l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
নেতাই-কাণ্ডে অভিযুক্ত
সিপিএম নেতারা পুনর্বহাল
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
নেতাই-কাণ্ডের অন্যতম অভিযুক্ত চণ্ডী করণ বহাল রইলেন সিপিএমের বেলাটিকরি লোকাল কমিটির সম্পাদক পদে। নেতাই-কাণ্ডের অভিযুক্ত আরও এক সিপিএম নেতা শেখ খলিলউদ্দিনকেও ফের ওই লোকাল কমিটির সদস্য করা হয়েছে। রাজ্য কমিটির বৈঠকে যেখানে দলের ভাবমূর্তি ‘পরিচ্ছন্ন’ করার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন সিপিএমের শীর্ষ নেতৃত্ব, সেখানে এই দু’জনের দলীয় পদে পুনর্বহাল হওয়া--উস্কে দিয়েছে নতুন বিতর্ক। রবিবার মাওবাদী-বন্ধ সত্ত্বেও লালগড়ের নেপুরা অঞ্চলের নিশ্চিন্তিপুর গ্রামের একটি ভবনে বেলাটিকরি লোকাল কমিটির সম্মেলন হয়। চণ্ডীবাবু এবং খলিলউদ্দিন অনুপস্থিত থাকলেও সম্মেলনে হাজির ছিলেন দেড়শো জন দলীয়-প্রতিনিধি। সর্বসম্মতিক্রমে অনুপস্থিত চণ্ডীবাবুকে পুনরায় সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়। সিপিএমের বেলাটিকরি লোকাল কমিটির সদস্য সংখ্যা আগে ছিল ১৫ জন। গত বছর এক জন সদস্য মাওবাদী হানায় খুন হন। এ বার ১৩ জনের যে নতুন কমিটি হয়েছে, তাতে চণ্ডীবাবু ও খলিলুদ্দিন-সহ ১০ জন পুরনো সদস্য রয়েছেন। নতুন সদস্য মাত্র ৩ জন।
বিস্তারিত...
দেড় বছর মর্গে পড়ে ১৪ জন ‘মাওবাদী’র দেহ
বরুণ দে • মেদিনীপুর
মৃত্যুর পরেও রয়ে গিয়েছে ‘মাওবাদী’ তকমা। তাই গত দেড় বছর ধরে মর্গে পড়ে রয়েছে ১৪টি ‘অশনাক্ত’ দেহ। পুলিশের দাবি অনুযায়ী, তার মধ্যে একটি জনগণের কমিটির প্রাক্তন সম্পাদক সিদো সরেনের। নিয়ম অনুযায়ী, অজ্ঞাতপরিচয় দেহ তিন দিনের মধ্যে শনাক্ত না হলে দাহ কিংবা কবর দেওয়া হয়। কিন্তু এ ক্ষেত্রে পুলিশ-প্রশাসনের ‘স্পষ্ট’ নির্দেশের ‘অভাবে’ ‘মাওবাদী’দের দেহ সৎকার করেননি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার রামনারায়ণ মাইতি বলেন, “দেড় বছর ধরে দেহগুলি পড়ে থাকায় সমস্যা হচ্ছে। এ ক্ষেত্রে কী করণীয় জানতে চেয়ে জেলাশাসক-পুলিশ সুপারের কাছে চিঠি পঠিয়েছিলাম আমরা। জবাবে ওঁদের পাঠানো চিঠির বয়ানে ধোঁয়াশা ছিল। তাই আমরা আরও স্পষ্ট লিখিত নির্দেশ চেয়েছি।” কেন হল এই পরিস্থিতি? পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠীর বক্তব্য, “খোঁজ নিয়ে বলতে হবে।” জবাব এড়িয়ে জেলাশাসক সুরেন্দ্র গুপ্তের আশ্বাস, “দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।” তবে জেলা পুলিশের এক কর্তার ব্যাখ্যা, “আসলে এগুলো সবই মাওবাদীদের মৃতদেহ। পরিবারের তরফে কেউ শনাক্ত করতে এলে জিজ্ঞাসাবাদ করে কিছু সূত্র পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু কেউ আসেনি।”
বিস্তারিত...
তৃণমূল কর্মী খুনে জামিন সিপিএম নেতা প্রশান্তের
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত ঝাড়গ্রামের সিপিএম নেতা প্রশান্ত দাসকে জামিনে মুক্তি দিল আদালত। বৃহস্পতিবার মেদিনীপুর জেলা-দায়রা আদালতে প্রশান্তবাবুর জামিন মঞ্জুর হয়। শুক্রবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে ঝাড়গ্রামের বাড়িতে ফিরেছেন তিনি। তৃণমূল কর্মী খুন, বেআইনি অস্ত্র মজুত ও ভাঙচুর-লুঠের তিনটি মামলায় প্রশান্তবাবুকে অভিযুক্ত করেছিল পুলিশ। বেআইনি অস্ত্র মজুত ও ভাঙচুর-লুঠের দু’টি মামলায় আগেই ঝাড়গ্রাম আদালত থেকে জামিন পেয়েছিলেন প্রশান্তবাবু। দলের সম্মেলন-পর্ব চলাকালীন দলের আগুইবনি লোকাল কমিটির সম্পাদক এবং ঝাড়গ্রাম (গ্রামীণ) জোনাল কমিটির সদস্য প্রশান্তবাবুর জামিনে মুক্তিতে উচ্ছ্বসিত সিপিএম নেতৃত্ব। জোনাল সম্পাদক রবি সরকারের দাবি, “প্রশান্তবাবুকে যে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছিল তা প্রমাণ হয়ে গেল। সম্মেলনের আগে আদালতের এই নির্দেশে আমাদের কর্মী-সমর্থকেরা উজ্জীবিত হবেন।”
বিস্তারিত...
আজ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন হাওড়ায়। তাঁর সঙ্গে আসছেন ১৮টি দফতরের মন্ত্রী, মুখ্যসচিব-সহ ১৮টি দফতরের প্রধান সচিবেরা। আজ, সোমবার মুখ্যমন্ত্রী বৈঠক করবেন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। জেলাশাসক, হাওড়া সদর এবং উলুবেড়িয়া এই দু’টি মহকুমার দুই মহকুমাশাসক, ১৪টি ব্লকের বিডিও এবং অতিরিক্ত জেলাশাসকেরা ওই বৈঠকে হাজির থাকবেন। হাওড়া পুরসভার মেয়র, বালি এবং উলুবেড়িয়া পুরসভার দুই চেয়ারম্যান, জেলা সভাধিপতি, ১৫৭টি পঞ্চায়েতের প্রধান এবং ১৪টি পঞ্চায়েত সমিতির সভাপতিদের কাউকেই অবশ্য বৈঠকে ডাকা হয়নি। বৈঠকে ডাকা হয়নি বিধায়কদের। জেলা প্রশাসনের এক কর্তা জানান, নির্বাচিত প্রতিনিধি নন, জেলার এমন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেই মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। এর আগে যে সব জেলায় মুখ্যমন্ত্রী সফর করেছেন সেখানেও তিনি এটাই করেছেন। জেলা প্রশাসন সূত্রের খবর, বৈঠকে মূলত যে সব বিষয় আলোচিত হতে পারে তা হল, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি এবং তাতে যে সব বাধা আসছে সেই প্রসঙ্গ। একশো দিনের কাজের ক্ষেত্রে হাওড়া জেলার হাল বেশ খারাপ। চলতি আর্থিক বছরে জেলায় মাত্র ৯ দিন কাজ হয়েছে এই প্রকল্পে।
বিস্তারিত...
নানুরে সিপিএম কার্যালয়ে
আগুন, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • নানুর
সিপিএমের দলীয় কার্যালয় পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নানুরের খুজুটিপাড়ায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বে অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানায়, অভিযোগের তদন্ত চলছে। রিপোর্ট পাওয়ার পরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খুজুটিপাড়া চণ্ডীদাস মহাবিদ্যালয়ের কাছে রয়েছে ইটের গাঁথনি দেওয়া খড়ের চালের একতলা সিপিএমের লোকাল কমিটির অফিস। খুজুটিপাড়া সিপিএম পরিচালিত নওয়ানগরকড্ডা পঞ্চায়েতের অধীন। ওই পঞ্চায়েতের অন্তর্গত সুচপুর। যেখানে ২০০০ সালে ১১ জন তৃণমূল সমর্থক খেতমজুর খুন হয়েছিলেন। এই ঘটনায় জড়িত থাকায় ৪৪ জন সিপিএমের নেতাকর্মী বর্তমানে যাবজ্জীবন সাজা কাটাচ্ছেন। কিছু দিন আগেই সুচপুর ও খুজুটিপাড়ার পুকুর পাড়ের মাটি খুঁড়ে উদ্ধার হয় ড্রাম ভর্তি প্রচুর বোমা। মূলত সুচপুর গণহত্যাকে সামনে রেখে সহানুভূতির হাওয়া পালে লাগিয়ে নানুরে তৃণমূল প্রভাব বিস্তার করে। বিভিন্ন সময়ে নানুরের বিভিন্ন এলাকায় নিজেদের প্রভাব বিস্তার করতে পারলেও তৃণমূল নওয়ানগরকড্ডা পঞ্চায়েত এলাকা বিশেষ করে খুজুটি পাড়া ছিল সিপিএমের ‘শক্তঘাঁটি’।
বিস্তারিত...
সিপিএম নেতার জমির ধানে আগুন কাঁকসায়
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা
পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতির বেশ কয়েক বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। কাঁকসা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সিপিএম সভাপতি সুভাষ সাহার দাবি, মোট প্রায় ১৫ বিঘা জমির ধান নষ্ট হয়েছে তাঁর। কাঁকসা থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে মাধবমাঠে সুভাষবাবুর বাড়ির খামারের ধানের গাদায় প্রথম আগুন লাগে। সুভাষবাবুর বাড়ির লোকজন জেগে উঠে দেখেন, বড় আগুন লেগেছে। তাঁরা দমকলে খবর দেন। কাঁকসা থেকে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। তত ক্ষণে অবশ্য গাদার একটি বড় অংশ পুড়ে গিয়েছে। এর পরে সকালে চাষিরা মাঠে গিয়ে দেখেন সুভাষবাবুর জমিতে ডাঁই করে রাখা ধানের গাদাও পুড়ে গিয়েছে। এই খবর পেয়ে মাঠে যান সুভাষবাবু। তিনি বলেন, “বাড়ির খামারে প্রায় দশ বিঘা জমির ধান রাখা ছিল। তা নষ্ট হয়েছে। মাঠে আরও ৫ বিঘা জমির ধান পুড়ে গিয়েছে। আমার বড় ক্ষতি হয়ে গেল।”
বিস্তারিত...
মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত স্বাগত
জানালেন ডব্লুবিসিএস-রা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
উন্নয়নের কাজে বিডিওদের আরও দায়িত্ব দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাল ডব্লিউবিসিএস (এগজিকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশন। রবিবার শিলিগুড়ির মৈনাক হোটেলে আয়োজিত সমিতির উত্তরবঙ্গ শাখার কনভেনশনে রাজ্য সাধারণ সম্পাদক প্রদীপ জানা বলেন, “বহু বার বলার পরেও পূর্বতন রাজ্য সরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণ করলেও উন্নয়নের কাজে আমাদের কোথায় বাধা আসছে তা খতিয়ে দেখেনি। ফলে সামগ্রিক উন্নয়নের বিষয়টি কথায় কথা হয়ে দাঁড়িয়েছিল। নয়া সরকার সেই দিশা দেখিয়েছেন।” ডব্লিউবিসিএস (এগজিকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য, ব্লক স্তরে সাধারণ মানুষ যে কোনও সমস্যার সমাধানে বিডিওদের কাছে দৌড়ে গেলেও বেশ কিছু আধিকারিক সরাসরি তাঁদের নিয়ন্ত্রণে নয়। ফলে সমাধানের রাস্তা জানা থাকা সত্বেও তাঁরা কিছুই করতে পারতেন না। ব্লক রিলিফ অফিসারের বন্যার মরসুম ছাড়া অন্য সময়ে কোনও কাজ না-থাকলেও তাঁকে কোনও কাজে লাগানো যেত না। অথচ নির্বাচনের সময়ে ব্লকের সমস্ত অফিসার বিডিওদের নিয়ন্ত্রণে চলে আসায় কাজ করতে কোনও সমস্যা হয় না।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
জমি প্রসঙ্গে পাশে বামও
বাড়ির উঠোনে সিপিএমের জোনাল সম্মেলন
দক্ষিণবঙ্গ
দুর্ঘটনায় মৃত হাবরা-২
পঞ্চায়েত সমিতির
বন ও ভূমি কর্মাধ্যক্ষ
‘গুন্ডা-ট্যাক্স’ চেয়ে
ফোন, সন্ত্রস্ত হাওড়ার
লোহা ব্যবসায়ীরা
বর্ধমান
গ্যাসের সিলিন্ডার ফেটে
জখম ৭, উঠছে অভিযোগ
চর্মজাত দ্রব্যের
মেলা দুর্গাপুরে
পুরুলিয়া
বাঘমুণ্ডির শিক্ষক
খুনে ধৃত দুষ্কৃতী
সব্জিখেত নষ্ট ইলামবাজারে
মুর্শিদাবাদ
অবহেলাতেই পড়ে
অনেক পুরাকীর্তি
বগুলায় সিপিএমের লোকাল
কমিটির সম্মেলনে গণ্ডগোল
মেদিনীপুর
সমন্বয়ে ঘাটতি,
থমকে রাস্তার কাজ
প্রাধান্য বজায় রাখতে
সিপিএমেও পরিবারতন্ত্র
কলকাতা
২৮.৬/১৯.৭
আজকের দিনে
• ১৯৮৩:
প্যারাগুয়ের ফুটবলার
নেলসেন ভালদেজের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
কোস্টা রিকার মতো একটা ছোট্ট দেশ ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় খাদ্য সম্ভারের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়!
‘খানাতল্লাশি’
তে এ বার সেই আশ্চর্য খাদ্য ভাণ্ডারের হদিশ। সঙ্গে বাঙালির আদরের শীত-খাবার ‘পিঠে’ হাজির
‘আপনার রান্নঘর’
-এ। মাঝমাসের হাওয়াবদলে অন্য খবরের ডালি সাজিয়ে রইল
‘সংবাদের হাওয়াবদল’
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.