ওভারহেড তারে কলাপাতা ফেলে বিদ্যুত্-সংযোগ বন্ধ করার ব্যাধি তো ছিলই। এ বার সরাসরি তার চুরি।
সাহেবগঞ্জ লুপ লাইনে কাতরা ও মুরারইয়ের মধ্যে বিদ্যুতের তার কেটে নেওয়ায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত দার্জিলিং মেল-সহ উত্তরবঙ্গ ও কলকাতার মধ্যে চলাচলকারী ট্রেনগুলি অনেক দেরিতে চলেছে। শুধু যাত্রিবাহী ট্রেন নয়, দেরি করে চলছে মালগাড়িগুলিও। ফলে ফরাক্কা, সাগরদিঘি-সহ তিনটি তাপবিদ্যুত্ কেন্দ্রে যথাসময়ে কয়লা সরবরাহ করতে পারছে না রেল।
রেল সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই সাহেবগঞ্জ লুপ লাইনে বিদ্যুদয়নের কাজ চলছে। সেই কাজের জন্য বিভিন্ন জায়গায় নানা ধরনের যন্ত্রপাতি, অন্যান্য সরঞ্জাম, বিশেষ করে তামার তার জড়ো করে রাখা হচ্ছিল। কিন্তু মাঝেমধ্যেই ওই তার চুরি হচ্ছিল। বৃহস্পতিবার রাত পৌনে ৩টে নাগাদ স্তম্ভে লাগানো অনেকটা তার কেটে নেওয়ায় ট্রেন চলাচল থেমে যায়। মাঝখানে দীর্ঘ অংশের তার কেটে নেওয়ায় দু’দিকে বেশ কিছুটা জায়গায় তার ঝুলে পড়ে। তারগুলি এমন ভাবে এলোমেলো হয়ে পড়ে যে প্রায় তিন ঘণ্টা ধরে মেরামতির পরে ভোর ৬টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়।
পূর্ব রেল জানায়, ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গগামী আপ দার্জিলিং মেল, আপ পদাতিক এক্সপ্রেস ও আপ গৌড় এক্সপ্রেস এবং ডাউনের কলকাতামুখী মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস-সহ কয়েকটি ট্রেন গড়ে তিন ঘণ্টা দেরিতে চলেছে। রেলের অভিযোগ, প্রায়ই তার কেটে নেওয়ার ঘটনায় অসমের সঙ্গেও রেল যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ছে। |