চাল বিনামূল্যে দেওয়ার ঘোষণার পরে এ বার পুজোর মুখে মাসিক অনুদান বাড়ানোর দাবি উঠল ‘সিঙ্গুর কৃষিজমি রক্ষা কমিটি’র মিছিল থেকে। কমিটির নেতারা দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে শুক্রবার কমিটির পক্ষ থেকে মিছিল বের হয়। মিছিলটি বাজেমিলিয়া, খাসেরবেড়ি হয়ে বেড়াবেড়ি বাজার পর্যন্ত যায়। ওই মিছিল ঘিরে অশান্তি না হলেও পুলিশ আগাগোড়া সর্তক ছিল।
‘সিঙ্গুর কৃষিজমি রক্ষা’ কমিটি মূলত তৃণমূল এবং এসইউসি প্রভাবিত। বর্তমানে রাজ্য সরকার সিঙ্গুরের ‘অনিচ্ছুক’ চাষিদের মাসিক ২ হাজার টাকা করে ভাতা দিচ্ছে। সিপিআই (এমএল লিবারেশন), এসইউসি অবশ্য আগেই ‘ইচ্ছুক-অনিচ্ছুক’ নির্বিশেষে ভাতা বাড়ানোর দাবি তুলেছিল।
লিবারেশনের রাজ্য নেতা সজল অধিকারী বলেন, “সিঙ্গুরের চাষিরা প্রকল্প এলাকায় চাষ করতে পারছেন না সাত বছর। এই দুর্মূল্যের বাজারে মাসে ২ হাজার টাকায় কী হয়? ভাতা অন্তত ৭ হাজার টাকা করার দাবি আমরা জানিয়ে আসছি।” |
বেড়াবেড়ি পূর্বপাড়ার বাসিন্দা শম্ভু দাসের আড়াই কাঠা জমি টাটাদের প্রকল্প এলাকার মধ্যে গিয়েছে। তিনি বলেন, “আমার এখন কোনও জমি নেই। টাকার অভাবে প্রকল্প এলাকার বাইরেও জমি কিনতে পারিনি। আগে ছিলাম জমির মালিক। এখন হয়েছি খেতমজুর। মাত্র ২ হাজার টাকায় কী হয়? পুজো আসছে। সরকার অন্তত কিছু টাকা বাড়ালে সবারই মঙ্গল হবে।”
তৃণমূল কৃষাণ খেতমজুর রাজ্য কমিটির সভাপতি বেচারাম মান্না বলেন, “বাস্তব পরিস্থিতির নিরিখে চাষিরা টাকা বাড়ানোর দাবি তুলতেই পারেন। কিন্তু, সিঙ্গুরের চাষিরা জানেন, রাজ্য সরকার তাঁদের সঙ্গেই আছেন। পরিস্থিতি বিচার করেই আমরা সরকারের সঙ্গে কথা বলব।” |