সব কিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই তরাই-ডুয়ার্স উন্নয়ন পর্ষদ গঠিত হবে বলে দাবি করলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া কালচিনির বিধায়ক উইলসন চম্পামারি। শুক্রবার কলকাতা থেকে কালচিনি ফিরে একদা গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে জেতা নির্দল বিধায়ক উইলসন বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত তরাই-ডুয়ার্স উন্নয়ন পর্ষদ গড়ার উপরে জোর দিয়েছেন। আমাদের আশ্বাসও দিয়েছেন। যতদূর জানি, পর্ষদের জন্য প্রথমে ৫০ কোটি টাকা বরাদ্দ হবে।”
একদা যে দলের সমর্থনে জিতেছেন, সেই মোর্চা নেতাদের হুঁশিয়ারও করেছেন সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদানকারী বিধায়ক। তিনি জানান, তাঁকে নানা এলাকায় মোর্চা সমর্থকেরা কালো পতাকা দেকানোর ছক কষেছেন বলে রটানো হয়েছে। তাঁর কথায়, “আমাকে যদি কালো পতাকা দেখানো হয়, তা হলে বিমল গুরুঙ্গ, রোশন গিরিদেরও ডুয়ার্স-তরাইয়ে ঢুকে কালো পতাকা দেখানো হবে।”
এ দিন হাসিমারা রেল স্টেশনের কাছে ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক সদ্য দলে যোগ দেওয়া নির্দল বিধায়ক উইলসনকে নিয়ে বাইক র্যালি করেন। হাসিমারা, হ্যামিল্টনগঞ্জ, কালচিনি, মেন্দাবাড়ি, মন্থরাম, বস্তিবাজার, পশ্চিমসাতালি এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে উইলসনকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁর সঙ্গে সদ্য মোর্চা ছেড়ে আসা পদম লামা বিষ্ণু লামারা ছিলেন। গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য রোহিত থাপা জানান, পঞ্চায়েত ভোটে উইলসন মোর্চা প্রভাবিত চুয়াপাড়া, মেচপাড়া, ভাটপাড়া দলসিংপাড়, এলাকায় প্রচার করে নিজের গ্রহণযোগ্যতা বুঝতে পারবেন। |