রাস্তা নিয়ে নালিশ
ত প্রায় দু’মাস ধরে রায়গঞ্জ থেকে ডালখোলা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার ৩৪ নম্বর জাতীয় সড়ক বেহাল হয়ে থাকার পর সম্প্রতি জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা মেরামতের কাজ শুরু করেছে। তবে কাজের গতি ও মান নিয়ে প্রশ্ন তুলে সরব হল উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও রাস্তা মেরামতের কাজে ঢিলেমির অভিযোগ তোলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল রায়গঞ্জের কর্ণজোড়া অতিরিক্ত জেলাশাসকরে সঙ্গে কথা বলে রাস্তা মেরামতের অগ্রগতি ও মান নিয়ে একাধিক অভিযোগ জমা দেন। সংগঠনের অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে জাতীয় সড়কের গর্ত ভরাটের কাজে নেমেছেন। ফলে কয়েক দিন যেতে না যেতেই ফের রাস্তা ভেঙে যাচ্ছে। গত প্রায় ১৫ দিন আগে রাস্তা মেরামতের কাজ শুরু হলেও রায়গঞ্জ থেকে ডালখোলা পর্যন্ত সর্বত্র ওই কাজ শুরু করা হয়নি। বিক্ষিপ্ত ভাবে রায়গঞ্জ ও করণদিঘি থানার কয়েকটি এলাকায় গর্ত ভরাটের কাজ শুরু করা হয়েছে। অ্যাসোসিয়েশনের তরফে এ দিন স্থায়ীভাবে রাস্তা মেরামতের দাবি জানানো হয়েছে।
৩৪ নম্বর জাতীয় সড়কে ছবি তুলেছেন তরুণ দেবনাথ।
উত্তর দিনাজপুরের জেলাশাসক পাশাং নরবু ভুটিয়া বলেন, “জাতীয় সড়ক মেরামতের কাজে অগ্রগতি হচ্ছে না বলে অভিযোগ পেয়েছি। নিম্নমানের কাজ হচ্ছে বলেও অভিযোগ মিলেছে। জেলা প্রশাসনের তরফে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সরকারি নিয়মে দ্রুত রাস্তা মেরামতের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।” অতিরিক্ত জেলাশাসক প্রসন্নকুমার মণ্ডল বলেন, “রায়গঞ্জ থেকে ডালখোলা পর্যন্ত চার লেনের মহাসড়ক তৈরির কাজ শুরু করেছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। পুরনো রাস্তা সম্প্রসারণ করে রাস্তা তৈরি করা হবে। বর্তমানে স্থায়ীভাবে জাতীয় সড়ক মেরামত করা সম্ভব নয়। তবে অস্থায়ীভাবে জাতীয় সড়ক মেরামতেরকাজ শুরু হলেও সেই কাজ যাতে দ্রুত সর্বত্র ভালোভাবে শেষ করা হয়। তার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে প্রয়োজনিয় নির্দেশ দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি ও মানের উপর প্রশাসনিক নজরদারি রয়েছে” প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত প্রায় দু’মাস ধরে রায়গঞ্জ থেকে ডালখোলা পর্যন্ত জাতীয় সড়ক পুরোপুরি বেহাল হয়ে পড়েছে। জাতীয় সড়কের সর্বত্র বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনও কোনও জায়গায় পিচের চাদর পর্যন্ত উঠে গিয়ে ইট বেরিয়ে পড়েছে। ফলে প্রতি দিনই জাতীয় সড়কে ব্যাপক যানজটের জেরে নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন। বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতি দিনই বালুরঘাট-রায়গঞ্জ-শিলিগুড়ি-কলকাতা রুটের বহু যাত্রীবাহী গাড়ি উল্টে বাসিন্দারা দুর্ঘটনার কবলে পড়ছেন। মাঝেমধ্যে বাস, ট্রাক ও ট্রেকার উল্টে যাচ্ছে। সম্প্রতি জাতীয় সড়ক মেরামতের দাবিতে জেলা জুড়ে আন্দোলনে নামে উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন রাজনৈতিক দল। এর পরই জেলা প্রশাসনের তরফে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জাতীয় সড়ক মেরামত নির্দেশ দেওয়া হয়। উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক চন্দ বলেন, “রায়গঞ্জ থেকে ডালখোলা পর্যন্ত সর্বত্র স্থায়ীভাবে সমান তালে রাস্তা মেরামতের কাজ শুরু হয়নি। কয়েকটি এলাকায় অস্থায়ীভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে গর্ত ভরাটের কাজ চলছে। ফলে কয়েক দিন যেতে না যেতেই ফের রাস্তা ভেঙে যাচ্ছে। বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতি দিন বহু গাড়ি বিকল হয়ে যাচ্ছে। বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতি দিন বহু গাড়ি বিকল হয়ে যাচ্ছে। আমরা লোকসানের মুখে পড়েছি। অবিলম্বে স্থায়ীভাবে রাস্তা মেরামত করা না হলে জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে প্রশাসনকে জানিয়ে দিয়েছি।” তৃণমূলের জেলা সভাপতি অসীম ঘোষ বলেন, “জাতীয় সড়ক স্থায়ীভাবে মেরামত করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কয়েক দিন আগে দলের তরফে চিঠি পাঠানো হয়েছে।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, “নিম্নমানের সামগ্রী দিয়ে অস্থায়ীভাবে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। তা না হলে কয়েক দিন যেতে না যেতেই ফের রাস্তা ভেঙে যায় নাকি? স্থায়ীভাবে রাস্তা মেরামতের দাবিতে রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছেন। অবিলম্বে সমস্যার সমাধান না হলে নিত্যযাত্রী ও বাসিন্দাদের নিয়ে আন্দোলনে নামা হবে।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অপূর্ব পাল বলেন, “দলের তরফে কয়েক দিন আগে জেলা প্রশসানের কাছে স্থায়ীভাবে জাতীয় সড়ক মেরামতের দাবি জানানো হয়েছে। এর পরও কোনও কাজ না হলে আমাদেরকেও আন্দোলনে নামতে হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.