করিমপুরে জমে উঠেছে ফুটবল লিগ
মজান শেষ হতেই করিমপুরে ফের জমে উঠেছে ফুটবল লিগ। করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১২-১৩ মরসুমের ফুটবল লিগ এমনিতেই অন্য বছরের তুলনায় একটু দেরিতে শুরু হয়েছে। তারপর রমজান মাসের কথা মাথায় রেখে গত এক মাস লিগের খেলাও চলেছে ঢিমেতালে। এখন ঈদের রেশ কাটতে না কাটতেই ফের ফুটবলে মেতে উঠল সীমান্ত।
ক্রীড়া সংস্থাসূত্রে জানা গিয়েছে, গত ২১ অগস্ট শেষ হয়েছে সিনিয়র তৃতীয় ডিভিসনের খেলা। ২৭ জুলাই থেকে শুরু হওয়া ওই বিভাগের খেলায় মোট ৬ টি দলের মধ্যে সর্বোচ্চ ১১ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়েছে ধোড়াদহ সেবা সংঘ। ১০ পয়েন্ট সংগ্রহ করে রানার্স হয়েছে দিঘলকান্দি কিশোর সংঘ। লিগের খেলায় এই প্রথমবার অংশগ্রহণ করে রীতিমত সাড়া ফেলে দিয়েছে দিঘলকান্দি তৃতীয় ডিভিসনে রানার্স হওয়ার পরে এখন প্রতিটি মাঠে সব থেকে বেশি ভিড় করছে দিঘলকান্দির সমর্থকরা।
মোট ১৫ টি দল নিয়ে ২৪ জুলাই শুরু হয়েছিল জুনিয়র লিগ। ওই ১৫টি দলকে মোট তিনটে বিভাগে ভাগ করে খেলানো হয়েছে। প্রতিটি বিভাগ থেকে দুটি করে মোট ছয়টি দল সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু সুপার লিগে উঠেও খেলোয়াড়দের চোট, আঘাতের কারণে মহিষবাথান বিনয় বাদল দিনেশ ক্লাব ও গোয়াশ অনির্বাণ ক্লাব তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। বাকি চারটে ক্লাবের মধ্যে এখনও পর্যন্ত মোট ৬ পয়েন্ট সংগ্রহ করে সব থেকে এগিয়ে আছে। যমশেরপুর ক্রিকেট ক্লাব, দিঘলকান্দি কিশোর সংঘের ঝুলিতে ৩ পয়েন্ট। পন্ডিতপুর মিলন সংঘ ও পুঁটিমারি নিউ চাঁদ তারা স্পোর্টিং ক্লাব এখনও পর্যন্ত একটি করে ম্যাচ খেললেও কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। বৃহস্পতিবার শিশা মাঠে যমশেরপুর ও পুঁটিমারির মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু মোটরবাইকে খেলতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় যমশেরপুর ক্লাবের গোলরক্ষক মিনারুল মণ্ডল ও তাঁর ভাই সুজিত মণ্ডলের মৃত্যুর পরে খেলা বাতিল হয়ে যায়। বাতিল হয়ে যায় ওই দিনের লিগের অন্য খেলাও। তবে দিন সাতেকের মধ্যেই জুনিয়র লিগের সব খেলা শেষ হয়ে যাবে বলে ক্রীড়া সংস্থা সূত্রে জানানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.