l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
বড় সাফল্য বাহিনীর, ধৃত
কমিটি-নেতা জয়দেব মাহাতো
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
জঙ্গলমহলে মাওবাদী-ডেরার সন্ধানে নতুন করে যে চিরুনি তল্লাশি শুরু হয়েছে, তাতে বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। ধরা পড়লেন মাওবাদী-ঘনিষ্ঠ জনগণের কমিটির মুখপাত্র জয়দেব মাহাতো। সঙ্গে সন্দেহভাজন আরও দু’জন। শুক্রবার ভোরে ঝাড়গ্রাম থানার চাকুয়া গ্রামের লাগোয়া খুঁটাডিহি থেকে জয়দেব-সহ ৩ জনকে ধরা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার গৌরব শর্মার দাবি, “রাষ্ট্রদ্রোহ, খুন, অপহরণ ও হামলা-নাশকতার অন্তত ১৩টি মামলায় প্রধান অভিযুক্ত এই জয়দেব। জনগণের কমিটির মুখপাত্রের দায়িত্বে থাকলেও আদতে মাওবাদী স্কোয়াডেরই সদস্য। ছত্তীসগঢ়ে অস্ত্র প্রশিক্ষণও নিয়েছে বলে আমরা জেনেছি।” গত দেড় বছরে একাধিক বার এই কমিটি-নেতাকে ধরতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। কিন্তু প্রতি বারই বাহিনীর চোখে ধুলো দিয়ে ‘গোপন ডেরা’ থেকে পালিয়েছেন জয়দেব। তবে শুক্রবার ভোরে চাকুয়া গ্রামের ‘ডেরা’ থেকে কার্যত ঘুম ভাঙিয়েই জয়দেবকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, জঙ্গলে ঘেরা চাকুয়া অঞ্চলের খুঁটাডিহির একটি বাড়িতে ঘুমিয়ে ছিলেন জয়দেব। বিশেষ সূত্রে খবর পেয়ে দিনের আলো ফোটার আগেই চাকুয়া ও খুঁটাডিহি গ্রাম ঘিরে ফেলে যৌথ বাহিনী।
বিস্তারিত...
ইংকা সভ্যতার ‘মাচু পিচু’ বিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার!
পাশাপাশি উগান্ডার রাজধানী থেকে অল্প দূরের পাঙ্গা অভয়ারণ্যে মানুষখেকো
‘পিঁপড়ে’ আর মার্কিন মুলুকের গিঙ্গো পেট্রিফায়েড ফরেস্টে রয়েছে
‘
র্যাটল
স্নেক’-এর হাতছানি। ঐতিহাসিক থেকে প্রাগৈতিহাসিক এমনই
সব জায়গার কথ্যচিত্রের পাশাপাশি ছবিতে শোনানো হল ‘মেইন’-এর গল্প।
সিআইডি হেফাজতে পাঠানো হল অজিতকে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও হলদিয়া
নন্দীগ্রামের নিখোঁজ-কাণ্ডে জড়িত সন্দেহে ধৃত প্রাক্তন সিপিএম পঞ্চায়েত সদস্য অজিত বরকে ৭ দিনের সিআইডি হেফাজতে পাঠাল হলদিয়া মহকুমা আদালত। শুক্রবার ধৃতকে এজলাসে হাজির করা হলে এসিজেএম সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় এই নির্দেশ দেন। সিপিএমের নন্দীগ্রাম ‘পুনর্দখল’ পর্বে ২০০৭ সালের ১০ নভেম্বর সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত ‘ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি’র মিছিল ছিল। মিছিল গোকুলনগর পৌঁছনোর পরই হামলা হয় এবং তার পর থেকে ভূমি-কমিটির ৭জন নিখোঁজ হন বলে অভিযোগ। হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিআইডি। তদন্তে নেমে সিআইডি অফিসারেরা খেজুরির নিজকসবা পঞ্চায়েত এলাকার কয়েক জন মাঝিকে জেরা করেন। আদালতে গোপন জবানবন্দিও দেন তিন মাঝি। তার পরই বৃহস্পতিবার বিকেলে খেজুরি ২ ব্লকের নিজকসবা পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম সদস্য অজিত বরকে গ্রেফতার করা হয়। তাঁর নিজেরও ভুটভুটি রয়েছে। তদন্তের পরে সিআইডি-র অনুমান, সেই ভুটভুটিতে চাপিয়েই ভূমি-কমিটির দেহগুলি বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল।
বিস্তারিত...
মেদিনীপুরে ‘থ্রি ইডিয়টস’, উধাও নকল ছাত্র
বরুণ দে • মেদিনীপুর
কলেজের কৃতী ছাত্র। বন্ধু মহলেও মধ্যমণি। কিন্তু কলেজ-পর্ব মিটতেই সেই ছেলে বেপাত্তা। বন্ধুরা বহু খুঁজেও তাকে পায় না। প্রেমিকা হন্যে। শেষে জানা গেল, এত দিন রণছোড়দাস চাঁচোড় নামে যে সকলের মন জুড়ে ছিল, তার আসল নাম ফুংশুক ওয়াংড়ু! চেতন ভগতের বই থেকে আমির খানের ‘থ্রি ইডিয়টস্’, র্যাঞ্চোর গল্পটা প্রায় সকলেরই চেনা। তবে এ বার আর গল্প নয়, প্রায় একই রকম একটা ঘটনা ঘটে গেল মেদিনীপুর মেডিক্যাল কলেজে। দেখা মিলল আস্ত এক ভুয়ো ছাত্রের। তবে সে কৃতী ছাত্র নয়। বন্ধুমহলেও ততটা জনপ্রিয় ছিল না। অল ইন্ডিয়া জয়েন্টে ‘সফল’ হয়ে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি হয়েছিলেন প্রভাত কুমার। বাড়ি বিহারের পটনায়। গত ১ সেপ্টেম্বর তিনি কলেজে ভর্তি হন। তার পর থেকে যথারীতি ক্লাসও করেছেন। তবে, কলেজের নথিতে নামের পাশে থাকা ছবির সঙ্গে তাঁর কোনও মিল খুঁজে পাওয়া যায়নি বলে দাবি কর্তৃপক্ষের। বৃহস্পতিবারই সেই গরমিল নজরে আসে। ছবি বাদে অন্য সব মার্কশিট, কাগজপত্র এত দিন আপাত ভাবে বিশ্বাসযোগ্যই ঠেকেছিল কতৃর্পক্ষের। বিষয়টি সামনে আসার পরে প্রভাত কুমার নামে ওই ‘ভুয়ো ছাত্র’টি হস্টেল ছেড়ে চলে গিয়েছেন। কলেজ কর্তৃপক্ষ পুরো বিষয়টি লিখিত ভাবে পুলিশে জানিয়েছেন।
বিস্তারিত...
আজ দশমী, বিষাদের, সুর বাজছে চন্দননগরে
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর
আজ, মহাদশমী। সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে মণ্ডপ খোলার তোড়জোড়। মহিলারা তৈরি হবেন দেবীবরণে। বিদায় জানাতে হবে মা জগদ্ধাত্রীকে। তার পর আবার এক বছরের অপেক্ষা। তাই নবমী থেকেই বিষাদের সুর বাজছে চন্দননগরের আকাশ-বাতাসে। জি টি রোড, স্টেশন রোডের ধারে দাঁড়িয়ে থাকা লরিগুলিতে নবমীতে সারাদিনই আলো সাজাতে ব্যস্ত ছিলেন আলোক-শিল্পীরা। তার মধ্যে দিয়েই সকাল থেকে রাত পর্যন্ত মণ্ডপে ঘুরে বেড়ালেন দর্শনার্থীরা। আর এক বার দেখে নেওয়া, কোনও মণ্ডপ বাদ পড়ে গেল না তো! এ দিন বহু পুজো কমিটি বিশেষ ভোগের ব্যবস্থা করেছিল। দুপুর হতেই সেই ভোগ নেওয়ার লম্বা লাইন দেখা গেল বিভিন্ন পুজো প্রাঙ্গণে। প্রতিটি মণ্ডপেই এ দিন বিশেষ পুজোর ব্যবস্থা হয়েছিল। তাই মণ্ডপগুলিতে ভিড়ও ছিল বেশ। তবে, সবচেয়ে বেশি ভিড় চোখে পড়েছে চাউলপট্টি এবং তেঁতুলতলার পুজোয়। সকলেই বলেন, চাউলপট্টির পুজোই এ শহরের সবচেয়ে পুরনো পুজো। তবে তা কবে চালু হয়েছে, বলতে পারেননি উদ্যোক্তারা। তাঁরা জানান, কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র বাণিজ্য করে ফেরার পথে এই অঞ্চলে এসেছিলেন। গঙ্গার ধারে তাঁর বজরা থামে। স্বপ্নাদেশ পেয়ে তিনি প্রথম দেবী জগদ্ধাত্রীর ঘটপুজো শুরু করেন।
বিস্তারিত...
সন্ত্রাস ছড়ানোই লক্ষ্য, মনে করছে পুলিশ
প্রশান্ত পাল • বলরামপুর
‘অস্তিত্ব সঙ্কটে’ পড়েই মাওবাদীরা দীর্ঘদিনের বাম-বিরোধী কর্মী জিতু সিংহকে খুন করেছে বলে মনে করছেন বলরামপুরের তৃণমূল নেতা-কর্মীদের বড় অংশ। জঙ্গলমহল উন্নয়ন বিরোধী প্রতিরোধ কমিটির লাগাতার কর্মসূচি তো রয়েছেই। তার উপরে সম্প্রতি মাওবাদীদের প্রতিরোধের ডাক দিয়ে পোস্টারও পড়েছে। এলাকার যুবকেরা শান্তির দাবিতে স্বাধীনতা দিবসে মিছিল করেছেন। এক সময় মাওবাদীদের প্রতি ‘সহানুভূতিশীল’ আদিবাসী মূলবাসী কমিটির কয়েক জন শীর্ষ নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। দীর্ঘদিন বাদে আজ, শনিবার কেরোয়া স্কুল ময়দানে জনসভা করবে তৃণমূল। তার উপরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতাদের লাগাতার কঠোর অবস্থান নেওয়া। সব মিলিয়ে বলরামপুরের সাম্প্রতিক পরিস্থিতি মাওবাদীদের পক্ষে বড় একটা অনুকূল ছিল না বলেই মনে করছেন পুরুলিয়া জেলা পুলিশের একাংশ। এই অবস্থায় ঘুরে দাঁড়াতে খানিকটা মরিয়া হয়েই জিতুবাবুর মতো গরিব চাষিকে খুন করে এলাকায় ফের সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে মাওবাদীরা, অভিমত জেলা গোয়েন্দা দফতরের এক কর্তার।
বিস্তারিত...
ভেঙেই চলেছে পদ্মা, চার দিনেও
শুরু হয়নি পাড় বাঁধা
নিজস্ব সংবাদদাতা • লালগোলা
কথা ছিল চব্বিশ ঘণ্টার মধ্যে ভাঙন রোধের কাজ শুরু হবে। কিন্তু চার দিন কেটে গেলেও সে কাজ শুরুর কোনও লক্ষণই নেই। ময়ায় সাধারণ মানুষ এই নিয়ে ক্ষুব্ধ। রাজ্য সেচ দফতরের ভাঙন প্রতিরোধ দফতর অবশ্য এই কাজ না হওয়ার দায় চাপিয়েছে লালগোলা ব্লক প্রশাসনের উপরে। লালগোলা ব্লক অফিসের বক্তব্য, তাঁরা মজুর পাচ্ছেন না, নৌকাও নেই, বস্তার সঙ্কট। ফলে বস্তায় মাটি ভরে নদীতে ফেলার কাজ শুরু করা যায়নি। তবে জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি বলেন, “এমনটা হওয়ার কথা নয়, আমি দেখছি, কোথায় কী সমস্যা রয়েছে।” তবে ময়ায় ভাঙন এখন থমকে রয়েছে। সেচ দফতরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার অনীশ ঘোষ বলেন, “তবে মন্দের ভাল, কাজ শুরু না হলেও ময়া ভাঙন আপাতত থমকে রয়েছে। পাড়ের বহু বাঁশঝাড় নদীতে ধসে পড়ার কারণে এই ভাঙন সাময়িক ভাবে বন্ধ রয়েছে। তবে এখনই কাজ শুরু না করা গেলে, ভাঙনের হাত থেকে বাঁচা শক্ত হবে।” এই দিন ময়ায় গিয়ে দেখা গিয়েছে, ময়া রয়েছে ময়াতেই।
বিস্তারিত...
চালকলে বয়লার ফেটে মৃত ২ মহিলা
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর
বয়লার ফেটে মৃত্যু হল দুই আদিবাসী মহিলা শ্রমিকের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানার মল্লারপুর রেলগেট সংলগ্ন একটি চালকলে (রাইসমিল)। পুলিশ জানায়, মৃতেরা হলেনমিনি হেমব্রম (৩২) ও পানো হাঁসদা (৪০)। ওই চালকল সংলগ্ন এলাকায় তাঁদের বাড়ি। এই ঘটনায় মালিকের বিরুদ্ধে খারাপ বয়লার রাখার অভিযোগ করেছেন চালকলের কর্মী তথা মল্লারপুর ১ পঞ্চায়েত সমিতির সদস্য, কংগ্রেসের কালো বাউরি। পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে অবশ্য কলের ম্যানেজার দেবু রায়-সহ দুই মালিক দিলীপ অগ্রবাল এবং ললিত অগ্রবালদের সঙ্গে চেষ্ঠা করেও যোগাযোগ করা যায়নি। এ দিকে, এই ঘটনার তদন্তের রিপোর্ট ময়ূরেশ্বর ১ ব্লকের বিডিওকে পাঠাতে বলেছেন পাঠাতে বলেছেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অমিতাভ সেনগুপ্ত। অমিতাভবাবু বলেন, “ওই চালকলটির বয়লার ঠিকঠাক ছিল কি না তদন্ত করে দেখতে বলা হয়েছে। পুলিশকেও ঘটনার তদন্ত করতে বলা হয়েছে।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
রাস্তা নিয়ে নালিশ
পাহাড়ের পুরভোটে
তরজা বাম-মোর্চায়
দক্ষিণবঙ্গ
পঞ্চায়েত সমিতির সভাপতি অপসারিত হলেন দেগঙ্গায়
যাতায়াতের সুষ্ঠু পরিষেবার
দাবিতে রাস্তা অবরোধ
বর্ধমান
অন্য পাড়ায় কী চমক,
খবর দেয় গুপ্তচর
ক্লাবের চাঁদা চেয়ে
হুমকির অভিযোগ
পুরুলিয়া
সূর্যকান্তকে ঘিরে
মহিলাদের ক্ষোভ
জগদ্ধাত্রী পুজোকে ঘিরে
মাতল পুরুলিয়া-বাঁকুড়া
মুর্শিদাবাদ
উৎসবের রাত জেগে
কাটাল কৃষ্ণনগর
মেদিনীপুর
জল ধরো, জল ভরো
নিয়ে আজ বৈঠকে মন্ত্রী
বরাদ্দ পড়ে, জমা
পড়েনি খসড়া প্রকল্পই
কলকাতা
৩১.৭/২০.৮
আজকের দিনে
• ১৯৩৮:
আর্জেন্তিনার ফুটবলার
সিজার লুই মেনোত্তির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এ সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.