্রতি তৃণমূলের মিছিলে হামলা চালানোর মামলায় তাঁর সাত দিনের জেল হাজত হয়। মিথ্যা মামলায় রবিউলকে ফাঁসানো হয়েছে এই অভিযোগ তুলে তাঁর অনুগামীরা এ দিন আদালত চত্বরে বিক্ষোভ দেখান।
কোর্ট চত্বরে দাঁড়িয়ে রবিউলের ছেলে তথা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহ-সভাপতি শেখ জামিরুল হোসেন ইন্দাসের দলীয় বিধায়ক গুরুপদ মেটের বিরুদ্ধে সিপিএমের সঙ্গে যোগসাজশ করে তাঁর বাবাকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন। |
তাঁর দাবি, “বাবা নির্দোষ। সিপিএমের একাংশের সঙ্গে যোগসাজশ করে বিধায়ক গুরুপদ মেটে বাবাকে ফাঁসিয়েছেন।” রবিউলও দাবি করেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।”
২৮ ফেব্রুয়ারি সিপিএমের বন্ধ বিরোধী মিছিলের নেতৃত্বে ছিলেন গুরুপদবাবু। সেই মিছিলে হামলা চালানোয় রবিউল অভিযুক্ত। গুরুপদবাবু এ দিন বলেন, “রবিউল ও তাঁর অনুগামীরা এখন অনেক কিছু বলবেন। সিপিএমের সঙ্গে আমি কোনও যোগসাজশ করিনি। আইন আইনের পথে চলছে।” সিপিএমের ইন্দাস জোনাল কমিটির সম্পাদক অসীম দাসও বলেন, “গুরুপদর সঙ্গে আমাদের দলের নাম জড়ানো একেবারেই ঠিক নয়। আমরা তৃণমূলের অন্য অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।” |