টুকরো খবর
বাড়িতে ডাকাতি, হামলা খনিতেও
তছনছ জিনিসপত্র। নিজস্ব চিত্র।
ভর সন্ধ্যায় বাড়িতে ডাকাতি করে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ জামুড়িয়ার মিশিডাঙায় মুন্না পাসি নামে এক ব্যক্তির বাড়িতে জনা দশেক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়। মুন্নাবাবুর অভিযোগ, তাঁকে ও তাঁর ভাই মোহনবাবুকে বেধড়ক মারধর করে টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যাওয়ার সময়ে ব্যাপক বোমাবাজিও করে তারা। এই ঘটনার কিছু ক্ষণ পরেই এক দল দুষ্কৃতী ওই বাড়ির অদূরে সাতগ্রাম ইনক্লাইনে হানা দেয়। সেখানে চার কর্মীকে মারধর করে যন্ত্রাংশ নিয়ে পালায়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ, পরিহারপুর, বেনালি, বৈজন্তীপুর ও শ্রীপুরে পরপর অপরাধমূলক ঘটনা ঘটছে। পুলিশকে জানিয়েও কোনও ফল হচ্ছে না। আসানসোলের এডিসিপি ভি সুলেমান জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

লরি-ট্যাঙ্কার ধাক্কা, মৃত্যু খালাসির
দুর্গাপুর থেকে গলসির পারাজে যাওয়ার পথে শনিবার সন্ধ্যায় ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে একটি ধান বোঝাই লরির খালাসির। মৃতের নাম শেখ হাসমত (২২)। তাঁর বাড়ি পারাজে। এ দিকে, হুগলির শিবাইচণ্ডী থেকে সব্জি নিয়ে ট্রেনে ওঠার সময়ে পা পিছলে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানায়, মৃতের নাম নাম ধূপা মাল (৪১)। বাড়ি মেমারির পাল্লা রোডে। ঘটনাটি ঘটে শনিবার সকালে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে ওই দিন দুপুরেই তাঁর মৃত্যু হয়।

অটোচালকদের সভা আসানসোলে
আইএনটিটিইউসি অনুমোদিত আসানসোল মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের অটো কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। আসানসোল বিএনআর মোড়ে জেলা যুব তৃণমূল (শিল্পাঞ্চল) কার্যালয়ে প্রায় সাড়ে চারশো অটোচালক উপস্থিত ছিলেন। তাঁদের নেতা রাজু অহলুওয়ালিয়া অভিযোগ করেন, পাঁচ বছরেরও বেশি সময় আসানসোল পরিবহণ দফতর অটোর লাইসেন্স দিচ্ছে না। রুট পারমিট দেওয়ার কাজও বন্ধ। অথচ অধিকাংশ অটোচালকই ব্যাঙ্ক ঋ ণ নিয়ে গাড়ি কিনেছেন। কমিশনারেট গঠনের পরে যত্রতত্র জরিমানা করে হয়রান করা হচ্ছে। এ সব ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

ব্লক কংগ্রেসের সভা রানিগঞ্জে
ব্লক কংগ্রেসের উদ্যোগে তিলক রোডে রবিবার কর্মিসভা করল কংগ্রেস। সেখানে দলের নেতারা দাবি তুললেন, গরিবদের কাছে নানা পরিষেবার সুযোগ পৌঁছে দিতে হবে। আসানসোল পুরসভার মেয়র পারিষদ তথা কংগ্রেস নেতা রবিউল ইসলাম জানান, রানিগঞ্জে এত দিন ধরে বার্নস কোম্পানির আবাসন এবং চত্বর ভাড়া দিয়ে টাকা তুলেছে সিপিএম। এখন তৃণমূলের একাংশ এমন করছে বলে অভিযোগ শোনা যাচ্ছে। অবিলম্বে এ সব বন্ধ করতে হবে। সভায় উপস্থিত ছিলেন আসানসোলের ডেপুটি মেয়র অমর চট্টোপাধ্যায়। স্থানীয় তৃণমূল বিধায়ক সোহরাব আলি অবশ্য পাল্টা বলেন, “কোনও অভিযোগ তোলার আগে ভাল করে খোঁজ নেওয়া উচিত।”

গাড়ির ধাক্কায় মৃত্যু
রাস্তা পার হওয়ার সময়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। তাঁর এক সঙ্গীকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ডালের কাজোড়া মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুরজ নুনিয়া (২২)। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ রাস্তা পেরোনোর সময়ে গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। তাঁদের বাড়ি জামুড়িয়ার নিঘায়।

নতুন কমিটি
পশ্চিমবঙ্গ তৃণমূল অশিক্ষক কর্মী সংগঠন গঠিত হল আসানসোলে। সংগঠকদের পক্ষে আইনমন্ত্রী মলয় ঘটকের দাদা আইনজীবী অসীমকুমার ঘটক জানান, ১০৫ জন প্রতিনিধিকে নিয়ে এ দিন কমিটি গঠন হল। বিভিন্ন বকেয়া দাবি-দাওয়া নিয়ে তাঁরা আন্দোলন করবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.