প্রাথমিকে শিক্ষক নিয়োগ
পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত বাসের দাবি
বাসের সমস্যার জন্য রবিবার কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে সময় মতো পৌঁছতে ভোগান্তির আশঙ্কা করছেন প্রাথমিক শিক্ষক পদের কর্ম প্রার্থীরা। এ দিন দুই জেলায় প্রায় দেড় লক্ষ কর্মপ্রার্থীর পরীক্ষা নেওয়া হবে অন্তত চারশোটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে। কিন্তু এ জন্য প্রশাসনের তরফে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ।
কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “মহকুমার প্রধান রুটগুলিতে সমস্ত বেসরকারি বাস ও ছোট যানবাহন চালানোর জন্য মহকুমাশাসকরা এলাকাগত ভাবে বৈঠক করেছেন। এনবিএসটিসি কর্তাদেরও ওই দিন বাড়তি বাস চালাতে বলা হয়েছে। সাধ্যমত চেষ্টা চলছে।” জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ধর্তিমোহন রায় বলেন, “প্রশাসনকে সমস্যার কথা জানিয়ে সমস্ত রুটে বাসের ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে।”
রবিবার অন্য জেলার সঙ্গে কোচবিহার ও জলপাইগুড়িতেও প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। কোচবিহারে ১ হাজার ২৪৫টি শূন্যপদের জন্য পরীক্ষায় বসবেন অন্তত ৬৮ হাজার কর্মপ্রার্থী। জেলার বিভিন্ন মহকুমার ১৮৪টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে ওই পরীক্ষা নেওয়া হবে। প্রশাসন ও শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে এক তৃতীয়াংশ রয়েছে জেলার প্রত্যন্ত এলাকায়। ওই তালিকায় মেখলিগঞ্জের সতীঘাটেরপুর, সিতাইয়ের কোনাচাত্রা, তুফানগঞ্জের দেওচড়াই, দিনহাটার শুকারুরকুঠি, শালমারা এবং হলদিবাড়ির হেমকুমারির মতো এলাকা রয়েছে। ওই পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির মধ্যে বেশ কিছু রুটে সরকারি বাস চলে না। হাতেগোনা কিছু বেসরকারি বাস ও ছোট গাড়ি ভরসা।
এ দিকে জলপাইগুড়ি জেলার ১ হাজার ৪৪২টি শূন্যপদের জন্য ৮৯ হাজার ৫০ জন কর্মপ্রার্থী পরীক্ষায় বসবেন। জেলার বিভিন্ন মহকুমায় ২০৪টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে তাঁদের পরীক্ষা নেওয়া হবে। হাসিমারা, জয়গাঁ, কালচিনি, কোনপাকড়ি, বড়ুয়াপাড়া, চাউলহাটির মতো বেশকিছু এলাকায় বেসরকারি বাসও সব সময় চলে না। ওই সমস্ত প্রত্যন্ত এলাকার কেমন করে সময় মতো পৌঁছবেন সেটাই ভেবে পাচ্ছেন না কর্ম প্রার্থীরা। তাঁদের অভিযোগ, বেসরকারি বাসের ঠিক নেই। প্রশাসন সরকারি বাসের ব্যবস্থা না করায় সমস্যা জটিল হয়েছে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পরিচালন বোর্ডের সদস্য আবদুল জলিল আহমেদ অবশ্য বলেন, “সমস্ত পরীক্ষা কেন্দ্রে সরাসরি সম্ভব না হলেও বাড়তি বাস চালিয়ে অন্তত লাগোয়া স্টপেজগুলিতে কর্মপ্রার্থীরা যেন পৌঁছতে পারেন সেই ব্যবস্থা করা হবে। কর্মপ্রার্থীদের পরিষেবার কথা মাথায় রেখে রবিবার নিগমের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।” এদিকে বেসরকারি বাস মালিকদের তরফেও বাস চলানোর আশ্বাস দেওয়া হয়েছে। কোচবিহার জেলা মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ অধিকারী বলেন, “পরীক্ষার দিন নির্দিষ্ট রুটে বাস চলবে।” একই আশ্বাস দিয়েছেন শিলিগুড়ি-জলপাইগুড়ি বেসরকারি বাস অ্যাসোসিয়েশনের কর্তা সুদীপ্ত ঘোষ। কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন কল্যানী পোদ্দার বলেন, “সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য কর্মপ্রার্থীদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে। আশা করছি যাতায়াতের সমস্যা হবে না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.