|
|
|
|
পাহাড়ের পুরভোটে তরজা বাম-মোর্চায় |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পাহাড়ে পুর নির্বাচনে তাঁদের দলের প্রার্থী দেওয়া ক্ষেত্রে গোর্খা জনমুক্তি মোর্চা বাধা দিতে পারে বলে আশঙ্কা করলেন প্রাক্তন পুরমন্ত্রীর তথা দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য। শুক্রবার হিলকার্ট রোডে দলীয় কার্যালয়ে বামফ্রন্টের বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে এই উদ্বেগের কথা জানান তিনি। সিপিআই এবং আরএসপি’র নেতারাও তার সঙ্গে এক মত। পাহাড়ে ৪ টি পুর এলাকায় নির্বাচন। বামেদের অভিযোগ, সরকার বা নির্বাচন কমিশন তা ঘোষণার আগে মোর্চা নেতৃত্ব তা ঘোষণা করছেন এবং তাঁরা অন্য কোনও রাজনৈতিক দলকে অংশ নিতে দেবে না বলে বিবৃতি দিচ্ছেন। অশোকবাবু বলেন, “মোর্চা নেতৃত্ব বলছেন পুর নির্বাচনে তাঁরা অন্য কাউকে পাহাড়ে লড়তে দেবেন না। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে তা জেনে আমরা উদ্বিগ্ন। মোর্চা বাদে অন্য দলগুলির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। দলের নেতা সমন পাঠককে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিস্তারিত রিপোর্ট দিলে তা আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” এই ব্যাপারে মোর্চার প্রচার সচিব হরকাবাহাদুর ছেত্রী বলেন, “ভোট এলেই বিরোধী দলগুলি এমন মিথ্যে অভিযোগ করে। এসব ভিত্তিহীন আশঙ্কা। পাহাড়ে লোকসভা, বিধানসবা ভোটেও তো বামেরা নির্বিঘ্নে প্রচার করেছে। ভোটের সময়ে পুরো বিষয়টি নির্বাচন কমিশন দেখে। তা হলে চিন্তা কীসের!”পাহাড়ে রাজনৈতিক ডামাডোলের মধ্যেও বিধানসভা নির্বাচনে বামেরা প্রার্থী দিয়েছে। সেই তুলনায় এখন পরিস্থিতি অনেক শান্ত। তা হলে আশঙ্কা কেন? অশোকবাবুর মতে, “এখন পরিস্থিতি আরও ভয়াবহ। আগে প্রশাসন যেটুকু স্বাধীনভাবে কাজ করত এখন তাও নেই। মোর্চার কথা মত চলতে হচ্ছে প্রশাসনকে। প্রশাসনের বিভিন্ন দফতরে আধিকারিকদের প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে না।”তৃণমূল প্রশাসনকে দলের কাজে ব্যবহার করছে বলে এ দিন অভিযোগ করেন বাম নেতারা। উপস্থিত ছিলেন সিপিআই নেতা উজ্জ্বল চৌধুরী, আরএসপি নেতা তাপস বিশ্বাস, সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকাররা। জীবেশবাবু বলেন, “নির্বাচনের সময় দেওয়াল লিখন নিয়ে বিধিভঙ্গ হয়েছে বলে এখনও প্রশাসনের তরফে অশোকবাবুর নামে অভিযোগ করা হচ্ছে। কোর্ট থেকে সমন পাঠানো হচ্ছে। অন্তত ২৫ টি ক্ষেত্রে তাঁকে জামিন নিতে হয়েছে।” তিনি জানান, শিলিগুড়ির বরদাকান্ত স্কুলে সুবর্ণজয়ন্তী পালন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ছিলেন তৎকালীন পুরমন্ত্রীর অশোকবাবু। সেই মতো আয়োজক কমিটির চিঠিপত্রে মন্ত্রী হিসাবে তাঁর নাম উল্লেখ থাকত। পরবর্তীতে সরকার বদল হয়েছে। স্কুলের সুবর্ণজয়ন্তী পালনের সমাপ্তি অনুষ্ঠানে আয়োজক কমিটির পুরনো প্যাডে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিন। সেখানে অশোকবাবুর নাম মন্ত্রী হিসাবে কেন রাখা হয়েছে তা নিয়ে তৃণমূল ছাত্র নেতা আদালতে মামলা করেন। পুলিশে অভিযোগ হয়। কোর্ট থেকে স্কুলের প্রধান শিক্ষক তথা সিপিএমের শিক্ষক সংগঠনের ওই নেতার সমন পাঠানো হয়। এ ভাবে হেনস্থা করা হচ্ছে। তাই প্রয়োজনে তারা রাজ্য প্রশাসনের হস্তক্ষেপ চাইবেন। তবে তাতে কতটা সুবিচার মিলবে তা নিয়েও তাঁরা সন্দেহ প্রকাশ করেন। এ দিন দার্জিলিং জেলা বামফ্রন্টের বৈঠকে পেট্রোলের দাম বৃদ্ধি-সহ বিভিন্ন ব্যাপারে আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। বামফ্রন্ট সূত্রে জানা গিয়েছে, তাঁরা ২৮ নভেম্বর শিলিগুড়িতে আইন অমান্য আন্দোলন করবেন। বিশ্ববিদ্যালয়গুলিকে রাজনীতি মুক্ত করার নামে সেনেট, কোর্ট, এগজিকিউটিভ কাউন্সিল তুলে দেওয়ার যে অর্ডিন্যান্স আনা হয়েছে তার প্রতিবাদে বিভিন্ন শিক্ষক সংগঠন কনভেনশন এবং আন্দোলন করবে। পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে ৫ নভেম্বর হাসমি চকে পথসভা এবং অবস্থান করা হবে। ৮ নভেম্বর বিভিন্ন বাম ট্রেড ইউনিয়নগুলি শ্রমিকদের অধিকার নিয়ে আইন অমান্য করবে। শিলিগুড়ি পুর এলাকার গরিব বাসিন্দারা দীর্ঘ কয়েক মাস ভাতা পাচ্ছেন না। জমির পাট্টা বিলির যে প্রক্রিয়া বাম জমানায় শুরু হয়েছিল তা বন্ধ হয়ে রয়েছে। এ সব ব্যাপারে প্রতিবাদ জানিয়ে মিছিল করে ১৪ নভেম্বর পুর কর্তৃপক্ষকে বামফ্রন্টের তরফে স্মারকলিপি দেওয়া হবে। |
|
|
|
|
|