|
|
|
|
চর্মজাত দ্রব্যের মেলা দুর্গাপুরে |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
চর্মজাত দ্রব্যের মেলা শুরু হল দুর্গাপুরের গাঁধী মোড় ময়দানে। শনিবার বিকেলে এই মেলার উদ্বোধন করেন মেয়র রথীন রায়। উদ্বোধন পর্ব শেষ হওয়ার পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ দিন মেয়র বলেন, “আজকাল বাজারে চর্মজাত দ্রব্যের নানা বিকল্প পাওয়া যায়। তবে সেগুলি বিশেষ স্বাস্থ্যকর নয়।”
এ বছর মেলায় মোট ৪৮টি স্টল রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা এসেছেন। মেলাটি চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। উদ্যোক্তাদের পক্ষে মুখ্য সমন্বয়কারী আধিকারিক মৃণাল চক্রবর্তী জানান, ২০১০-এ প্রথম বার দুর্গাপুরে চর্মজাত দ্রব্যের এই মেলার আয়োজন করা হয়েছিল। মেলায় সাফল্য মেলায় এ বছর ফের এই মেলার আয়োজন করা হল। তিনি আরও জানান, বছরে বিদেশে চর্মজাত দ্রব্য রফতানির প্রায় ৫৭ শতাংশ যায় এই রাজ্য থেকে। |
|
গাঁধী মোড় ময়দানের মেলায় মেয়র (বাঁ দিকে)। নিজস্ব চিত্র। |
চর্মশিল্পের সঙ্গে প্রায় ৫০ লক্ষ মানুষের রোজগারও জড়িয়ে রয়েছে। কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ, তথ্য না থাকায় অনেকেই সমস্যায় পড়েন। তাই তাঁদের সংস্থা এই ধরনের মেলার আয়োজন করে থাকে। এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার দুঃস্থ শিল্পীরা তাঁদের শিল্পকর্ম নিয়ে হাজির হওয়ার সুযোগ পান ক্রেতাদের সামনে। মৃণালবাবু বলেন, “মেলা ছাড়াও চর্মশিল্পের প্রসারে প্রশিক্ষণ, ম্যাগাজিন-বইও প্রকাশ করা হয়।”
বিভিন্ন চর্মজাত সামগ্রীর পসরা সাজিয়ে দিল্লি, কানপুর, আগ্রা, কলকাতা থেকে এসেছেন ব্যবসায়ীরা। কলকাতা থেকে এসেছেন ব্যবসায়ী মনোরঞ্জন সাউ। মেলায় তিনি মূলত জুতো বিক্রি করছেন। তিনি বলেন, “আগের বারের মেলায় লক্ষাধিক টাকার সামগ্রী বিক্রি হয়েছিল। আশা করি এ বারও ভাল বিক্রি হবে।” বি জোনের কলেজ ছাত্রী পায়েল দাশগুপ্ত, পুনম দরজিরা বলেন, “আগের বার দেখেছি, এই মেলায় বেশ সস্তায় চর্মজাত সামগ্রী পাওয়া যায়। তাই এ বারও এসেছি।” |
|
|
|
|
|