সানরাইজার্সের প্রথম ম্যাচে নেই ধবন |
দলের দুই শ্রীলঙ্কার ক্রিকেটার কুমার সঙ্গকারা ও থিসারা পেরেরার চেন্নাইয়ে খেলতে না-পারা নিয়ে সমস্যা চলছেই। এর মধ্যে নতুন করে ঝটকা খেল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল সিক্সের নতুন ফ্র্যাঞ্চাইজি চোটের জন্য প্রথম ম্যাচে পাবে না শিখর ধবনকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালি টেস্টে পাওয়া চোট এখনও সারেনি তাঁর। এ দিন সানরাইজার্সের কোচ টম মুডি বলেন, “আশা করছি, দু’সপ্তাহের মধ্যে শিখর চোট সারিয়ে দলে যোগ দিতে পারবে।’’ এর মধ্যেই অবশ্য মুডি-ওয়াকার ইউনিসের দলের প্রস্তুতি জোরকদমে চলছে। মুডি বলছেন, “ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে। প্রচুর নতুন মুখ রয়েছে দলে। একে অন্যকে চিনতেও তো কিছুটা সময় লাগবে।’’ এ দিকে, পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস আইপিএলে প্রথম বোলিং কোচের চ্যালেঞ্জ সামলাচ্ছেন এ বার।
|
মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাক্টিসে পন্টিং |
বৃহস্পতিবার রাতে টিম হোটেলে যোগ দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে নেমে পড়লেন রিকি পন্টিং। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার দলের প্র্যাক্টিসে সরাসরি গা ঘামাননি নতুন মুম্বই অধিনায়ক। বরং পন্টিংকে আজ দেখা যায় মুম্বই মেন্টর অনিল কুম্বলে, কোচ জন রাইট এবং ফিল্ডিং কোচ জন্টি রোডসের সঙ্গে দফায় দফায় আলোচনা করতে। প্রজ্ঞান ওঝা, আইডেন ব্লিজার্ড, দীনেশ কার্তিক-সহ ১২ জন ক্রিকেটার এ দিন মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাক্টিসে ছিলেন।
|
থিঙ্ক-ট্যাঙ্ক |
|
|
শুরু হয়ে গেল যুদ্ধের প্রস্তুতি। (বাঁ দিকে) মুম্বইয়ের অনুশীলনে কুম্বলের
সঙ্গে পন্টিং। হায়দরাবাদের ওয়াকার-মুডি জুটি। শুক্রবার। ছবি: পিটিআই |
|
বীরুদের তাতাতে আলি থেকে জর্ডন |
বীরেন্দ্র সহবাগদের উদ্বুদ্ধ করতে দিল্লি ডেয়ারডেভিলস মহম্মদ আলি থেকে মাইকেল জর্ডনের মতো অন্য খেলার কিংবদন্তিদের শরণাপন্ন! দিল্লির টিম হোটেলে একটি ঘরকে ‘টিম রুম’ নাম দিয়ে তার এক-একটা দেওয়ালে কোথাও আলি, কোথাও এনবিএ মহাতারকা জর্ডনের পোস্টার টাঙানো থাকছে। যার গায়ে লেখা তাঁদের বিখ্যাত উদ্বুদ্ধকারী ‘কোটস’। একটা দেওয়ালে জর্ডনের মন্তব্য: প্রতিভা ম্যাচ জেতায় কিন্তু টিমওয়ার্ক জেতায় চ্যাম্পিয়নশিপ। আর এক দেওয়ালে আলির উক্তি: ট্রেনিংয়ের প্রতিটা মিনিট ঘৃণা করি কিন্তু নিজেকে বলি পালিও না। এখন কষ্ট করলে বাকি জীবন চ্যাম্পিয়ন হয়ে কাটাবে। এ দিকে, শনি ও রবিবার দু’দফায় কলকাতায় ঢুকছে দিল্লি টিম।
|
আইপিএল সিক্সে মাইকেল ক্লার্কের জায়গায় বিদেশির স্লটে আর এক অস্ট্রেলীয় অ্যারন ফিঞ্চকে নিল পুণে ওয়ারিয়র্স। পিঠের ব্যথার জন্য গোটা আইপিএল থেকে বাদ পড়ে গিয়েছেন ক্লার্ক। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডস-এর হয়ে খেলা ফিঞ্চ এর আগে দুটো আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ২০১০-এ রাজস্থান রয়্যালস এবং ২০১১-’১২-তে দিল্লি ডেয়ারডেভিলস। গত নভেম্বরে তাঁকে ছেড়ে দেয় দিল্লি। বিগ ব্যাশে গত মরসুমে আট ম্যাচে ৬৬.৪০ গড়ে ৩৩২ রান করেন ফিঞ্চ। |