শ্লীলতাহানির অভিযোগে ধৃত পুরকর্মী |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শ্লীলতাহানির অভিযোগে সিপিএমের এক নেতা তথা এক পুরকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি হাকিমপাড়ায়। পুলিশ জানায়, ধৃতের নাম অরুণাভ দত্ত ওরফে পাপ্পু। তিনি পুরসভার তিন নম্বর বরো কমিটির ওয়ার্ক সুপার ভাইজার। অভিযোগ, ওই দিন রাত পৌনে ন’টা নাগাদ এক মহিলা ছেলেকে নিয়ে রিকশায় যাচ্ছিলেন। হাকিমপাড়ায় কর্ম বিনিয়োগ কেন্দ্রের কাছে সে সময় আচমকা ওই ব্যক্তি রিকশা আটকে মহিলার হাত ধরে টানাটানি শুরু করেন। মদ্যপ অবস্থায় ওই ব্যক্তি তাঁকে রিকশা থেকে টেনে নামান। তাঁর চিৎকারে স্থানীয় কয়েকজন বাসিন্দা জড়ো হয়ে মহিলাকে উদ্ধার করেন। এর পরেই শ্লীলতাহানির অভিযোগে ওই মহিলা পানিট্যাঙ্কি মোড় পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। এর পরেই ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার শিলিগুড়ি আদালতে ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য বিচারবিভাগী ম্যাজিস্ট্রেট সন্তোষ পাঠক তাকে অন্তবর্তী জামিন দিয়েছেন। ধৃতের আইনজীবী চিন্ময় সাহা বলেন, “পাপ্পু সরল ছেলে। তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই অভিযোগ তোলা হচ্ছে।”
অভিযোগকারিণী ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ওই ব্যক্তির নাম জেনে তিনি পুলিশকে জানান। শিলিগুড়ির সহকারি ডেপুটি পুলিশ কমিশনার আভারু রবীন্দ্রনাথ বলেন, “মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ দিন তাঁকে আদালতে তোলা হয়েছে।” মেয়র গঙ্গোত্রী দত্ত জানান, বিষয়টি শুনেছেন। তিনি বলেন, “বিস্তারিত তথ্য এবং নথিপত্র পাইনি। কোনও ব্যবস্থা নিতে হলে সমস্ত কিছু দেখই তা করা হবে।”
দলের সক্রিয় সদস্য পাপ্পুর বিরুদ্ধে অভিযোগ নিয়ে অস্বস্তিতে পড়েছে সিপিএম। দলেরই একটি সূত্র জানিয়েছে, পাপ্পু দলের ১৬ নম্বর ওয়ার্ড কমিটির দায়িত্বে রয়েছেন। সিপিএমের ভারপ্রাপ্ত জেলা সম্পাদক জীবেশ সরকার বলেন, “ঠিক কী ঘটেছে সমস্ত কিছু জানি না। যে অভিযোগ তেলা হচ্ছে তা ঘটে থাকলে আইন অনুসারে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব।” ডিওয়াইএফের দার্জিলিং জেলা কমিটির সম্পাদক শঙ্কর ঘোষ অবশ্য জানিয়েছেন, পাপ্পু ডিওয়াইএফের প্রাক্তন সদস্য। পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত থাকায় তিনি এ ব্যাপারে কিছু জানে না। তাই মন্তব্য করবেন না।
বিষয়টিকে তুলে ধরে সিপিএমের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। এ দিন শিলিগুড়ি টাউন তৃণমূল যুব কংগ্রেসের তরফে ধীমান বসু-সহ কয়েকজন ওই মহিলার সঙ্গে দেখা করেন। তাঁর পাশে থাকার আশ্বাস দেন। তৃণমূলের দার্জিলিংজেলার মহাসচিব কৃষ্ণ পাল বলেন, “৩৪ বছর ধরে সিপিএম তাদের কর্মীদের যা শিখিয়েছে এটা তারই ফল। তারাই মহিলাদের শ্লীলতাহানি করছেন। আবার তারাই পতাকা নিয়ে মহিলাদের শ্লীলতাহানি বন্ধ করতে মিছিল, মিটিং করছেন।”
|