টুকরো খবর |
ভাঙনকে জাতীয় সমস্যা ঘোষণার দাবি মানসের
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
মালদহ ও মুর্শিদাবাদের নদী ভাঙনকে নিছকই রাজ্যের সমস্যা হিসেবে আর দেখতে রাজি নন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। শুক্রবার ফরাক্কার জঙ্গিপুর-সহ আশপাশের এলাকার ভাঙনগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে মন্ত্রীর দাবি, ওই দুই জেলায় গঙ্গা এবং পদ্মার ভাঙনকে জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করে ভাঙন প্রতিরোধের যাবতীয় আর্থিক দায় নিতে হবে কেন্দ্রীয় সরকারকেই। পাশাপাশি, বন্যা-খরার মতো ভাঙন-ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের অধিকারকে স্বীকৃতি দিয়ে ‘রিলিফ ম্যানুয়াল’ বা ত্রাণ সংক্রান্ত যাবতীয় নিয়মবিধিও ঘোষণা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। মানসবাবু বলেন, “রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের কাছে দাবিপত্র পাঠাবে রাজ্য। ভাঙনগ্রস্ত এলাকার সাংসদ ও বিধায়কদের সঙ্গে নিয়ে আমি নিজেও দিল্লি যাব। ভাঙনের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রাজ্য সরকার নীরব দর্শক হয়ে থাকতে পারে না।” এ ব্যাপারে ইতিমধ্যেই সেচ দফতরের ইঞ্জিনিয়ারদের উপগ্রহ সমীক্ষা (স্যাটেলাইট স্টাডি) করে একটি রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
|
গৃহবধূর মৃত্যু, গ্রেফতার জা
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
এক গৃহবধূকে খুনের দায়ে মৃতের জা-কে নওদা থানার পুলিশ গ্রেফতার করল। মৃত মহিলার নাম সোমা বিশ্বাস (৩৫)। পুলিশ শুক্রবার গলায় ফাঁস লাগানো অবস্থায় কুলাইচণ্ডী গ্রাম থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২ বছর আগে আদতে নদিয়ার নাকাশিপাড়ার বাসিন্দা মৃত সোমা বিশ্বাসের সঙ্গে সন্দীপ বিশ্বাসের বিয়ে হয়। সন্দীপ গ্রামেই একটি মুদিখানার দোকান চালায়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগেই থাকত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,দাম্পত্য কলহের জেরেই ওই মহিলা আত্মঘাতী হন। মৃত সোমাদেবীর পরিবারের তরফে স্বামী-সহ শ্বশুর বাড়ির ৩ জনের বিরুদ্ধে নওদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ এদিন মৃতের ‘জা’ তনিমা বিশ্বাসকে গ্রেফতার করে।
|
|
মুর্শিদাবাদে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন
মুখ্যমন্ত্রী। সেই কাজেই ব্যস্ত শিল্পী। ছবি: গৌতম প্রামাণিক। |
|
ট্রাকের ধাক্কায় বালকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বালকের। নাম হাসিবুল শেখ (৮)। বাড়ি ভরতপুর থানার আঙ্গারপুর গ্রামে। পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুর বারোটা নাগাদ ওই বালক কান্দি-সালার রাজ্য সড়কের আঙ্গার মোড়ের ধারের দাড়িয়ে ছিল। হঠাৎই সালারগামী দ্রুত গতির একটি ট্রাক বালকটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে। ট্রাকের চালক ও খালাসি পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বালককে চাপা দেয়।
|
সড়ক দুর্ঘটনায় মৃত্যু, জখম ৫
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। নাম সাহেব দাস (২০)। আহত আরও ৫ জন। তাঁদের সকলকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মৃত সাহেব দাস ও তাঁর বন্ধুরা একটি মারুতি ভ্যানে করে পলাশির দিকে যাচ্ছিলেন। হঠাৎ উল্টোদিক থেকে আসা একটি পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িতে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ দু’টি গাড়িকেই উদ্ধার করেছে। ঘাতক পিক আপ ভ্যানের চালক পলাতক।
|
কাশিয়াডাঙায় অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
অস্বাভাবিক মৃত্যু হল এক মহিলার। নাম জয়না বিবি (২০)। বাড়ি রঘুনাথগজ্ঞ থানার কাশিয়াডাঙ্গা গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই মহিলার বছর দুয়েক আগে পাশের বহরা গ্রামের জহিরুল শেখ নামে এক রাজমিস্ত্রির সঙ্গে বিয়ে হয়। তাদের ৬ মাসের একটি কন্যাসন্তানও রয়েছে। শুক্রবার সকাল ৮ টা নাগাদ মৃতার বাবা মন্টু শেখ মেয়ের মৃত্যুর খবর পেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে দেখেন বাড়িতে কেউ নেই। মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে বারান্দায়। তিনিই পুলিশকে খবর দেন। মৃতার স্বামী জহিরুল শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।
|
বধূর মৃত্যু, ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
অন্তঃসত্ত্বা এক মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগে বৃহস্পতিবার পুলিশ মৃতার স্বামী ও শ্বাশুড়িকে গ্রেফতার করেছে।পুলিশ সূত্রের খবর, বীরভূমের মুরারই থানার গগনপুর গ্রামের ওই মহিলা রিঙ্কি ভুইমালি (২৫) কে অগ্নিদগ্ধ অবস্থায় ১৮ অগষ্ট রাতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে রিঙ্কিদেবী মুরারই থানার পুলিশের কাছে স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে পুড়িয়ে মারার অভিযোগ জানিয়ে জবানবন্দি দেন। তার ভিত্তিতেই মৃতার স্বামী ভগীরথ ভুইমালি ও শ্বাশুড়ি মন ভুইমালিকে গ্রেফতার করে পুলিশ।
|
|
বহরমপুর গার্লস কলেজে প্রাক্তনীদের অনুষ্ঠান। ছবি: গৌতম প্রামাণিক। |
|
বগুলায় ছাত্রদের সড়ক অবরোধ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বাস ভাড়া নিয়ে বচসা থেকে গন্ডগোল। আর তারই জেরে শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বগুলা হাই স্কুলের ছাত্ররা। পরে শিক্ষকরা গিয়ে তাদের বোঝালে অবরোধ উঠে যায়। স্কুলসূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দক্ষিণপাড়ার মাঠে বেতনা হাইস্কুলের সঙ্গে ফুটবল ম্যাচ ছিল। বগুলা হাইস্কুলের ছাত্রদের খেলা শেষে বাড়ি ফেরার পথে ভাড়া নিয়ে বাসকর্মীদের সঙ্গে গন্ডগোল হয়। তারই জেরে এদিন পথ অবরোধ করে ওই ছাত্ররা। বগুলা হাই স্কুলের প্রধানশিক্ষক উপল বিশ্বাস বলেন, “ছাত্ররা পথ অবরোধ করেছিল ঠিকই, কিন্তু অল্প সময়ের মধ্যেই আমরা ছাত্রদের বুঝিয়ে অবরোধ তুলে দিয়েছি।”
|
প্রৌঢ়ের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
কল্যাণীতে চিকিৎসকের কাছে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। নাম গণেশ মণ্ডল (৫৭)। বাড়ি করিমপুরের আনন্দপল্লিতে। বৃহস্পতিবার সকালে তিনি কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে কল্যাণী যাচ্ছিলেন। জালালখালি ও বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইন লাগোয়া খুঁটিতে ধাক্কা লেগে তিনি নীচে পড়ে যান। অসুস্থ গণেশবাবু ঘটনাস্থলেই মারা যান। শুক্রবার তার বাড়ির লোকজন এসে মৃতদেহ সনাক্ত করেন। গণেশবাবু মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের প্রধানশিক্ষক ছিলেন।
|
জয়ী কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
বুধবার জিতপুর সমবায় সমিতির নির্বাচনে ছয়টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী হয়েছে কংগ্রেস। শুক্রবার তারাপুর সমবায় সমিতির নির্বাচনেও নয়টি আসনেই জয়লাভ করেছে কংগ্রেস।
|
তড়িদাহত |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক যুবক। নাম সত্যনারায়ণ মণ্ডল (২৪)। কান্দির ভান্ডেরার বাসিন্দা।
|
দেহ উদ্ধার |
এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। নাম মোবারক শেখ (৩০)। শুক্রবার দুপুরে দস্তামারা গ্রামের এক বাগান থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে খুন করা হয়েছে তাঁকে। |
|