টুকরো খবর
অনাস্থা ডেকে গরহাজির উপপ্রধান
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন উপপ্রধান। আস্থা ভোটের দিন তিনিই গরহাজির থাকলেন। ঘটনাটি বুধবার বাঘমুণ্ডির বুড়দা-কালিমাটি গ্রাম পঞ্চায়েতের। ফলে কংগ্রেসই ওই পঞ্চায়েতের ক্ষমতায় রয়ে গেল। উপপ্রধান নির্দলের মনোরঞ্জন সিংহবাবু সম্প্রতি কংগ্রেসের প্রধান লালমনি সিংমুড়ার বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন। ফরওয়ার্ড ব্লকের ৫ সদস্যও তাঁকে সমর্থন জানিয়েছিলেন। কংগ্রেসের ৫ জন সদস্য থাকায় আস্থা ভোটের ফল নিয়ে কংগ্রেস চাপে ছিল। কিন্তু শেষ পর্যন্ত পঞ্চায়েতের ক্ষমতা বদল আর হল না। মনোরঞ্জনবাবু বলেন, “আস্থাভোট নিয়ে কংগ্রেস ও ফরওর্য়াড ব্লকের সদস্যদের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় এ দিন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ছিল। তাই আমি আর পঞ্চায়েতে যাইনি। পঞ্চায়েতের কাজে প্রধান আমাকে গুরুত্ব না দেওয়ায়, আমি আর পঞ্চায়েতের কাজে মাথা লাগাব না।” প্রধান অবশ্য দাবি করেছেন, “উপপ্রধানের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। সব মিটে গিয়েছে।” বাঘমুণ্ডি বিডিও শুভঙ্কর রায় বলেন, “ওই পঞ্চায়েতের সভায় ব্লক প্রশাসনের প্রতিনিধি ছিলেন। সেখানে প্রধান পরিবর্তন হয়নি।”.আবার কাশীপুর পঞ্চায়েত সমিতির সিপিএমের এক সদস্য.পদত্যাগ করেছেন। কমলা বাউরি নামের ওই সদস্য ‘শারীরিক সমস্যার’ কারণ দেখিয়ে সম্প্রতি কাশীপুরের বিডিও রাজীব ঘোষের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে ২৮টি আসনের ওই পঞ্চায়েত সমিতির কমলাদেবী-সহ ২৩ জন সিপিএমের ছিলেন। তাই এ ক্ষেত্রে সিপিএমকে বিপাকে পড়তে হল না। মহকুমাশাসক (রঘুনাথপুর) আবিদ হোসেন বলেন, “ওই সদস্যকে শুনানিতে ডাকা হয়েছে।”

মিড-ডে মিলে ‘দুর্নীতি’ রানিবাঁধে
মিড-ডে মিলের হিসেবে গরমিল-সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠল রানিবাঁধ ব্লকের ধানাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক বিদ্যুৎ পতির-র বিরুদ্ধে। অভিযোগ, তাঁর জমা দেওয়া মিড-ডে মিলের হিসেবে দেখা যাচ্ছে ছুটির দিনেও মিড-ডে মিল খাওয়ানো হয়েছে! এ ছাড়াও পরিচালন সমিতিকে সর্ম্পূণ অন্ধকারে রেখে স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে একক ভাবে কাজ করছেন। স্কুল পরিচালন সমিতির সম্পাদক মনতোষ মাহাতোর অভিযোগ, “জানুয়ারি মাসে ৯ দিন মিড-ডে মিল হলেও প্রধান শিক্ষক ১৫ দিন দেখিয়েছেন। পরিচালন সমিতির অনুমতি ছাড়াই তিনি সর্বশিক্ষা মিশনের ১৭ হাজার টাকার ‘চেক’ স্কুলের এক সহ-শিক্ষককে দিয়েছেন। নিজের অ্যাকাউন্টে ছাত্রছাত্রীদের বার্ষিক ফি-র টাকা জমা করে ইচ্ছে মত খরচ করছেন। বহু বার বলা হলেও তিনি কান দেননি।” জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) দেবপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় বলেন, “অবর বিদ্যালয় পরিদর্শক (রানিবাঁধ) দেবব্রত ঘোষ পরিচালন সমিতির আনা অভিযোগ তদন্ত করেছেন। তদন্তে মিড ডে মিল-সহ কয়েকটি কাজে দুর্নীতি ও হিসেবের অসঙ্গতি ধরা পড়েছে।”রানিবাঁধের বিডিও তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, “রিপোর্ট পেয়েছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” এ দিকে অভিযুক্ত প্রধান শিক্ষক অবশ্য তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “পরিচালন সমিতির সম্পাদক ব্যক্তিগত আক্রোশে আমার বদনাম করার জন্য অভিযোগ জানিয়েছেন।” তাঁর দাবি, “আমার স্কুলে করণিক নেই। সব কাজ আমাকেই সামলাতে হয়। তাই জানুয়ারি মাসের মিড ডে মিলের হিসাব করার সময় অসাবধানে ভুল তারিখ লেখা হয়েছিল।” তাঁর আরও দাবি, “পুরোটাই অপপ্রচার। আমি কেমন তা স্কুলের ছাত্রছাত্রী, সহ-শিক্ষকরা ভাল করেই জানেন।”

পুলিশের পোস্টার
ছবি: সুজিত মাহাতো।
সমাজের মূলস্রোতে ফেরাতে মাওবাদীদের অযোধ্যা স্কোয়াডের নেতাদের ছবি-সহ পোস্টার পড়ল বলরামপুর, বাঘমুণ্ডি, আড়শা, বান্দোয়ান, ঝালদায়। পুরুলিয়া জেলা পুলিশের দেওয়া ওই পোস্টারে মাওবাদীদের বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশার সীমান্ত রিজিওনাল কমিটির সম্পাদক অর্ণব দাম ওরফে বিক্রম, রাজ্য কমিটির সদস্য রঞ্জিত পাল, তাঁর স্ত্রী অনিতা, স্কোয়াড সদস্য হলধর গরাই, বীরেন সিংসর্দার-সহ ১৫ জনের ছবি রয়েছে। পুরুলিয়ার পুলিশ সুপার সুনীলকুমার চৌধুরী বলেন, “সরকার মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফেরার আহ্বান জানিয়েছেন। সে জন্য পোস্টার দেওয়া হয়েছে।”

মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ
মাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোরীকে গণধর্ষণ করে কীটনাশক খাওয়ানোর অভিযোগ উঠল পাশের গ্রামের কিছু যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে পুরুলিয়া সদর হাসপাতালে গিয়ে পুলিশ বোরো থানার এলাকার বাসিন্দা ওই কিশোরীর বাবার কাছ থেকে অভিযোগ নেয়। তার বাবার অভিযোগ, “মঙ্গলবার গ্রাম লাগোয়া জঙ্গলে মেয়ে ছাগল চরাতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এ দিন ভোরে জঙ্গলেই ওকে বেহুঁশ অবস্থায় পাই। মেয়ে জানিয়েছে, মঙ্গলবার পাশের গ্রামের এক যুবক ও তার সঙ্গীরা ওকে গণধর্ষণ করে গলায় কীটনাশক ঢেলে দেয়।” অবস্থার অবনতি হওয়ায় পুরুলিয়া হাসপাতাল থেকে রাতে কিশোরীকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, কিশোরীর রক্তাক্ত পোশাক উদ্ধার হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

ছিনতাই, ধৃত ২
বাবা ও ছেলেকে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় মানবাজারে বুধবার আরও দু’জন গ্রেফতার হয়েছে। ঘটনায় মোট ৫ জন গ্রেফতার হল। ২১ মার্চ রাতে পুঞ্চা-মানবাজার রাস্তায় পাথরকাটা হাটের কাছে ছিনতাই হয়। ধৃত সঞ্জয় বাউরি ও বিশ্বনাথ বাউরি স্থানীয় মাধবপুরের বাসিন্দা।

সংঘর্ষে জেল
মন্দির নির্মাণ নিয়ে গ্রামের দু’টি গোষ্ঠীর সংঘর্ষে জখম হলেন ৮ জন। বুধবার পাড়া থানার ধেড়িয়া গ্রামের ওই ঘটনায় এক জন গ্রেফতার হয়। বৃহস্পতিবার তাঁকে রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজত দেন।

প্রশিক্ষণ
প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ইংরেজি ভাষায় সাবলীল করতে মানবাজারে শিক্ষকদের দু’সপ্তাহের প্রশিক্ষণ শুরু হয়েছে। এক নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ইরা সুবুদ্ধি বলেন, “খুদে পড়ুয়াদের ইংরেজি ভাষা সম্পর্কে ভীতি দূর করতে এই প্রশিক্ষণ।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.