|
|
|
|
আপনার মুখোমুখি |
|
সমালোচনা থেকে শিক্ষা নিতে চাই
গত ২৮ মে শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে আনন্দবাজারের পাঠকদের
মুখোমুখি হয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। নানা দাবি-দাওয়া,
প্রাপ্তি-প্রত্যাশার বিষয় ওঠে আলোচনায়। সঞ্চালনায় ছিলেন কিশোর সাহা।
অনুষ্ঠানের বাছাই প্রশ্নোত্তরের শেষ পর্ব আজ প্রকাশিত হল। |
|
কৃষি ও ট্যুরিজমের দিকে লক্ষ রেখে শিল্পস্থাপন হওয়া জরুরি। এর জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি প্রয়োজন।
সাধন বসু। সভাপতি,
জলপাইগুড়ি বণিক সভা।
পর্যায়ক্রমে আমরা কাজ করছি। পাহাড়ে রোহিণীর ও ৫৫ নম্বর জাতীয় সড়ক মেরামত হচ্ছে। বিকল্প রাস্তা তৈরি হবে। ব্লকে ব্লকে বহুমুখী হিমঘর তৈরির পরিকল্পনা হয়েছে। মূর্তি, মৈনাক, হিলটংয়ের কাজ সহ পর্যটনে ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গজলডোবায় ট্যুরিস্ট সার্কিটের পরিকল্পনা আছে। চিলাপাতায় মডেল ভিলেজ হয়েছে। চমকডাঙিতে নানা পরিকল্পনা হয়েছে। জয়গাঁ-চ্যাংরাবান্ধা, পানিট্যাঙ্কি-ফুলবাড়ি বহির্বাণিজ্য পথ চালু হবে। যোগাযোগ ব্যবস্থার জন্য নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। দিনহাটা-সিতাই সেতু তৈরি হচ্ছে।
পর্যটন-পরিবহণ নীতি, ইকো-ট্যুরিজম পলিসি তৈরি করা দরকার। সিকিমে গাড়ি ভাড়া নিয়ে পর্যটকদের যাতে অসুবিধে না-হয়,সে জন্য কিছু করা যায় কি? অতীতে দেখেছি কথা বেশি, কাজ কম হয়েছে। বলতে গিয়ে বিপাকে পড়েছি। সরকারি কাজ নিয়ে প্রশ্ন, সমালোচনা করার রাস্তা দয়া করে খোলা রাখবেন।
সম্রাট সান্যাল। সভাপতি, ইর্স্টান হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন।
পর্যটনের সমস্যা ও সম্ভাবনা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্স গড়েছেন। সিকিমের ব্যাপারে প্রয়োজনে আমি সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। অতীতের কথা জানি না, আমরা চাই সমালোচনা হোক। খোলা মনে সমালোচনা করবেন। গঠনমূলক সমালোচনা থেকে শিক্ষা নিয়েই আমরা এগোতে চাই।
লপাইগুড়ি গার্লস স্কুলে প্রধান শিক্ষিকা নেই। নানা সমস্যা হচ্ছে। প্রধান শিক্ষিকা স্থানীয় হলে ভাল হয়। পাশাপাশি দার্জিলিং মেল সংযোগকারী একটি সরকারি বাস জলপাইগুড়ি থেকে দিলে এলাকার বাসিন্দারা উপকৃত হবেন।
মণিদীপা নন্দী বিশ্বাস।
শিক্ষিকা, জলপাইগুড়ি।
দ্রুত যাতে প্রধান শিক্ষিকা নিযুক্ত করা হয় সে জন্য শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব। দার্জিলিং মেলের যাতায়াতের সময়ে জলপাইগুড়ির সঙ্গে সংযোগকারী বাস চালানোর প্রস্তাব এনবিএসটিসির এমডিকে খতিয়ে দেখতে বলব। তার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।
ইস্টার্ন বাইপাসে ক্ষুদিরাম কলোনির অবস্থা বেহাল। শৌচাগার, রাস্তা নেই। স্কুলছুট বাড়ছে। বাসিন্দারা শৌচকর্মে নদীর ধারে যান। কলোনির উন্নয়নে ব্যবস্থা নিলে ভাল হয়।
সঞ্জিত সাহা। শিলিগুড়ি।
ধূপগুড়ি পুরসভার ভোট পর্ব মিটুক। ক্ষুদিরাম কলোনিতে যাব। প্রশাসনের কাছে রিপোর্ট চাইব।
নাবালিকা ও নির্যাতিতাদের উদ্ধারের পরে রাখার জন্য কোনও সরকারি শর্ট স্টে হোম নেই। এটা করা যায়?
অমিত সরকার। লিগাল এড ফোরাম, দার্জিলিং।
এটা ভীষণ জরুরি। সব কিছু তো আমার দফতর করতে পারবে না। অন্যান্য সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করব। দেখি কী ভাবে কী করা যায়। একটু সময় দিতে হবে। |
|
ছবিটি তুলেছেন বিশ্বরূপ বসাক। |
হাইকোর্টের সার্কিট বেঞ্চের কাজ দ্রুত হওয়া প্রয়োজন। আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। শিলিগুড়ি শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়ছে। নানা সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে আপনি যদি একটু ভাবেন।
সন্দীপ মণ্ডল।
আইনজীবী, শিলিগুড়ি।
৪ কোটি ৭৭ লক্ষ টাকায় শীঘ্রই ভবন তৈরির কাজ শুরু হবে। বিষয়টি নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং আইন মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কথা হয়েছে। কুকুরের নির্বীজকরণের পরিকাঠামো পুরসভার রয়েছে। তাদের সঙ্গে কথা বলব।
রেলের জমিতে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছিল। তা কোন পর্যায়ে রয়েছে?
সন্দীপন ভট্টাচার্য। কলেজ শিক্ষক।
কেন্দ্রীয় বিদ্যালয় খোলার পরিকল্পনা হয়েছে। এ নিয়ে রেলমন্ত্রী মুকুল রায়ের সঙ্গে কথা বলব।
আঠারোখাই পঞ্চায়েতকে পুরসভা তৈরির ব্যপারে সরকার উদ্যোগী হয়েছে কি না জানতে চাইছি। আইন বিভাগের পাশে মাগুরমারি নদী আবর্জনায় ভরেছে। সৌন্দর্যায়নের ব্যবস্থা করলে ভাল হয়?
দীপ্তেন্দু ঘোষ। সম্পাদক,
সরোজিনী সঙ্ঘ, শিবমন্দির।
আঠারোখাই পুরসভা হওয়া দরকার। বিষয়টি আমি দেখব। তবে এই বছরই পুরসভা করা হবে বলে নিশ্চয়তা দিতে পারছি না। মাগুরমারি নদীর বেহাল দশা দেখতে যাব। সৌন্দর্যায়নে ব্যবস্থা নেব।
শহরের বাসিন্দাদের মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রোগের প্রকোপ ক্রমশ বাড়ছে। এই জন্য মেডিক্যাল কলেজে পৃথক কোনও ক্লিনিক খোলা যায় কি?
শেখর চক্রবর্তী। বিশেষজ্ঞ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ
এটা দরকার। মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির বৈঠকে আলোচনা করব।
শিলিগুড়িতে টেবিল টেনিসের চর্চা ক্রমশ বাড়ছে। এখানকার ছেলেমেয়েরা জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে খেলছে। একটি টিটি অ্যাকাডেমি করা দরকার।
অসীম দাস। শিলিগুড়ি।
একটি টেবিল টেনিস অ্যাকাডেমি তৈরির জন্য চেষ্টা চলছে। কাজটা যাতে তাড়াতাড়ি হয় সে জন্য আপ্রাণ চেষ্টা করছি।
|
(এ ছাড়াও উপস্থিত ছিলেন টিটি তারকা সৌম্যজিতের মা মীনা ঘোষ।) |
|
|
|
|
|