টুকরো খবর
প্রহরীদের বেঁধে রেখে লুঠ মন্দিরে
নৈশ প্রহরীর মাথায় রিভলবার ঠেকিয়ে একটি মন্দিরে লুঠপাট চালাল এক দল দুষ্কৃতী। বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে বারাবনির বালিয়াপুর গ্রামে। তদন্তে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। নৈশ প্রহরীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেউ গ্রেফতার বা আটক হননি। বালিয়াপুর গ্রামের ওই মন্দিরটির দুই নৈশ প্রহরী কৃষ্ণপদ পাল ও সুজিত চক্রবর্তী পুলিশকে জানান, বুধবার রাত পৌনে ২টো নাগাদ দশ-বারো জনের একটি দল সেখানে উপস্থিত হয়। তখন তাঁরা মন্দির চত্বরেই বসেছিলেন। দুষ্কৃতীদের প্রত্যেকেরই মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। দুষ্কৃতীরা নিজেদের মধ্যে বাংলা-হিন্দি মিশিয়ে কথা বলছিল। প্রথমে দুই নৈশ প্রহরীকে এলোপাথারি চড়থাপ্পর মারতে থাকে তারা। তারপর তাঁদে পিছমোড়া করে বেঁধে মাথায় রিভলবার ঠেকিয়ে মুখ বন্ধ রাখতে বলে। মন্দিরের তালা ভেঙে মূর্তির গয়না ও দানপত্রের বাক্স নিয়ে চম্পট দেয়। বৃহস্পতিবার ভোরে প্রহরীদের চিৎকারে ছুটে আসেন বাসিন্দারা। লুঠপাটের খবর পেয়ে বারাবনি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। তাঁরা দাবি জানান, ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের খুঁজে বের করতে হবে। চুরি যাওয়া গয়না উদ্ধার করতে হবে। এ দিকে, পর পর চুরি ছিনতাইয়ের ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছে বারাবনি ব্লক যুব তৃণমূল। বৃহস্পতিবার সকালে বালিয়াপুর গ্রামে পুলিশকে উদ্দেশ করে বিক্ষোভও দেখায় এই সংগঠন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় বলেন, “পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কিছু সোনা রুপোর গয়না চুরি হয়েছে। আমি দুই নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদ করছি। সম্ভাব্য সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।”

বিপিএল তালিকায় কাউন্সিলর, ক্ষোভ
‘আর্থিক সঙ্গতিসম্পন্ন’ সিপিএম কাউন্সিলরের পরিবারের নাম বিপিএল তালিকায় উঠে আসায় বৃহস্পতিবার মহকুমাশাসক (দুর্গাপুর)-এর কাছে লিখিত ভাবে অভিযোগ জানাল তৃণমূল। পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমা পালের স্বামী নিরঞ্জন পাল দুর্গাপুর ইস্পাতের কর্মী ছিলেন। ২০১০ সালে তিনি অবসর নেন। তৃণমূলের পক্ষে চন্দন সাহা এবং অরবিন্দ পালঅভিযোগ করেন, শেষ প্রকাশিত বিপিএল তালিকায় রুমাদেবীর ছেলে সৌমেন পালের নাম রয়েছে। রুমাদেবী-সহ পরিবারের বাকিদের সৌমেনবাবুর পরিবারের সদস্য হিসাবে উল্লেখ করা হয়েছে। মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগে তাঁরা জানান, আর্থিকভাবে ওই পরিবারটি স্বচ্ছল। তাদের নাম বিপিএল তালিকায় থাকার যুক্তি নেই। মহকুমাশাসক আয়েষা রানি এ জানান, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তবে রুমাদেবীর দাবি, “কী ভাবে আমার পরিবারের নাম বিপিএল তালিকায় গেল জানি না। জানার পরে অবশ্য বিষয়টি পুরসভাকে জানিয়েছি।”

বাগানে আগুন
নিজস্ব চিত্র।
স্বয়ম্ভর গোষ্ঠী পরিচালিত একটি কলাবাগান দুষ্কৃতীরা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। বুধবার গভীর রাতে কাঁকসা থানার বনকাটি এলাকার ঘটনা। বৃহস্পতিবার সকালে খবরটি জানাজানি হয়। বাগানটি ওই গোষ্ঠীর সদস্যদের নিশ্চিত আয়ের সংস্থান ছিল বলে জানিয়েছিলেন তাঁরা। কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ায় তাঁদের আয় বন্ধ হয়ে গেল। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

নিগ্রহের অভিযোগ
ট্যাপকলে জলের চাপ কমে যাচ্ছে, খনি অঞ্চলে সক্রিয় হচ্ছে লোহাচোররা। এই দুই অভিযোগে শ্রীপুর এরিয়া কার্যালয়ে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এরিয়ার জেনারেল ম্যানেজার সুজিত সরকার বিক্ষুব্ধদের তিনি জানান, ইসিএলের ঝাঁঝরা কোলিয়ারির কর্মী মহম্মদ সাত্তার অবৈধ ভাবে ইসিএলের জমিতে বাড়ি বানিয়েছেন। তিনি জলের সংযোগ নেওয়ায় সমস্যা হচ্ছে। এর পরেই ওই ব্যক্তি সুজিতবাবুকে নিগ্রহ করার চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশ কমিশনার ও ইসিএল সদর দফতরে ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি।

‘দুর্নীতি’, কাজ বন্ধ তৃণমূলের
রাস্তা সংস্কারের কাজে দুর্নীতি চলছে, এই অভিযোগে বৃহস্পতিবার প্রায় ঘন্টা খানেক কাজ বন্ধ করে দিয়ে রানিগঞ্জের গীর্জাপাড়া এলাকায় বিক্ষোভ দেখাল স্থানীয় তৃণমূল। স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে কিছুক্ষণ বাদে আবার কাজ শুরু হয়। তৃণমূল দাবি করে, নির্মাণ সামগ্রী বদলাতে হবে। বাসিন্দারা পাল্টা জানান, উন্নয়নের কাজ বন্ধ করা হচ্ছে। তা মেনে নেবেন না তাঁরা। পুরপ্রধান অনুপ মিত্র বলেন, “নিয়ম মেনেই কাজ হচ্ছে।”

হামলার নিন্দা
সাংবাদিকদের উপর জুনিয়র ডাক্তারদের আক্রমণের নিন্দা করল কয়লাঞ্চল প্রেস ক্লাব। এ দিন আসানসোলে বিএনআর ক্লাবে একটি বৈঠকে ওই ক্লাবের সদস্যরা দোষীদের শাস্তির দাবি করেন। আসানসোল মহকুমাশাসক এবং বর্ধমান জেলাশাসকের কাছে ফ্যাক্স বার্তায় ওই দাবিপত্র পাঠানো হয়েছে।

কোথায় কী
দুর্গাপুর
বাসন্তী পুজো উপলক্ষে স্বাস্থ্য শিবির। ক্লাব প্রঙ্গন। বেলা ১২ টা। উদ্যোগ: নেতাজি স্পোর্টিং ক্লাব
যোগ প্রশিক্ষণ শিবির। আমরাই নেতাজি ময়দান। ভোর ৫ টা। উদ্যোগ: ভারত স্বাভিমান ট্রাস্ট।

আসানসোল
বিশ্ব কবিতা দিবস উদযাপন। ট্রিনিটি ট্রাস্ট পাঠচক্র। বিকাল ৫ টা। উদ্যোগ: আসানসোল সাহিত্য প্রেমী লেখক কবি সমাবেশ।
টি-টোয়েন্টি ক্রিকেট। রেল মাঠ। সকাল ৯ টা।

জামুড়িয়া
বাসন্তী পুজো উপলক্ষে মেলা। সকাল ৯ টা। ইকড়া গ্রাম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.