উত্তরবঙ্গ |
ডালুর পথে বোমা, গুলির অভিযোগ |
|
নিজস্ব সংবাদদাতা, মালদহ ও কলকাতা: কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা মালদহ জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরীর (ডালু) কনভয়ে হামলার অভিযোগ ঘিরে দিনভর উত্তপ্ত রইল রাজ্য রাজনীতি। মালদহের নানা জায়গায় অবরোধে বসল কংগ্রেস। ডালুবাবুকে ফোন করলেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বোমা-গুলি নিয়ে এই হামলা চালায় বলে অভিযোগ করলেন ডালুবাবু। |
|
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর ও শিলিগুড়ি: বাইক থামিয়ে সোনার দোকানের মালিক ও তাঁর ভাইকে গুলি করে, ছুরি মেরে টাকা, গয়না ছিনিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জের খোঁচাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, জখমদের নাম নরহরি সরকার এবং তাঁর ভাই গৌরহরি। |
গুলি, ছুরিতে টাকা,
গয়না নিল দুষ্কৃতীরা |
|
সিপিএম কর্মীকে গুলি, খুনের চেষ্টা রায়গঞ্জে |
|
জোরদার প্রচার জেলা জুড়ে,
হরেক চিহ্নে ভোটে নির্দলরা |
দুই কলেজের জন্য
সংরক্ষণ বিশ্ববিদ্যালয়ে |
|
জামিনে মুক্ত নারায়ণ, মানবেশ |
|
প্রার্থীর দিকে গুলি, নালিশ |
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
দুষ্কৃতীর জঙ্গী
যোগ দেখবে পুলিশ |
নিজস্ব সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটার বর্মনপাড়া থেকে ধৃত দুষ্কৃতীর সঙ্গে কেএলও যোগাযোগ খতিয়ে দেখছে পুলিশ। গত সোমবার রাতে চারটি বোমা-সহ ওই দুষ্কৃতীকে আটক করে এসএসবি জওয়ানেরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাকে জেরা করে পাওয়া তথ্যে কেএলও যোগাযোগের কিছু তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: শ্লীলতাহানির অভিযোগে সিপিএমের এক নেতা তথা এক পুরকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি হাকিমপাড়ায়। পুলিশ জানায়, ধৃতের নাম অরুণাভ দত্ত ওরফে পাপ্পু। তিনি পুরসভার তিন নম্বর বরো কমিটির ওয়ার্ক সুপার ভাইজার। অভিযোগ, ওই দিন রাত পৌনে ন’টা নাগাদ এক মহিলা ছেলেকে নিয়ে রিকশায় যাচ্ছিলেন। |
শ্লীলতাহানির
অভিযোগে ধৃত পুরকর্মী |
|
ক্যামেরা নিয়ে
তদন্তের দাবি |
বৌদি-ননদ প্রতিপক্ষ
ভোটের ময়দানে |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|
|
|