সামনে আলো। পিছনে অন্ধকার। রবিবার আই লিগে মরণ-বাঁচন ডেম্পো ম্যাচের আগে এটাই শিরোনাম হতে পারে মোহনবাগান শিবিরে।
২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আর্মান্দো কোলাসোর দল ছুটছে খড়কুটোর মতো ভেসে থাকা খেতাব জয়ের আশার পিছনে। আর গলায় চেপে বসা অবনমনের ফাঁস আলগা করতে বাগান কোচ করিম বেঞ্চারিফার চাই অমূল্য তিন পয়েন্ট। লিগে প্রথম পর্বের ম্যাচে সুয়োকা-গডউইনরা ৩-০ হারিয়েছিলেন করিমের দলকে। আই লিগের শেষ সাত সাক্ষাতে বাগানের বিরুদ্ধে অপরাজিত কোলাসো। এ বার ছবিটা পাল্টানো যাবে? সবুজ-মেরুনের শেষ দু’ম্যাচে তিন গোল করা টোলগে বলছেন, “লাজং ম্যাচ ড্র করে অস্বস্তি বেড়েছে আমাদের। সেটা কাটাতে ডেম্পো ম্যাচে জয় চাই যে কোনও মূল্যে।”
সবুজ-মেরুন শিবিরে হঠাৎ আলো-আঁধারির লুকোচুরি কেন?
জ্বর-পরবর্তী দুর্বলতা কাটিয়ে মহেশ গাউলি-ক্লিফোর্ডদের বিরুদ্ধে আক্রমণে ফিরছেন ওডাফা ওকোলি। এটা যদি আলো হয়, আঁধার তা হলে গোলকিপার সমস্যা। ডেম্পোর বিরুদ্ধে গোল রক্ষা করবেন কে? শিল্ডে পাওয়া হাঁটুর চোট এখনও পুরোপুরি সারেনি শিল্টনের। হাঁটতে গেলে লাগছে এখনও। অরিন্দম আবার কাবু ভাইরাল জ্বরে। শুক্রবারও জ্বর ছিল ১০২ ডিগ্রি। তৃতীয় গোলকিপার সুদীপ্তকে পাওয়া যাবে না পিতৃবিয়োগের কারণে। তবে শিল্টন, অরিন্দম দু’জনেই কল্যাণী যাচ্ছেন। শনিবার সকালে সেখানে দু’জনকে অনুশীলনে দেখার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও দুই গোলকিপারই বলছেন, “ডু অর ডাই ম্যাচ। কোচ বললে দলের স্বার্থে নামতেই হবে।”
ওডাফা খেললে টোলগে না কুইনটন, কোন বিদেশিকে রিজার্ভে রাখবেন সেটাও একটা সমস্যা করিমের সামনে। টোলগে ফের পুরনো ছন্দে ফেরার আভাস দিতে শুরু করেছেন। কুইনটন আবার এই মুহূর্তে বাগানের সাপ্লাই লাইন সচল রাখছেন। অপর বিদেশি ইচে-কে তাঁর ধারাবাহিকতার জন্য ডিফেন্স থেকে সরানোর প্রশ্ন নেই। আবার টোলগে-ওডাফা জুটি শুরু করলে নবি খেলবেন কোথায়? আক্রমণ না রক্ষণ ভাগে? প্রশ্নের পর প্রশ্ন? ভারতীয় ফুটবলের বর্ষসেরা ফুটবলার যদিও বলছেন, “কোচ যেখানেই খেলাক না কেন, গোল করে জেতাতে চাই দলকে। সুয়োকাকে নড়তে দেওয়াও চলবে না”
লাজংয়ের বিরুদ্ধে তিন পয়েন্ট হাতছাড়া করে চব্বিশ ঘণ্টা পরেও কিছুটা বিমর্ষ কোচ করিম। শুক্রবার অনুশীলন ছিল না। সাউথ সিটির ফ্ল্যাটে বসে ডেম্পো বধের বিন্যাস ও সমবায়ের নীল-নকশা তৈরি করেছেন তিনি। ফোনে যোগাযোগ করা হলে বললেন, “শনিবার অনুশীলনে সবাইকে দেখার পর সিদ্ধান্ত হবে।”
এ দিন রাতেই কল্যাণীতে পৌঁছে গিয়েছে ডেম্পো। শেষ পাঁচ ম্যাচে জয় নেই। তা সত্ত্বেও প্রাক্তন জাতীয় কোচ কোচ কোলাসো আশাবাদী, এই ম্যাচের অতীত রেকর্ডই রবিবার তাঁর দলকে এগিয়ে রাখবে। |