পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কে হুড়া ও বিসপুরিয়াতে বাইপাস তৈরির সিদ্ধান্ত নিল প্রশাসন। এই মর্মে বৃহস্পতিবার হুড়াতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি গণশুনানির আয়োজন করেছিল প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই রাস্তা জাতীয় সড়ক হওয়ার পরে এই পথে দূরপাল্লার যানবাহন অনেক বেড়ে গিয়েছে। কলকাতা বা দুর্গাপুরের সঙ্গে রাঁচি ও জামশেদপুরের যোগাযোগের অন্যতম প্রধান সড়ক হিসেবে বর্তমানে এই সড়ক ব্যবহৃত হচ্ছে। যানবাহন বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দুর্ঘটনাও। এই সড়ক বিসপুরিয়া ও হুড়া গ্রামের মাঝখান দিয়ে যাওয়ায় এই দুই জায়গায় বাইপাস করার দাবি ছিল দীর্ঘদিনের। |
অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ণ) সবুজবরণ সরকার বলেন, “হুড়া ও বিসপুরিয়া এই দুই জায়গায় বাইপাস তৈরির জন্য গণশুনানির আয়োজন করা হয়েছিল। নির্বিঘ্নে ওই শুনানি শেষ হয়েছে।” হুড়ার বিডিও বিশ্বনাথ রক্ষিত বলেন, “হুড়া ও বিসপুরিয়া এই দুই জায়গার মানুষজনই গণশুনানিতে যোগ দিয়েছিলেন।” পূর্ত ও সড়ক বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার কাঞ্চন কারক জানিয়েছেন, তিনিও ওই শুনানিতে উপস্থিত ছিলেম। ওই রাস্তার নকশাতেই ছিল এই বাইপাস তৈরির কথা। সেই মোতাবেকই এই শুনানি হয়েছে। |