মুস্তাক আলি ট্রফির ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল বাংলা। শুক্রবার কর্নাটকের কাছে বাংলার চার উইকেটে হার ও বরোদার বিরুদ্ধে উত্তরপ্রদেশের দুই উইকেটে জয়ই লক্ষ্মীদের জাতীয় টি-টোয়েন্টি থেকে বিদায় দিয়ে দিল।
টুর্নামেন্টের মূল পর্বের ‘বি’ গ্রুপে বাংলার চার ম্যাচে ৮ পয়েন্ট। কর্নাটকের তিন ম্যাচ খেলেই ৮ পয়েন্ট। শনিবার তাদের শেষ খেলা গ্রুপের সবচেয়ে দুর্বল দল বরোদার বিরুদ্ধে। অন্য দিকে উত্তরপ্রদেশ এ দিন শেষ বলে বরোদাকে হারিয়ে তিন ম্যাচে ৮ পয়েন্টেই পৌঁছে গেল। শনিবার তাদের শেষ খেলা পঞ্জাবের বিরুদ্ধে, যাদের সংগ্রহেও তিন ম্যাচে ৮ পয়েন্ট। তবে নেট রানরেটের দিক থেকে সবচেয়ে এগিয়ে পঞ্জাবই। অর্থাৎ, শনিবার কোনও না কোনও দল ১২ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে চলে যাবে। খেলবে ফাইনাল। সেক্ষেত্রে বাংলার বিদায় এ দিনই হয়ে গেল বলা যায়।
শুক্রবার ইনদওরে হোলকার স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বাংলা ২০ ওভারে সাত উইকেটে ১৫১ রান তোলে। সায়ন শেখর মণ্ডল ৩০ বলে ৪২ রান করলেও তাঁকে সঙ্গত দেওয়ার মতো কেউ ছিলেন না। অন্য দিক থেকে এক এক করে ফিরে যান দলের ‘নির্ভরযোগ্য’ ব্যাটসম্যানরা। বরং ইনিংসের শেষ দিকে দেবব্রত দাস ২৪ বলে ৩১ রান করেন আর বিনয় কুমার, অভিমন্যু মিঠুন, স্টুয়ার্ট বিনিদের পিটিয়ে অর্ণব নন্দী তিনটি চার ও তিনটি ছয়-সহ ১৭ বলে ৩৭ রানে অপরাজিত থেকে বাংলাকে লড়াই দেওয়ার মতো স্কোরে পৌঁছে দেন। বোলারদের মধ্যে সামি আহমেদ (৩-৩৯) ও সায়ন (২-২৬) যথারীতি ভাল বল করেন। কিন্তু আর কেউ তেমন সফল নন বল হাতে। রবিন উত্থাপার ২৬ বলে ৪১ ও লোকেশের ৩৩ বলে ৫১-র ইনিংসই কর্নাটকের অর্ধেক কাজ করে দেয়। বিনি ও বিনয় কুমারদের তাই ৪ বল বাকি থাকতে কর্নাটককে জেতাতে অসুবিধা হয়নি। ১৯.২ ওভারে তারা করে ১৫২-৬। |