আবর্জনা নিয়ে মাথাব্যথা দু’জনেরই। উপযুক্ত জায়গার অভাবে একজন নিজেরই এলাকায় যত্রতত্র জঞ্জাল ফেলে
দূষণ সৃষ্টি করছে। আর এক জন নিজেদের সেই জঞ্জাল থেকে সার তৈরি এবং তা বাজারজাত করার মাধ্যমে
কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। উত্তর ২৪ পরগনার তৃণমূল পরিচালিত নৈহাটি এবং উত্তর ব্যারাকপুর
পুরসভায় জঞ্জাল সমস্যার সমাধানে এমনই বিপরীত ছবি দেখলেন
বিতান ভট্টাচার্য।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.