মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় রেল মাঠের বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল পূর্ব রেলের আসানসোল স্পোর্টস। তারা ডামরাকে ৯ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে ডামরা ৫ উইকেট হারিয়ে ১০৪ রান তোলে। জবাবে আসানসোল স্পোর্টস ১ উইকেটে জয়ের রান তুলে নেয়। সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন বিজয়ী দলের রাজীব মুখোপাধ্যায়। এ দিন বিসিসি মাঠের খেলায় বিজয়ী হল সেল আইএসপি। তারা আপকার গার্ডেন বয়েজ ক্লাবকে ১৪৯ রানে হারায়। প্রথমে ব্যাট করে সেইল ৯ উইকেটে ১৯৫ রান করে। জবাবে ৪৬ রানে গুটিয়ে যায় আপকার গার্ডেন বয়েজ। অন্য দিকে, রেল মাঠের খেলায় রানিগঞ্জের অশোক সঙ্ঘ ৬ রানে হরিপুর সিএ-কে হারায়। প্রথমে ব্যাট করে অশোক সঙ্ঘ ৬ উইকেটে ১৬১ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রানে হরিপুর সিএ-র ইনিংস শেষ হয়ে যায়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেট লিগে বৃহস্পতিবার এমএএমসি মাঠের প্রথম খেলায় শ্রমিকনগর স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে হারায় রূপালি শিবিরকে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৯০ রান করে রূপালি শিবির। জবাবে শ্রমিক নগর ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। বিজয় রায় অপরাজিত ৩৬ রান করেন। অপর খেলায় ডিসিসি ১০ উইকেটে খাঁদরা এসএসসিএ-কে হারায়। প্রথমে ব্যাট করে মাত্র ৩৭ রান করে খাঁদরা এসএসসিএ। জবাবে কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নেয় ডিসিসি। আকাশ সরকার অপরাজিত ১৮ রান করেন। বিজয়ী দলের হয়ে অর্ঘ্য সরকার ৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ম্যাচটি পরিচালনা করেন বামদেব প্রসাদ, পার্থসারথি বন্দ্যোপাধ্যায়, মিহির ঘটক, চন্দন চট্টোপাধ্যায়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হল এএসজি রাকিডাঙা। ডিপোপাড়া মাঠের খেলায় তারা ডিপোপাড়া-এ দলকে ট্রাইবেকারে ৫-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে দু’টি দল একটি করে গোল করে।
|
ডিসেরগর পারবেলিয়া সরস্বতী ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় ডুবনা এমসিই পারবেলিয়া সরস্বতী ক্লাবকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। |