প্রকাশ্যে রাজ্য সরকারি সংস্থার কার্যালয়ে ঢুকে লক্ষাধিক টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার আসানসোলের আপকার গার্ডেন অঞ্চলে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার কাস্টোমার কেয়ার সেন্টারে এই ঘটনা ঘটে। ওই অঞ্চলেই বাড়ি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে যান আসানসোলের এডিসিপি (সেন্ট্রাল) ভাস্কর মুখোপাধ্যায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকাল সওয়া ৪টা নাগাদ চার জন দুষ্কৃতী কার্যালয়ের একতলার ‘ক্যাশ সেকশনে’ ঢোকে। এদের প্রত্যেকের মাথায় হেলমেট ও মুখে কাপড় বাঁধা ছিল। ওই সময় চার জন কর্মী টাকা গোনার কাজ করছিলেন। |
দরজায় পাহারা দিচ্ছিলেন এক নিরাপত্তারক্ষী। ঘরে ঢুকেই তাঁদের রিভলভার দেখিয়ে সব টাকা দিয়ে দিতে বলে দুষ্কৃতীরা। প্রাণের ভয়ে দিনের সংগৃহীত টাকা তাদের দিয়ে দেন তাঁরা। এর পরেই পালায় দুষ্কৃতীরা। কর্মীদের দাবি, পুরো কাজটি সারতে সাকুল্যে ১০ মিনিট সময় লেগেছে দুষ্কৃতীদের। ভাস্করবাবু বলেন, “কয়েক লক্ষ টাকা ছিনতাই হয়েছে। কর্মী ও নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশেষ কিছু বোঝা যাচ্ছে না।”
এই ছিনতাইয়ের ঘটনায় বিদ্যুৎ বন্টন সংস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে এলাকার বাসিন্দাদের মধ্যে। সংস্থার আসানসোল ডিভিশনের প্রধান মিতেশ দাশগুপ্ত জানান, দুপুর সাড়ে ৩টের পরে ওই বিভাগে অর্থ সংগ্রহের কাজ বন্ধ হয়ে যায়। তাহলে এ দিন বিকাল ৪টার পরেও ওই বিভাগের দরজা খোলা ছিল কেন? মিতেশবাবু বলেন, কর্মীরা সারাদিনের সংগ্রহ করা টাকার হিসাব মেলাচ্ছিলেন। একজন নিরাপত্তা রক্ষী পাহারায় ছিলেন। যদিও তার হাতে কোনও অস্ত্র ছিল না। মিতেশবাবু বলেন, ‘‘বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। গাফিলতি প্রমাণ হলে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’’ |