বাইক থামিয়ে সোনার দোকানের মালিক ও তাঁর ভাইকে গুলি করে, ছুরি মেরে টাকা, গয়না ছিনিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জের খোঁচাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, জখমদের নাম নরহরি সরকার এবং তাঁর ভাই গৌরহরি। গৌরহরিবাবুর পেটে গুলি লেগেছে। তাঁর ভাই নরহরির পিঠে ছুরির আঘাত রয়েছে এবং মাথায় রিভলবারের বাঁটের গুঁতোয় ক্ষত হয়েছে। দুজনেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, প্রায় ৪ ভরি সোনা এবং ২ কিলোগ্রাম রুপো লুঠের চেষ্টার অভিযোগ হয়েছে। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “তদন্ত হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।” অন্যদিকে দুই ভাইয়ের আহত হওয়ার খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইসলামপুর হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁদের বাবা নরেশবাবু।
আহত নরহরি জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ দোকান বন্ধ করে তাঁরা দুই ভাই এবং তাঁদের এক কর্মচারী বাইকে চেপে চুতিয়ানিতে নিজের বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে তাঁদের পথ আটকে দাঁড়ায় তিনটি বাইক। প্রতিটি বাইকে দুজন করে ছিল। তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল, মাথায় ছিল হেলমেট। একজনের হাতে পিস্তল এবং অন্যদের হাতে ধারালো ছুরি ছিল। কাছে এসে তারা একটি ব্যাগে থাকা সোনা এবং ও রুপো ছিনিয়ে নিতে চেষ্টা করে। বাধা দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে মারামারি হয়। দুই ভাইয়ের কাছে কিছু না থাকায় মাথার হেলমেট দিয়েই তাঁরা প্রতি আক্রমণ করেন। তাতে দুজন দুষ্কৃতী পড়ে যায়। তারা সামান্য আহতও হয় বলে নরহরির দাবি। তিনি বলেন,“ওদের মধ্যে একজন গুলি চালিয়ে দিলে ভাইয়ের পেটে লাগে। আমাকেও ছুরি দিয়ে পিঠে আঘাত করে। মাথায় পিস্তলের বাঁট দিয়ে মারে।” তবে তারা হাল না ছাড়ায় দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে নরহরিবাবুর দাবি। পকেট থেকে মানিব্যাগও দুষ্কৃতীরা নিয়ে যায়। তাতে ৪ হাজার টাকা ছিল।
নরহরির মা লক্ষ্মীরানিদেবী ওই ঘটনায় ভেঙে পড়েছেন। নরহরিবাবুর অবস্থা স্থিতিশীল হলেও গৌরহরিবাবুর ব্যপারে চিকিৎসক ২৪ ঘন্টা না কাটলে কিছু বলতে পারবেন না বলে জানিয়েছেন। চিকিৎসক সৃজন মণ্ডল বলেন, “আঘাত গুরুতর। আমরা অবস্থার উপরে নজর রাখছি। সম্প্রতি চোপড়ার দাসপাড়া এলাকাতে একই ভাবে দুই ওষুধ ব্যবসায়ীর কাছে বাইক ছিনতাই-এর ঘটনায় উদ্বিগ্ন ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন। |