দিনহাটা জমি অধিগ্রহণের ব্যাপারে কংগ্রেস তো বটেই, তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারের পাশে দাঁড়াল সিপিএম, ফরওয়ার্ড ব্লকও। কোচবিহারের দিনহাটায় সিঙিমারি নদীর উপরে সেতু তৈরির অ্যাপ্রোচ রোডের জন্য ৬৫ একর জমি অধিগ্রহণ জরুরি। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, সেতুর কাজ শুরুর আগে প্রয়োজনীয় জমি অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করার কথা মাথায় রেখে শনিবার দিনহাটা গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। গোসামিমারি হাই স্কুল চত্বরে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকও করেন তিনি। বৈঠকে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক উদয়ন গুহ, দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মণীন্দ্রচন্দ্র রায়, সিতাইয়ের কংগ্রেস বিধায়ক কেশব রায়, নাটাবাড়ির তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ উপস্থিত ছিলেন। মন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে জমি অধিগ্রহণের ব্যাপারে প্রশাসনকে সাহায্য করার ব্যাপারে আশ্বাস দেন সমস্ত দলের প্রতিনিধিরাই। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাড়তি জোর দেওয়া হচ্ছে। ওই সেতুর ব্যাপারে আগের রাজ্য সরকার কিছুই করেনি। আমরা ৯০০ মিটার দীর্ঘ সেতু তৈরি করতে চাইছি।” সিতাইয়ের কংগ্রেস বিধায়ক বলেন, “ভাঙনের জন্য ৬০০ মিটার সেতুর প্রস্তাব বাড়িতে ৯০০ মিটার করতে হয়েছে। তাতে বাড়তি প্রায় ১০০ কোটি টাকার দরকার হবে। ইতিমধ্যে রাজ্য সরকার প্রায় ৬০ কোটি টাকার অনুমোদন দিয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী টাকার অভাব হবে না বলেছেন। আমরাও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছি।” সেতুর তৈরির ব্যাপারে তাঁরা সহযোগিতা করতে রাজি বলেও জানিয়েছেন কেশববাবু। নতুন সরকার গঠনের পরে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রথম বৈঠকে ৬০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। শনিবার ওই সেতুর দু’দিকে ২ কিলোমিটার করে অ্যাপ্রোচ রোড তৈরির জন্য ৬৫ একর জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা এড়াতে এ দিন বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। |