টুকরো খবর |
অনটন, সুযোগ পেয়েও প্রশ্নের মুখে ভবিষ্যৎ
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
বাবা-মা দু’জনেই দিনমজুর। ধান-পাটের মরসুমে খেত পরিষ্কার করা, বীজ রোপণ, পরিচর্যার করার কাজ করে দৈনিক হাজিরা পান। দুই ছেলে এক মেয়ে সহ পাঁচ জনের সংসারে অনটন নিত্য দিনের ঘটনা। অনটন থাকলেও তিন ছেলে-মেয়েকেই পড়াশোনা শেখাতে আগ্রহী সুকুমার বর্মন এবং বাসন্তীদেবী। যদিও বড় ছেলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পাশ করার পর থেকেই উদ্বেগে দিনমজুর বাবা-মা। বড় ছেলে সুকুমার জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং বিভাগে পাশ করে কলকাতার বালিগঞ্জের একটি কারিগরি কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। তবে পরিবারের আর্থিক প্রতিকুলতার কারণে কলকাতার কলেজের আশা ছেড়ে এখন কোচবিহারের একটি কলেজে স্নাতক স্তরের পাঠক্রমে ভর্তি হয়েছে। কুমারগ্রামের পূর্ব চকচকা গ্রামের বাসিন্দা সুকুমার বারবিশা হাইস্কুল থেকে ছিয়াত্তর শতাংশ নম্বর পেয়ে চলতি বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে। জয়েন্ট এন্ট্রাস পরীক্ষাতেও ৬৭৪ র্যাঙ্ক পেয়েছে সুকুমার। স্কুলে বরাবরই ভাল ছাত্র সুকুমারকে বই খাতা দিয়ে এলাকার অনেকেই সাহায্য করত। এদিন সুকুমার বলে, “স্কুলে অনেক শিক্ষক বলত, তুই বড় হয়ে ইঞ্জিনিয়ার হবি। তখন থেকেই ইঞ্জিনিয়ারিঙের স্বপ্ন দেখা শুরু। কিন্তু বাবা-মাকে জোর দিয়ে নিজের পড়াশোনা চালাতে চাই না। ইঞ্জিনিয়ারিং না হলে রসায়ণ নিয়েই স্নাতকস্তরে পড়ব।” সুকুমারের বাবা অমলচন্দ্র বর্মন বলেন, “যেদিন কাজ পাই না সেদিন টাকাও রোজগার হয় না। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার খরচ অনেক। ওই খরচ যোগাড় করার সামর্থ্য নেই। অনেককেই সাহায্যের জন্য বলেছি।” মা বাসন্তিদেবী বলেন, “ছেলের পড়ার খরচ যোগাড় করার চিন্তায় ঘুমোতেও পারছি না। ওর মুখের উপর কী করে বলব জানি না।” বারবিশা হাইস্কুলের শিক্ষক জ্যোতির্ময় রায় বলেন, “এমন দরিদ্র পরিবারের ছেলে হয়ে সুকুমার ইঞ্জিনিয়ারিংএ এত ভাল স্থান পেয়েছে। ওকে নিয়ে আমরা গর্বিত। সাধ্যমত সাহায্যের চেষ্টা হচ্ছে।”
|
মানবাধিকার কমিশনে নালিশ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
রাজ্য মানবাধিকার কমিশনের কাছে আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ করলেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের এক কর্মী। মঙ্গলবার রাজ্য মানবাধিকার কমিশনের অফিসে অভিযোগপত্রটি ফ্যাক্স করে পাঠান মানবিকমুখ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের ওই কর্মী। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী জোর্তিময় রায় জানান, মাস তিনেক আগে একটি অটোকে একটি ট্রাক ধাক্কা মারে। অটোর চালক ঘটনায় গুরুতর আহত হন। পুলিশ অভিযোগ পেয়ে চালক বা ট্রাককে আটক করেনি। বিষয়টি আমারা গত ৩ জুলাই অতিরিক্ত পুলিশ সুপারকে জানাই। এর পরে ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হল জানতে ওঁর অফিসে যাই। অভিযোগকারীর বক্তব্য, “অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি শুনে আমার উপর ক্ষেপে যান। অফিস থেকে বার হয়ে যেতে বলেন। আমাকে ও আমার সংগঠনকে দেখে নেওয়ার হুমকি দেন।” অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া অভিযোগ অস্বীকার করে জানান, আইসি’র কাছে রিপোর্ট চেয়ে পাঠানোর কথা বলি। কিন্তু তা শুনে উনি যেতে চাইছিলেন না। ব্যস্ত থাকায় পরে আসতে বললে উনি ক্ষেপে গিয়ে আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। আমি থানায় বিষয়টি জানিয়ে অভিযোগ করেছি। উনি নানা অসত্য কথা বলছেন।
|
সন্দেহে স্ত্রী’কে ছুরি, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অবৈধ সম্পর্কে জড়িত সন্দেহে অফিস চত্বরে ঢুকে স্ত্রীকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে সেবক রোডের একটি বিপণন কেন্দ্রে। অফিসকর্মীরা ওই ব্যক্তিকে ধরে মারধরের পরে পুলিশের হাতে তুলে দেন। আহত বধূকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। তাঁর নাম সরস্বতী শেরপা। নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, মহিলার পেটে দু’জায়গায় ক্ষত রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁর চিকিৎসা চলছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন বলেন,“ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।” গ্রেফতারের পরে সুদেশের অভিযোগ, “অবৈধ সম্পর্ক থেকে স্ত্রীকে নিরস্ত করতে না পেরে এ কাজ করেছি।” আহত পুনম যে সংস্থায় কাজ করেন সেই সংস্থার ম্যানেজিং ডিরেক্টার অনুপ সরকার জানান, টিফিনের সময় বাইরে শৌচালয়ে যান পুনম। সেই সময় ওঁর চিৎকারে কর্মীরা বাইরে বার হয়ে এসে তাঁকে বাঁচান। পুনমের আত্মীয়া পেমলং লামা জানিয়েছেন, সুদেশের বাড়ি গ্যাংটকে। পুনমের বাড়ি কার্শিয়াঙে। কয়েক বছর আগে বিয়ে হলেও পুনম দুমাস আগে কর্মসূত্রে শিলিগুড়িতে আসেন। তিনি ফুলবাড়িতে পেমলংদের বাড়িতেই থাকেন।
|
জঞ্জালের স্তুপ শহরে, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শহরের যত্রতত্র পড়ে রয়েছে জঞ্জাল। কোথাও তা স্তূপ হয়ে রয়েছে। পুরসভা সূত্রের খবর, সাফাইয়ের গাড়ির মালিকদের প্রাপ্য টাকা দেওয়া হয়নি। সে জন্য সোমবার থেকে গাড়ি চালানো বন্ধ করে দেন মালিকেরা। আলোচনার মাধ্যমে সমাধান করতে উদ্যোগী হন পুর কর্তৃপক্ষ। মঙ্গলবারও বিভিন্ন ওয়ার্ডের জঞ্জাল ঠিকমত পরিষ্কার হয়নি। ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় ছিল আর্বজনার স্তূপ। একই অবস্থা ছিল ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের। স্টেশন ফিডার রোড, বর্ধমান রোড সহ শহরের একাধিক রাস্তার অবস্থা ছিল আর্বজনার স্তূপ। হিলকার্ট রোডের একটি হোটেলের আবর্জনা সারাদিন পরিষ্কার করা হয়নি। জঞ্জাল সাফাই বিভাগের মেয়র পারিষদ স্বপন চন্দ বলেন, “সোমবার গাড়ি নিয়ে সমস্যা হলেও মিটেছে। এ দিন সমস্যা ছিল না।” তবে শুধু জঞ্জাল অপসারণ নয়, শহরের নাগরিক পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে অভিযোগ তৃণমূলের। পুরসভার বর্তমান অবস্থা নিয়ে আন্দোলনে নামতে চলেছে তৃণমূল। পুরসভার ভেতরে বাইরে ফ্লেক্স লাগিয়ে প্রতিবাদে নামতে চলেছেন তাঁরা। ইতিমধ্যে তৈরি করা হয়েছে ফ্লেক্স। দার্জিলিং জেলা তৃণমূলের মহা সচিব কৃষ্ণ পালের অভিযোগ, “কংগ্রেসি সংখ্যালঘু বোর্ড কোন কাজ করতে পারছে না। নাগরিক পরিষেবা বন্ধ হয়ে পড়েছে।” শহরের এই পরিস্থিতিতে নতুন করে ভোটগ্রহণের দাবি তুলেছেন বামেরা। পুরসভার বিরোধী দলনেতা নুরুল ইসলাম বলেন, “এই পুরসভা অচল হয়ে পড়েছে। নানা ভাবে দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে নির্বাচনই একমাত্র পথ শহরের মানুষকে বাঁচাতে।”
|
বর্ষপূর্তিতে পাট্টা বিলি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির দায়িত্ব গ্রহণের চার বছর বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন ২৪১ জনকে পাট্টা প্রদান করা হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মণ্ডল বলেন, “এই চার বছরে এলাকায় আমরা কত কাজ করেছি তা এলাকাবাসীকে জানান হয়। কী কাজ আমরা এখনও করা হয়নি। তাও এ দিন আলোচনা করা হয়।” এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন কাজের প্ল্যান তাঁদের তরফ থেকে মহকুমা পরিষদ, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কতৃর্পক্ষকে পাঠান হয়েছে বলে জানান তিনি। পঞ্চায়েত সমিতি এলাকায় একটি কলেজ, ফাঁসিদেওয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে গ্রামীণ হাসপাতালে উন্নীতকরণের দাবি জানান হয়। একই সঙ্গে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে উন্নীত করার দাবি, শয্যা সংখ্যা বাড়ামোর দাবিও জানানো হয়। এলাকায় বিভিন্ন রাস্তা, ব্রীজ নির্মাণ ইত্যাদি তৈরির দাবি জানিয়ে তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শক্তিগড় থেকে পিডব্লিউডি-র সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়র ও দার্জিলিং হাইওয়ে ডিভিশনের অফিসের স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে মঙ্গলবার শক্তিগড় পিডব্লিউডি (রোড) এর অফিসে স্মারকলিপি দেয় ডিওয়াইএফআই-র এনজেপি লোকাল শাখা। রাজনৈতিক কারণেই এই প্রস্তাব নেওয়া হয়েছে বলে অভিযোগ সংগঠন সভাপতি তাপস চট্টোপাধ্যায়ের। সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ করের অভিযোগ, “আগে পোস্ট অফিস, এক্সচেঞ্জ অফিস সরানো হয়েছে। এ ভাবে এলাকাটিকে গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে।” এটা মানা হবে না বলে জানান তাঁরা।
|
চালু নয়া ট্রেন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নয়াদিল্লি থেকে কামাক্ষা তথা গৌহাটির মধ্যে যাতায়াতের একটি নতুন ট্রেন চালু করল উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার থেকে ট্রেনটি চলাচল করবে। চলতি বছরের বাজেটে এই ট্রেনটি চালু করার প্রস্তাব ছিল বলে রেল সূত্রে জানানো হয়। আগামী বৃহস্পতিবার কামাক্ষা স্টেশন থেকে ট্রেনটি প্রথম চলা শুরু করবে। প্রতি বৃহস্পতিবার সকাল ৬টা বেজে ১০ মিনিটে গুয়াহাটি স্টেশন থেকে নয়াদিল্লি তথা আনন্দবিহার স্টেশনের উদ্দেশে ছাড়বে বলে জানা গিয়েছে। প্রতি শুক্রবার বিকেলে ট্রেনটি আনন্দ বিহার স্টেশন থেকে অসমের উদ্দেশে ছাড়বে। আপাতত সপ্তাহে একদিন করে ট্রেনটি দুই স্টেশন থেকে ছাড়বে। দুই পথের যাত্রাতেই নিউ জলপাইগুড়িতে থামবে ট্রেনটি।
|
গৌতমের রোড শো
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
ভোট প্রচারে মঙ্গলবার ময়নাগুড়িতে রোড শো করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। এদিন ময়নাগুড়ি শহরের ইন্দিরামোড় সংলগ্ন এলাকা থেকে হেঁটে জল্গেশ মন্দির এলাকায় যান তিনি। হাতজোড় করে স্থানীয় প্রার্থীদের হয়ে ভোট প্রার্থনা করেন। পরে আনন্দনগরেও দলীয় প্রার্থীদের সমর্থনে রোডশো করেন। ব্যবসায়ী সভাতেও যোগ দেন। সেখানে মন্ত্রী বলেন, “ময়নাগুড়ির জন্য কিছু করার ইচ্ছা আছে। নির্বাচন বিধির জন্য বলতে পারছি না। বাসিন্দাদের সঙ্গে নিয়েই সেই কাজ করা হবে।” |
|