খেলার টুকরো খবর
ফুটবলার বাছাই
জেলা জুড়ে তরুণ ফুটবলার বাছাইয়ের কাজ শুরু করেছে জেলা পুলিশ। সেই বাছাই পর্বে দক্ষিণ দামোদের অংশের ১২টি ক্লাবকে নিয়ে দু’দিনের খেলা হয়েছে সেহারাবাজার ময়দানে। ফাইনালে খণ্ডঘোষের বাদুলিয়া স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়েছে মাধবডিহির পহলানপুর প্রগতি সঙ্ঘকে। পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার দেবাশিস কোনার। মাধবডিহি, রায়না খণ্ডঘোষের ক্লাবগুলি থেকে প্রতিযোগিতায় যোগ দেওয়া প্রায় ১৪৪ জনের মধ্যে ৩৬ জনকে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে।

শেষ আটে মেয়েরা
রাজ্য সিনিয়র বাস্কেটবলে খড়্গপুরকে ২৫-১৫ পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্ধমানের মেয়েরা। অন্য দিকে, ছেলেরা হেরেছে রেলওয়ে ও রাজ্য পুলিশের বিরুদ্ধে। শনিবার থেকে কলকাতা বাস্কেটবল সংস্থার মাঠে শুরু হয়েছে এই প্রতিযোগিতা।

নৈশ ফুটবল
নৈশ ফুটবল উপলক্ষে দুর্গাপুরের সংহতি মাঠে হল বিভিন্ন অনুষ্ঠান।
চৌরঙ্গি ইয়ুথ কালচার আয়োজিত নৈশ ফুটবলে চ্যাম্পিয়ন হল ইয়ং বেঙ্গল। শনিবার সন্ধ্যায় ডিপিএল কলোনি সংহতি মাঠে ফাইনালে তারা ১-০ গোলে দুর্গাপুর প্রজেক্টস কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশনকে হারায়। ফেয়ার প্লে ট্রফি পায় সগরভাঙা তরুণ সঙ্ঘ। প্রতিযোগিতার সেরা বিজিত দলের মহম্মদ নাজির। পুরস্কার বিতরণী সভায় ছিলেন ডিপিএলের আধিকারিক রঘুনাথ গঙ্গোপাধ্যায় ও এইচএস পান্ধে, মুকুট নাহা। কাটোয়ার রায়বেঁশে শিল্পীরা দর্শকদের মনোরঞ্জন করেন নিজেদের শিল্পনৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে।

আন্তঃক্লাব কবাডি
মহকুমা কবাডি অ্যাসোসিয়েশন আয়োজিত মহকুমা আন্তঃক্লাব কবাডি প্রতিযোগিতায় পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হল আমলোকা চেতনা সঙ্ঘ। তারা ফাইনালে ৪২-২৮ পয়েন্টের ব্যবধানে হারায় আমরাই মিলন তিথিকে। মোট ৮টি ক্লাব প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। অন্য দিকে, মহিলা বিভাগে সি-জোন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। তারা ফাইনালে ৩৫-১৮ পয়েন্টে হারায় কনিষ্ক কবাডি ক্লাবকে। মোট ৬টি ক্লাব প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

খেতাব আইএফএ’র
সারা ভারত আমন্ত্রণমূলক আন্তঃঅ্যাকাডেমি ফুটবলে চ্যাম্পিয়ন হল আইএফএ ফুটবল অ্যাকাডেমি। রবিবার ভগৎ সিংহ স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে তারা জেসিটি ফুটবল অ্যাকাডেমিকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ের খেলায় কোনও গোল হয়নি। মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের মোট ৮টি অ্যাকাডেমি অংশ নিয়েছিল।

স্মৃতি ফুটবল
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত আরএ গুটগুটিয়া স্মৃতি ফুটবলে রবিবার বিজয়ী হল লাস্কার সামলেট। কালাঝরিয়া মাঠে তারা গুটগুটপাড়া আদিবাসী ক্লাবকে টাইব্রেকারে ৪-১ গোলে হারায়। নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি। এই মাঠে শনিবার বড়ডাঙা আদিবাসী মিলন সঙ্ঘ ২-০ গোলে উদয়ন সঙ্ঘ কালাঝড়িয়াকে হারায়।

ভলিবল লিগ
জেলা ভলি ও বাস্কেটবল সংস্থার পরিচালনায় বর্ধমান সদর প্রথম ডিভিশন ভলিবল লিগে রবিবার অরবিন্দ স্টেডিয়ামে রতন স্মৃতি সঙ্ঘ ৩-০ সেটে হারায় নবোদয় সঙ্ঘকে। শনিবার অগ্রদূত কোচিং সেন্টার ৩-২ সেটে হারিয়েছে নবোদয়কে।

জয়ী জামগ্রাম সিসি
বারাবনি গ্রামরক্ষা কমিটি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় বিজয়ী হল জামগ্রাম সিসি। কাপিষ্ঠা নেতাজি-সুকান্ত মাঠে তারা ভাঙা ধাওড়া আদিবাসী ক্লাবকে ১-০ গোলে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.