উত্তরবঙ্গ |
পরীক্ষার্থীদের জন্য
অতিরিক্ত বাসের দাবি |
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার ও জলপাইগুড়ি: বাসের সমস্যার জন্য রবিবার কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে সময় মতো পৌঁছতে ভোগান্তির আশঙ্কা করছেন প্রাথমিক শিক্ষক পদের কর্ম প্রার্থীরা। এ দিন দুই জেলায় প্রায় দেড় লক্ষ কর্মপ্রার্থীর পরীক্ষা নেওয়া হবে অন্তত চারশোটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে। |
|
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মেটানোর জন্য বরাদ্দ টাকা ফেরত চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ওই টাকা নিগমের কোচবিহার সদর দফতরে পৌঁছয়। এ দিকে ওই দিনই কাউকে দায়িত্ব না দিয়ে ম্যানেজিং ডিরেক্টর ছুটিতে চলে যান। ওই পরিস্থিতিতে আজ, শনিবারের মধ্যে কেমন করে বরাদ্দ টাকা খরচের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে তা নিয়ে নিগমের কর্তাদের মধ্যে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছেন সংস্থার চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। |
এনবিএসটিসি-র বরাদ্দ অর্থ
খরচ আটকে, শুরু বিতর্ক |
|
দোকানে চুরির অভিযোগে
দুই যুবককে মারধর |
তার চুরি, উত্তরবঙ্গের
ট্রেন চলাচল বিপর্যস্ত |
|
টুকরো খবর |
|
|
সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসেছেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। শিলিগুড়ির শালুগাড়ায় বৌদ্ধ ধর্মের বাণী ও শান্তিপাঠের
তিন দিনের আসরে হাজির হয়েছিলেন তিনি। শুক্রবার সমাপ্তি অনুষ্ঠানে উপচে পড়ে ভিড়। ছবি: বিশ্বরূপ বসাক। |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
জিটিএ সচিব নিয়োগ নিয়ে ফের মোর্চা-রাজ্য দ্বন্দ্ব |
কিশোর সাহা, শিলিগুড়ি: জিটিএ-র প্রধান সচিবের পদে নিয়োগ নিয়ে ফের হোঁচট খেল রাজ্য সরকারের সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার সম্পর্ক। মোর্চার দাবি মেনেই ওই পদ থেকে দার্জিলিংয়ের জেলাশাসক সৌমিত্র মোহনকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার। বর্তমানে প্রাণিসম্পদ দফতরের অতিরিক্ত প্রধান সচিব ও জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার অমরেন্দ্রকুমার সিংহকে সৌমিত্র মোহনের জায়গায় বসানোর প্রস্তাব দিয়েছিল রাজ্য। জিটিএ প্রধান বিমল গুরুঙ্গের কাছে সেই প্রস্তাব পাঠানো হয়। শুক্রবার ওই প্রস্তাব খারিজ করে দিয়েছেন জিটিএ-র ক্ষমতাসীন দল মোর্চার শীর্ষ নেতৃত্ব। |
|
‘যদি’-র ভরসায় শিলিগুড়ির
পুর-পরিষেবা, উদ্বেগ |
জয়িতা সরকার, শিলিগুড়ি: বামেরা বিরোধী। তৃণমূলও সমর্থন প্রত্যাহার করেছে। তবুও নানা ‘যদি’র উপরে ভরসা করে শিলিগুড়ি পুরবোর্ড চালানো যাবে বলে দাবি করছে পুরসভায় সংখ্যালঘু কংগ্রেস। কংগ্রেসের দাবি, শহরের স্বার্থে দলমত নির্বিশেষে সব কাউন্সিলর ‘যদি’ সাহায্যের হাত বাড়িয়ে দেন, তা হলে পুর পরিষেবা নির্বিঘ্নই থাকবে। কিন্তু তাতে শহরের মানুষ নিশ্চিন্ত থাকতে পারছেন না। সেই ২০০৯ সালে এই পুরবোর্ড গঠন হওয়ার পর থেকে কংগ্রেস, তৃণমূল এবং বামেদের মধ্যে পরস্পরের সঙ্গে সম্পর্ক বারবার বদলেছে। এখন কোন দল কাকে কেন কতটা সাহায্য করবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। |
|
স্বনির্ভরতায় নজর, বাড়তে
পারে নানা পরিষেবার ফি |
মারে অভিযুক্ত তৃণমূল
নেতার বাড়ি ভাঙচুর |
|
গাড়ির বিল নিয়ে বিবাদ, নাজিরকে ছুরি |
|
টানা ন’দিন বিদ্যুত্হীন
মেটেলি, ক্ষোভ |
তরাই-ডুয়ার্স উন্নয়ন
পর্ষদ হবে, দাবি চম্পামারির |
|
টুকরো খবর |
|
|
|
|
গুড ফ্রাইডে উপলক্ষে জলপাইগুড়ির গির্জায় প্রার্থনা। —নিজস্ব চিত্র |
|
|