গুরপ্রীতের ‘ঐতিহাসিক ভুলে’ বদলা নেওয়া হল না মর্গ্যানের |
রতন চক্রবর্তী, কল্যাণী: মর্গ্যান গালাগালি করতে করতে তেড়ে যাচ্ছেন বিপক্ষ কোচ সাতোরির দিকে! পাল্টা সাতোরি ‘আয় দেখে নিচ্ছি’ স্টাইলে হাত গুটিয়ে ‘যুদ্ধে’-র হুঙ্কার দিচ্ছেন! মাঠের মধ্যে চিডি, র্যান্টি, খাবরারা নেমেছেন বিশ্রী ফাউলের প্রতিযোগিতায়! মুড়ি-মুড়কির মতো কার্ড বেরোচ্ছে রেফারির পকেট থেকে! চিডির গোলের পাল্টা র্যান্টির অসাধারণ গোল! |
|
গ্রেগের মতো অশালীন ইঙ্গিত করে বিতর্কে গুরপ্রীত |
তানিয়া রায়, কল্যাণী: হঠাৎ করেই গুরু গ্রেগের কথা মনে করিয়ে দিলেন গুরপ্রীত সিংহ! ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ গ্রেগের মতোই এ দিন সমর্থকদের উদ্দেশে মধ্যমা দেখিয়ে অশালীন ইঙ্গিত করেন ইস্টবেঙ্গল গোলকিপার! যিনি কিনা ২-০ এগিয়ে লাল-হলুদের আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ ড্র করার পিছনে প্রধান খলনায়ক বিবেচিত হচ্ছেন! |
|
|
‘আক্রমের প্রোফাইলে আসাটা গর্বের ব্যাপার’ |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: তিনি ভাল গিটার বাজান, ‘স্টেজ শো’ করেন, বলিউডে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার ইচ্ছে আছে। আবার ভাল বলটাও করেন। টিমের এক নম্বর ক্ষেপণাস্ত্র, যিনি কিনা আবার এ বছর থেকে ‘বোলিং গুরু’-ও! নিজে চার ওভার বল করে উইকেট নেবেন, কাজ সেখানেই শেষ নয়। জেমস প্যাটিনসন বা লক্ষ্মীপতি বালাজির কোথায় অসুবিধা হচ্ছে, সেটাও হাতে ধরিয়ে বুঝিয়ে দিতে হবে তাঁকে। |
|
আইপিএলের টুকরো খবর |
|
উন্নতি রাইডারের, দুই হামলাকারী গ্রেফতার |
|
ডেম্পো কাঁটার সঙ্গে
করিমের যন্ত্রণা এগারো বাছা |
মুস্তাক আলিতে
বাংলার আশা শেষ |
|
টুকরো খবর |
|
|