টুকরো খবর
বিগ ব্যাশে মেয়ে ক্রিকেটার চান স্টিভ
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ-এ মেয়ে ক্রিকেটারদের খেলানোর ব্যাপারে সওয়াল করলেন স্টিভ ওয়। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়কের কথায়, “আমার মনে হয় বিগ ব্যাশের প্রত্যেক টিমে অন্তত একজন করে মেয়ে ক্রিকেটার নেওয়ার সময় এসে গিয়েছে। মেয়ে ক্রিকেটারদের এই লিগে না খেলার কোনও কারণ নেই।’’ নিউ সাউথ ওয়েলসের বর্ষসেরা মেয়ে ক্রিকেটারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্টিভ এই মন্তব্য করেন। অবশ্য তিনিই প্রথম নন, ন’বছর আগে এক প্রদর্শনী ম্যাচেও মেয়ে ক্রিকেটারদের কিংবদন্তি পুরুষদের ক্রিকেটারদের সঙ্গে মাঠে নামার দাবি উঠেছিল। ১৯৯৪-এর সেই ম্যাচে গ্রেগ চ্যাপেল, ডেনিস লিলি, ডেভিড হুকস, মাইকেল হোল্ডিং, জোয়েল গারনার, ব্রায়ান লারার সঙ্গে ছিলেন সুনীল গাওস্করও। সিডনিতে সেই অভিনব ম্যাচে পশ্চিম অস্ট্রেলিয়া দলে খেলেছিলেন অস্ট্রেলিয়া জাতীয় মেয়ে দলের ক্রিকেটার জো গস। ২৯ রান করার পাশাপাশি জো বল হাতে লারার উইকেটও তুলে নিয়েছিলেন ম্যাচে। আয়োজকদের সামনে তখনই দাবি উঠেছিল অস্ট্রেলিয়ার প্রত্যেক রাজ্য দলে একজন করে মেয়ে ক্রিকেটারকে নেওয়ার। কিন্তু প্রচণ্ড ঝুঁকি হয়ে যাবে এই যুক্তিতে সেই দাবি তখন উড়িয়ে দেওয়া হয়েছিল। এখন স্টিভ ওয়র মতো ব্যক্তিত্ব বিগ ব্যাশে মেয়েদের খেলার ব্যাপারে সওয়াল করার ফল কী হয় সেটাই দেখার।

শ্রীলঙ্কায় ফের চমক বাংলাদেশের
তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে তিন উইকেটে হারিয়ে সিরিজ ১-১ ড্র রেখে দিল বাংলাদেশ। লঙ্কা সফর বাংলাদেশের কাছে এ বার স্মরণীয়। টেস্ট সিরিজে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করার নজির গড়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। সেই ইনিংসেই বাংলাদেশ সর্বপ্রথম ছ’শো রান টপকায়। তার পর শুক্রবার তাদের বিদেশের মাঠে ওয়ান ডে সিরিজ ড্র রাখতে পারা। এ দিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের পরিবর্ত লক্ষ ছিল ২৭ ওভারে ১৮৩ রান। ছ’বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। বড় রান ওপেনার এনামুল (৪০) এবং নাসিরের (৩৩ নঃআঃ)। এর আগে স্পিনার আব্দুর রজ্জাকের (৫-৬২) দাপট সত্ত্বেও দিলশানের সেঞ্চুরি (১২৫), কুসাল পেরেরার ৫৬ এবং সঙ্গকারার ৪৮ রানের সুবাদে ৫০ ওভারে তিনশো (৩০২-৯) পেরিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। তাতেও শেষরক্ষা হয়নি। অবশ্য বৃষ্টির সাহায্য না পেলে নাসিররা এত সহজে তৃতীয় ওয়ান ডে জিতে সিরিজ ড্র করতে পারতেন কি না সে নিয়ে তর্ক উঠতেই পারে। সিরিজের প্রথম ম্যাচ শ্রীলঙ্কা জেতার পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল।

ব্রাজিলে ‘বিদ্যুৎ’

ছবি টুইটারের সৌজন্যে।
২০১৬ অলিম্পিকের শহরে পা রাখলেন বিশ্বের দ্রুততম মানুষ। পরের অলিম্পিক প্রচার করতে কোপাকাবানা বিচে ১৫০ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করবেন উসেইন বোল্ট। তাঁর সঙ্গে দৌড়বেন ড্যানিয়েল বেইলি-অ্যালেক্স কুইনোনেজরা। ব্রাজিল নিয়ে বোল্টের প্রথম প্রতিক্রিয়া, “এখানে এসে দারুণ লাগছে। ব্রাজিলীয়রা ফুটবল খায়, ফুটবল নিয়েই ঘুমোয়, ফুটবল নিয়েই দৌড়োয়!” ব্রাজিলের ‘অলিম্পিক ফিউচার প্রোজেক্ট’-এ গিয়ে ব্রাজিলের ভবিষ্যৎ অলিম্পিয়ানদের উৎসাহও দেন বোল্ট। কিন্তু হাসিঠাট্টার মাঝখানেও নিজের লক্ষ্যের কথা জানিয়ে বোল্ট বলছেন, “পরের অলিম্পিকেও আমি ১০০, ২০০ আর রিলেতে নামব।”

খোখো প্রতিযোগিতা
শুরু হল আন্তঃজেলা খোখো প্রতিযোগিতা। শুক্রবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে খেলার সূচনা হয়। রবিবার প্রতিযোগিতা শেষ হবে। জলপাইগুড়ি জেলা খোখো সংস্থার সম্পাদক জ্যোতিপ্রসাদ ঘোষাল জানান, ২৯ তম আন্তঃজেলা খোখো প্রতিযোগিতার উদ্বোধন করেন আলিপুরদুয়ার কলেজের অধ্যক্ষ সুব্রত পঞ্চানন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৩৭টি দল যোগ দিয়েছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.