l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
‘মেলা’ শব্দটি বাংলা ভাষায় নানা অর্থে ব্যবহৃত হয়। তাদের মধ্যে একটা
যোগসূত্র রেখে এ বারের
হাওয়া বদল
-এর বিষয়
‘মেলা-সমাগম’
।
আজকের শিরোনাম
• দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম দিল্লির এক বিধায়ক
• সাঁকরাইলে কলেজ ছাত্রের দেহ উদ্ধার
বিস্তারিত...
শেষ ঠাঁই কুপার্সে মরিয়া এক সিংহ
সৌমিত্র শিকদার • কুপার্স ক্যাম্প
আহত সিংহের মতোই তিনি একা। আপাতত। তাঁর আঙুল আঁকড়ে ‘বড়’ হয়ে ওঠা অনুগামীরা একে একে সরে গিয়েছেন। হাতের মুঠো থেকে এক এক করে খসে গিয়েছে সাজানো ‘সাম্রাজ্য’। দু’বছর আগে নিজের খাসতালুক রানাঘাটেও মুখ থুবড়ে পড়েছেন তিনি। পড়ে থাকল, বারো ওয়ার্ডের প্রান্তিক জনপদ নদিয়ার কুপার্স ক্যাম্প। পনেরো বছর ধরে বুক দিয়ে যাকে বাঁচিয়ে রেখেছেন তিনি। বলছেন, “কুপার্সকে আমি চিনি, কুপার্সও আমায় চেনে। এখানকার মানুষ আমাকে ঠকাবে না।” রাতে, বারো কিলোমিটার দূরে চাকদহের সিংহিবাগানের বাড়িতে নিতান্তই ঘণ্টা কয়েকের ঘুম বাদ দিলে কুপার্সের অলিগলি, আর আটপৌরে কংগ্রেস কার্যালয়টাই তাঁর সাম্প্রতিক ঠিকানা। কালো প্যান্ট, খাটো পাঞ্জাবি। কচ্চিৎ, না-গুঁজে পড়া হাল্কা রঙের জামা। ’
বিস্তারিত...
সর্ডিহায় ট্রাকে ধাক্কা, মৃত্যু ট্রেনের চালকের
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
জ্ঞানেশ্বরী নাশকতার সেই সর্ডিহা-বাঁশতলার কাছে প্রহরীহীন লেভেল ক্রসিংয়ে বালি-বোঝাই ট্রাককে ধাক্কা মারল প্যাসেঞ্জার ট্রেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ সর্ডিহা ও বাঁশতলার মাঝে ইন্দ্রাবনির জঙ্গল-লাগোয়া এলাকার ওই দুর্ঘটনার জেরে ট্রাকের চালক প্রাণে বাঁচলেও মারা যান ট্রেনটির চালক এ কে পাল (৪৫)। যাত্রীরা অক্ষত। প্রাথমিক ভাবে রেলের সূত্র জানাচ্ছে, প্রহরীহীন ক্রসিংয়ে ট্রাকটি চলে আসায় ট্রেনের চালক জরুরি-ব্রেক কষেন। ফলে ট্রাকে ধাক্কা মারলেও ট্রেনটি লাইনচ্যুত হয়নি। চালকের তৎপরতায় ট্রেনের যাত্রীরা বড় বিপর্যয়ের হাত থেকে বাঁচলেও তিনি নিজে বাঁচলেন না। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌমিত্র মজুমদার জানান, খড়্গপুর থেকে টাটানগরগামী ট্রেনটি সন্ধ্যা ৭-২৫ নাগাদ সর্ডিহা স্টেশন ছেড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে।
বিস্তারিত...
আপনার মুখোমুখি
গত ২৮ মে শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে
আনন্দবাজারের পাঠকদের মুখোমুখি হয়েছিলেন উত্তরবঙ্গ
উন্নয়নমন্ত্রী গৌতম দেব। নানা দাবি-দাওয়া, প্রাপ্তি
-প্রত্যাশার বিষয় ওঠে আলোচনায়।
ফ্ল্যাট বিক্রির নামে ‘অভিনব’ প্রতারণা
চিরন্তন রায়চৌধুরী • কলকাতা
সিনেমার পর্দায় ‘খলনায়ক’ বোমান ইরানিকে এমন ভাবেই ঠকিয়েছিলেন নবীন নিশ্চল, বিনয় পাঠকরা! পুলিশি তথ্য অনুযায়ী, অনেকটা সেই ছকেই শ’খানেক বিঘা জমির মালিক সেজেছিলেন বেহালার এক ব্যক্তি। উপনগরী গড়ে সেখানে কম দামে ফ্ল্যাট, জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে ফাঁকা ওই জমিতে ঘুরিয়ে আনা হত সম্ভাব্য ক্রেতাদের। টাকা দেওয়ার পরেই ভুল বুঝতে পারেন ক্রেতারা। তাঁদেরই কয়েক জনের অভিযোগের ভিত্তিতে ১৪ মে ওই ব্যক্তি গ্রেফতার হন। পুলিশি হেফাজতে ছিলেন ওই ব্যক্তি। গত বুধবার তাঁর জামিন মঞ্জুর করে আলিপুর আদালত। পুলিশ জানায়, ধৃতের নাম শুভেন্দু নস্কর। বেহালার সৌরীন রায় রোডে অফিস খুলে লোক ঠকানোর ব্যবসা ফেঁদে বসেন বছর পঞ্চান্নর শুভেন্দুবাবু। সংস্থার বিপণনের দায়িত্ব ছিল সুব্রত রায়ের উপরে। তিনিও গ্রেফতার হন। জামিনে ছাড়া পান তিনিও। পুলিশের দাবি, ওই প্রতারকের খপ্পরে পড়ে টাকা খুইয়েছেন এক নামী ক্রিকেটার, সুপরিচিত চিকিৎসক, ব্যবসায়ীও।
বিস্তারিত...
প্রশাসনকে নিরপেক্ষ হওয়ার ডাক বিমানের
নিজস্ব প্রতিবেদন
পুরভোটের শেষবেলার প্রচারে প্রধান শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ফের সন্ত্রাসের অভিযোগেই সরব হলেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। শুক্রবার তিনি পাঁশকুড়া ও হলদিয়ায় পদযাত্রা করেন। এই প্রথম বাম-নেতৃত্ব দুই পুর-এলাকায় পদযাত্রার কর্মসূচি নিলেন। এত দিন তেমন কোনও জনসভা বা বড় মিছিল করতে না পারার জন্যও বাম নেতারা ‘তৃণমূলের সন্ত্রাস’কেই দায়ী করেছেন। হলদিয়ার শ্রমিকভবনে স্থানীয় পুরপ্রধান এবং দলের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তমালিকা পণ্ডাশেঠকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনেও তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস এবং গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ তোলেন বিমানবাবু। পাশাপাশি, রাজ্য প্রশাসনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করা রাজ্য প্রশাসনের সাংবিধানিক দায়বদ্ধতা। তাদেরই সন্ত্রাস মোকাবিলা করে সুষ্ঠু ভাবে ভোট করাতে হবে। ভোটের আগে বহিরাগতদের এলাকা থেকে বের করে দেওয়াটাও পুলিশ-প্রশাসনের কর্তব্য।”
বিস্তারিত...
দলের যুদ্ধে অঙ্ক কষতে ব্যস্ত মধ্যমণি তিন নেতাই
সুব্রত সীট • দুর্গাপুর
তিন জনেই খেলছেন মাঝমাঠে। যদিও মুখোমুখি দেখা হবে না। এক জনের বাবা প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা। কিন্তু তিনি দল ছেড়েছেন। বরং এই যুদ্ধে তিনি, সেই অপূর্ব মুখোপাধ্যায়ই ‘দিদি’র দলের সেনানায়ক। সিপিএম ‘সেনানায়ক’ বা ‘মেয়র পদপ্রার্থী’ বলে না কাউকে প্রকাশ্যে। কিন্তু দুর্গাপুরে ‘লালদুর্গ’ বাঁচাতে এ বার যাঁকে সামনে ঠেলে দেওয়া হয়েছে, সেই বিপ্রেন্দু চক্রবর্তীর আবার রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল অপূর্ববাবুর বাবার হাতেই। তৃতীয় জনের সম্বল এআইসিসি-র দেওয়া একটি জিপ, যা নাকি কংগ্রেসের প্রতি তাঁর ‘বিশ্বস্ততা’র প্রতীক। যদিও তৃণমূলের লোকেরা যখন এক সময়ে কংগ্রেস নেতাদের ‘তরমুজ’ (বাইরে সবুজ, ভিতরে লাল) বলত, বংশীবদন কর্মকারকেও তা শুনতে হয়েছে। ভোটের সিঁড়িভাঙা অঙ্ক ধরে যদি বিচার করা যায়, বংশীবাবু বাকি দু’জনের তুলনায় কিছুটা পিছিয়েই রয়েছেন। বিপ্রেন্দুবাবু শুধু দু’বারের কাউন্সিলর নন, প্রাক্তন বিধায়কও।
বিস্তারিত...
রেললাইন তৈরির টাকা চেয়ে চিঠি এনটিপিসি-কে
সৌমেন দত্ত • কাটোয়া
বর্ধমান-কাটোয়া রেললাইন ন্যারো গেজ থেকে ব্রডগেজে রূপান্তরের কাজ শেষ করার জন্য এনটিপিসি-র কাছে টাকা চাইলেন রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে বর্ধমান থেকে বলগোনা পর্যন্ত লাইন ব্রডগেজ করার কাজ হয়ে গিয়েছে। বাকি রয়েছে বলগোনা-কাটোয়া লাইনের কাজ। এনটিপিসি-র তরফে জানানো হয়, টাকা দেওয়ার ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এনটিপিসি সূত্রে জানা যায়, কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্পকে সামনে রেখে রেল মন্ত্রক বর্ধমান-কাটোয়া ন্যারোগেজ লাইন ব্রডগেজ করতে রাজি হয়। তখন ওই তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার কাজে নিযুক্ত ছিল পিডিসিএল। ২০০৬ সালে রেল কর্তৃপক্ষ ও রাজ্য সরকার যৌথ ভাবে এই কাজের খরচ বহন করবে বলে চুক্তিবদ্ধ হয়। দু’পক্ষই ৫০ শতাংশ করে টাকা দেবে বলে জানা যায়। পরে পিডিসিএলের থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার ভার যায় এনটিপিসি-র হাতে। বিদ্যুৎকেন্দ্র চালু হলে এই লাইন দিয়েই মালগাড়িতে করে কয়লা আনা হবে।
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারি,
মাথা ফাটল সাধারণ নাগরিকের
নিজস্ব সংবাদদাতা • গুপ্তিপাড়া
তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তেতে উঠল হুগলির গুপ্তিপাড়ার উত্তর বাঁধাগাছি এলাকা। গণ্ডগোলের মধ্যে পড়ে বেধড়ক মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক পথচারী। অল্প-বিস্তর প্রহৃত হন কয়েক জন মহিলাও। বিবাদমান দুই গোষ্ঠীর জনা আটেক কর্মী আহত হয়েছেন। দু’পক্ষের তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অবশ্য মানতে চাননি তৃণমূলের জেলা নেতৃত্ব। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। সন্ধ্যা ৬টা নাগাদ বাঁধাগাছি ২ নম্বর বুথের একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূলের বৈঠক চলছিল। অভিযোগ, বৈঠকের মাঝেই তৃণমূলের পৃথক এক গোষ্ঠীর সমর্থকেরা এসে অভিযোগ তোলেন, বৈঠকের কথা তাঁদের জানানোই হয়নি। সেই নিয়েই দু’পক্ষের মধ্যে বচসা বাধে। ক্রমে তা হাতাহাতিতে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
জলকষ্টে ঘেরাও চেয়ারম্যান
দশ হাজারে জামিন যীশুর, নথি আসেনি কাঞ্চনের
দক্ষিণবঙ্গ
মাধ্যমিকে সফল তিতির
প্রমাণ দিল সে-ই
‘অলরাউন্ডার’
খবর শুনে বিশ্বাসই
হয়নি সাহিনদের
বর্ধমান
নেপথ্যে স্বামীর ছায়া,
জিততে চাইছেন গিন্নিরা
তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষ
পাণ্ডবেশ্বরে, মিলল বোমা
পুরুলিয়া
সমস্যা মিটবে তো,
প্রশ্ন নলহাটির
মুর্শিদাবাদ
ব্যবসায়ীকে তাঁর গাড়ির
ধাক্কা দিয়েই খুন ফরাক্কায়
তৃণমূল নেতার
যাবজ্জীবন কারাদণ্ড
মেদিনীপুর
৯১টি প্রকল্প অসমাপ্ত,
বাড়ল কাজের সময়সীমা
বেলপাহাড়ির সভায়
সংগঠন মজবুত
করার ডাক তৃণমূলের
কলকাতা
৩৫.১/২৯.৮
আজকের দিনে
•
২০১১
: গায়ক অমৃক সিংহ অরোরার মৃত্যু। আধুনিক গান দিয়ে সঙ্গীত জীবন শুরু ১৯৬১ সালে। পরবর্তীকালে ভক্তিগীতি, মূলত শ্যামাসঙ্গীত গাইতেন।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.