l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• • কুলতলিতে সিপিএম নেতা খুন, প্রতিবাদে বনধ ডাকল সিপিএম
• ভবানীপুর জুলিয়ান ডে স্কুল বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের
• প্রেসিডেন্সির মেন্টর গ্রুপ থেকে ইস্তফা অধ্যাপক সুকান্ত চৌধুরীর
বিস্তারিত...
মুখ্যমন্ত্রীর সভায় বিশৃঙ্খলায়
অভিযুক্ত শিলাদিত্যর জামিন
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম ও মেদিনীপুর
পুলিশ একাধিক জামিন-অযোগ্য ধারায় অভিযুক্ত করলেও শুক্রবার জামিন পেলেন মুখ্যমন্ত্রীর বেলপাহাড়ির সভায় ‘বিশৃঙ্খলা বাধানো’ শিলাদিত্য চৌধুরী। ঝাড়গ্রাম উপ-সংশোধনাগার থেকে বেরিয়ে তাঁর বক্তব্য, “সে দিনের (৮ অগস্ট) সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সারের অভাবে চাষবাসের সমস্যার কথা বলতে চেয়েছিলাম। বাড়ি ফিরতে চাই।” গত ১৮ অগস্ট মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক সমর রায়ের কাছে বিনপুরের নয়াগ্রামের বাসিন্দা শিলাদিত্যের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক চিরঞ্জীব ভৌমিক। এ দিন ছিল সেই আবেদনের শুনানি। সরকারি আইনজীবী রাজকুমার দাস জামিনের বিরোধিতা করলেও ১ হাজার টাকার বন্ডে শিলাদিত্যর জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক। তাঁকে দেখার জন্য সংশোধনাগারের বাইরে অপেক্ষায় ছিল থিকথিকে ভিড়। শিলাদিত্য গ্রেফতারের ঘটনা ‘আমজনতার গণতান্ত্রিক অধিকার খর্বের দৃষ্টান্ত’ বলে অভিযোগ তুলেছিল বাম, বিজেপি থেকে শুরু করে তৃণমূলের জোট-সঙ্গী কংগ্রেসও।
বিস্তারিত...
এই সংক্রান্ত আরও খবর
• ‘প্রতিবাদের কণ্ঠ’ শিলাদিত্যকে সেলাম জনতার
অতীতের তাঁরা
-
য় হাস্যকৌতুকের নব-ঘরানার জন্মদাতা
ভানু বন্দ্যোপাধ্যায়
তারাদের চোখে
ফুটবলের শহরকে নিয়ে কথা বললেন
ফুটবলার
সুব্রত ভট্টাচার্য
আনাচে-কানাচে
এই শহরের এক
জনপদ
নিয়ে নানা তথ্য
আমার শহর-এ
ভিন শহর থেকে কলকাতার বারমাস্যা নিয়ে
পাঠকের কলম
ছাত্রীকে ‘কটূক্তি’, বাগনানে
মার খেল প্রতিবাদী দাদা
নিজস্ব সংবাদদাতা • বাগনান
বোনকে কটূক্তি করছিল তিন জন। প্রতিবাদ করে দাদা। তাকে বেড়ধক মারধর করে ওই ‘ইভটিজার’রা পালায় বলে অভিযোগ। শুক্রবার দুপুরে বাগনানের এনডি ব্লকের এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। দু’জনেই স্কুলপড়ুয়া। উত্তম দলুই নামে জখম কিশোরকে ভর্তি করা হয়েছে বাগনান গ্রামীণ হাসপাতালে। হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ) ভরতলাল মিনা বলেন, “ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশ তদন্তে নামে। ধরা পড়েছে দু’জন।” পুলিশ জানায়, ধৃতদের এক জন একাদশ শ্রেণির ছাত্র। বাড়ি খাজুট্টিতে। অন্য জন দশম শ্রেণির ছাত্র। মানকুড় মোড় এলাকায় তার বাড়ি। অন্য এক অভিযুক্তের খোঁজ করছে পুলিশ। বাগনানের ঘটনা উস্কে দিয়েছে বছর দেড়েক আগে বারাসতে রাজীব দাসের পরিণতির কথা। দিদি রিঙ্কু দাসের শ্লীলতাহানি রুখতে গিয়ে দুষ্কৃতীদের ছুরির ঘায়ে প্রাণ যায় ভাই রাজীবের। ওই ঘটনায় অভিযুক্তেরা ধরা পড়লেও বারাসতে মহিলাদের নিরাপত্তা নিয়ে এখনও আশঙ্কা থেকেই গিয়েছে। মাস খানেক ধরে একাধিক ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনায় বারাসতের নাম জড়িয়েছে। কী হয়েছিল বাগনানে?
বিস্তারিত...
স্কুলের পথে ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণের চেষ্টা’
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
স্কুলে যাওয়ার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে খুঁজছে পুলিশ। শুক্রবার সকালে কাটোয়া শহর লাগোয়া নয়াচর গ্রামে ওই ঘটনা ঘটে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই ছাত্রীর বাবা জানান, যুবকটি তাঁর মেয়েকে খুনের চেষ্টাও করে। মেয়েটি অবশ্য ওই যুবককে চিনতে পারেনি। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ধর্ষণের চেষ্টা ও খুনের চেষ্টার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সিআইডি-র সাহায্য নিয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর ছবি আঁকানো হবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়াচর গ্রামটি আদতে নদিয়ার কালীগঞ্জ থানার গোবরা পঞ্চায়েতের মধ্যে পড়ে। ওই গ্রাম থেকে অনেক পড়ুয়াই প্রায় ৫ কিলোমিটার দূরে কাটোয়ার পানুহাট রাজমহিষী উচ্চ বিদ্যালয়ে পড়তে আসে। অন্য দিনের মতো শুক্রবারও সপ্তম শ্রেণির ওই ছাত্রী গ্রাম থেকে আলপথ ধরে ভাগীরথীর মণ্ডলহাট বাঁধে আসছিল। তার বাবার অভিযোগ, “বাঁধ থেকে কিছুটা আগে এক অপরিচিত যুবক তার মাথায় ঘাসের বস্তা তুলে দিতে বলে আমার মেয়েকে। কিন্তু মেয়ে রাজি হয়নি। তখনই সে তার গলা টিপে ধরে পাট খেত পেরিয়ে কাশবনে তুলে নিয়ে যায়।”
বিস্তারিত...
টোকাটুকি করায় খাতা বাতিল
টিএমসিপি নেতার, ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • মালদহ
টোকাটুকি করতে গিয়ে ধরা পড়েছিলেন টিএমসিপি-র ইউনিট সভাপতি। তাঁর খাতা বাতিল হওয়ায় মালদহের গাজল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষাকর্মীদের শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত আটকে রাখল রাজ্যের প্রধান শাসকদলের ছাত্র সংগঠন। কলেজ সূত্রের খবর, বৃহস্পতিবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের বাংলা পরীক্ষা ছিল। টোকাটুকি করার সময়ে টিএমসিপি ইউনিট সভাপতি অনিমেষ সরকারকে হাতে-নাতে ধরে ফেলেন কলেজের শিক্ষক অভিলাষ বন্দ্যোপাধ্যায়। তাঁর খাতা ‘আরএ’ করা হয়। তা প্রত্যাহারের দাবিতেই এ দিন দুপুর ২টো থেকে ঘেরাও শুরু করে টিএমসিপি। তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী সাবিত্রী মিত্র অবশ্য বলেন, “টোকাটুকি করতে গিয়ে ধরা পড়বে, আবার তার জন্য আন্দোলন করবে, এটা মেনে নেওয়া যাওয়া না।” যিনি অনিমেষকে ধরেছিলেন, সেই অভিলাষবাবুর কথায়, “পরীক্ষা শুরু কিছু ক্ষণের মধ্যেই প্রথম বেঞ্চে বসে টোকাটুকি শুরু করে ছেলেটি। আমি বাধা দিলে হুমকি দেয়। খাতা কেড়ে নেওয়ার চেষ্টা করলে তা দিতে অস্বীকার করে। আমার নিষেধ সত্ত্বেও তিন ঘণ্টা ধরে টোকাটুকি করে পরীক্ষা দিয়ে যায়।”
বিস্তারিত...
চা-শ্রমিকের পাশে দাঁড়াতে
ছাত্রদের পরামর্শ বিমানের
নিলয় দাস • আলিপুরদুয়ার
তরাই-ডুয়ার্সে ছাত্র সংগঠন চাঙ্গা করতে এসএফআই সদস্যদের ‘বঞ্চিত ও নিপীড়িত’ চা-শ্রমিকদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরে সিপিএমের অন্য সংগঠনের মতো ছাত্র সংগঠনেও প্রভাব পড়েছে। রাজ্যের নানা এলাকায় সদস্যসংখ্যা কমেছে। এমতাবস্থায় আলিপুরদুয়ারে এসএফআইয়ের ৩৪তম রাজ্য সম্মেলন উপলক্ষে সমাবেশ-মঞ্চ থেকে বিমানবাবুর আহ্বান, “যে পরিবর্তন নিয়ে হইচই, তার পরিবর্তন ঘটাতে হবে। সে জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিতে হবে। বঞ্চিত, নিপীড়িত চা-শ্রমিকের পাশে থেকে ছাত্রদের লড়াই করতে হবে।” বিভিন্ন ইউনিয়ন দফতরে ‘তালা ঝোলানো’ রুখতেও ছাত্র সংগঠনকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক। ছাত্র সমাবেশে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম দেব প্রত্যাশিত ভাবেই তৃণমূলের কঠোর সমালোচনা করেছেন। গৌতমবাবু বলেন, “আমরা চাই না, ছাত্ররা দুপুর বেলা ক্লাস ছেড়ে মিছিল করুক। তবে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, তাতে ছাত্রদের মিছিল করতে বাধ্য করা হচ্ছে।”
বিস্তারিত...
কৃষ্ণনগর সরকারি কলেজে
শিক্ষকদের আটকে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর
কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এই কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা। ওই ছাত্রছাত্রীদের দাবি, কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতেই তাঁরা পাঠ্য বিষয় পরিবর্তন করতে পারেননি। কলেজে বিভিন্ন বিভাগে কিছু শূন্য আসন এখনও রয়ে গিয়েছে। অন্য বিভাগে পাঠরত যে সব পড়ুয়ারা বিষয় পরিবর্তন করে সে সব বিভাগে যেতে চান, তাঁদের কলেজ কর্তৃপক্ষ শুক্রবার আসতে বলেছিল। কিন্তু এই দিন কলেজে এসে তাঁরা জানতে পারেন, বিষয় পরিবর্তন করা যাবে না। তাতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। তাঁদের ধারণা হয়, কলেজ কর্তৃপক্ষ ইচ্ছে করেই তাঁদের বিষয় পরিবর্তন করতে দিচ্ছেন না। ওই কলেজের ছাত্রী রশ্মি দাস বলেন, “আমরা চাই পাঠ্য বিষয় পরিবর্তন করতে। আমরা যে সব বিভাগে যেতে ইচ্ছুক, সে সব বিভাগে শূন্য আসনও রয়েছে। কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে হয়রান করা হচ্ছে।” এর আগে অবশ্য ১৮ অগস্ট এক দফা বিষয় পরিবর্তনের সুযোগ পেয়েছিলেন এই কলেজের ছাত্রছাত্রীরা। তারপরে আবার ২৪ অগস্ট বিষয় পরিবর্তন করা যাবে বলে কলেজ কর্তৃপক্ষ ২২ অগস্টই নোটিসও দিয়েছিল।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
হাইকোর্টে জনস্বার্থ মামলা
দায়েরের প্রস্তুতি হলদিবাড়িতে
মারধরের প্রতিবাদে
ব্যবসা বন্ধ
দক্ষিণবঙ্গ
‘এটা সরকার চলছে না
সার্কাস’, কটাক্ষ সূর্যকান্তর
এ বার মাসিক ভাতা
বৃদ্ধির দাবি সিঙ্গুরে
বর্ধমান
বিকল্প চাষে নতুন
সংযোজন বায়ো-কুল
ধসল বন্ধ খাদানের চাল,
উদ্ধার ৩ দেহ
পুরুলিয়া
রাস্তা সম্প্রসারণ নিয়ে
গণশুনানি হুড়ায়
বেহাল রাস্তার জেরে
স্কুল কামাই পড়ুয়াদের
মুর্শিদাবাদ
করিমপুরে জমে উঠেছে
ফুটবল লিগ
মেদিনীপুর
ব্লক সভাপতি বদলাতেই
বিক্ষোভ-সংঘর্ষ কেশপুরে
স্ত্রীকে খুনের দায়ে
যাবজ্জীবন যুবকের
কলকাতা
৩৪.১/ ২৭.৪
আজকের দিনে
• ১৮৬৭:
ইংল্যান্ডের সারেতে জন্মগ্রহণ করেন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। তড়িত্চুম্বক ও তড়িত্-রসায়নে তাঁর অবদান অনস্বীকার্য।
সাপ্তাহিক ক্রোড়পত্র
প্রতি মাসের ১ ও ১৫ তারিখে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.