স্নাতকোত্তরে ভর্তির জন্য কোচবিহার ও আলিপুরদুয়ারের কলেজের ছাত্রছাত্রীদের জন্য চল্লিশ শতাংশ আসনে সংরক্ষণের ঘোষণা করল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার কোচবিহার তথ্য সংস্কৃতি দফতরের অফিসে সাংবাদিক বৈঠক করে ওই কথা ঘোষনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইন্দ্রজিৎ রায়। সরকারি নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় গুলিতে নিজের অধীনে থাকা কলেজের ছাত্রছাত্রীদের জন্য ষাট শতাংশ সংরক্ষণ রাখতে হবে। নতুন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম শিক্ষাবর্ষ চালু হল। সেজন্য নতুন নিয়মে সংরক্ষণে চালু করা হল।
উপাচার্য জানান, ইতিমধ্যেই ভর্তির ফর্ম জমা নেওয়ার কাজ শেষ হয়েছে। দু’হাজারের বেশি ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদন করেছেন। অনলাইনেও আবেদন পত্র জমা নেওয়া হয়েছে। আগামী ৬ অগস্ট সুযোগ পাওয়া ছাত্রছাত্রীদের প্রথম তালিকা প্রকাশ করা হবে। ৮,৯ এবং ১২ অগস্ট ভর্তি নেওয়া হবে। প্রথম দিন বাংলা, ভূগোল, দ্বিতীয় দিন ইতিহাস, দর্শন এবং তৃতীয় দিন ইংরেজি, হিন্দি বিষয়ের ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে। ১৬ অগস্ট থেকে পুন্ডিবাড়ি কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে অস্থায়ী ভাবে ক্লাস শুরু করা হবে।
ইংরেজি, বাংলা, ইতিহাস এবং দর্শনে ৪০ টি করে আসনের জন্য ছাত্র ভর্তি নেওয়া হবে। হিন্দি এবং ভূগোলের জন্য ২০ টি করে আসনে ছাত্র ভর্তি নেওয়া হবে। ওই আসনগুলির জন্য কোচবিহার ও আলিপুরদুয়ারের কলেজগুলির জন্য চল্লিশ শতাংশ সংরক্ষণ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কুড়ি শতাংশ সংরক্ষণ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলেজগুলির জন্য। বাকি চল্লিশ শতাংশ আসনে যে কোনও কলেজের ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে। সেক্ষেত্রে একটি মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজে বাংলা, ইতিহাস, জীববিদ্যা, সংস্কৃতে পোস্ট গ্র্যাজুয়েট পড়ানো হবে। সেগুলিও পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীন পড়ানো হবে। বিশ্ববিদ্যালয় ক্রেডিট রেটিং সিস্টেমে পড়ানো হবে। ক্লাসের উপরে নম্বর দেওয়া হবে ছাত্রছাত্রীদের। ওই সিস্টেমে এই কলেজে পড়াশোনা শুরু করে ট্রান্সফার নিয়ে যে কোনও কলেজে পড়া শেষ করতে পারবেন ছাত্রছাত্রীরা।
উপাচার্য বলেন, “আপাতত অস্থায়ী পরিকাঠামো বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। আশা করছি আগামী দেড় বছরের মধ্যে স্থায়ী পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হবে।” কোচবিহারের একটি কৃষি খামারে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী পরিকাঠামোর কাজ শুরু করা হয়েছে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার দেবকুমার রায়। |