আজকের শিরোনাম
কুলতলিতে সিপিএম নেতা খুন, প্রতিবাদে বনধ ডাকল সিপিএম
কুলতলির পাঁচোয়াখালি বাজারে আজ খুন হলেন এক সিপিএম নেতা। নিহতের নাম ইছা গায়েন। তিনি কুলতলির লোকাল কমিটির সদস্য ছিলেন। জানা গিয়েছে, সর্বদলীয় বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। বৈঠক শেষে পাঁচোয়াখালির বাজারে একটি হোটেলে খাচ্ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে, সেই সময় এক দল দুষ্কৃতী তাঁকে খুব কাছ থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় অভিযোগের তির উঠেছে তৃণমূলের দিকে। তবে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে আগামিকাল ১২ ঘণ্টার বনধ ডেকেছে সিপিএম। পাশাপাশি, দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবিও তোলা হয়েছে দলের পক্ষ থেকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ভবানীপুর জুলিয়ান ডে স্কুল বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের
ভবানীপুরের ৫ নম্বর রমেশ মিত্র রোডের জুলিয়ান ডে স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, এই স্কুলে ছাত্রের সংখ্যা ব্যাপক হারে কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ইতিমধ্যেই নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে। বোর্ডের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ায় নবম শ্রেণির ছাত্রদের এলগিন রোডের শাখায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আবার সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্র সংখ্যা কমে ৩৩ জন হয়ে দাঁড়ানোয় ওই দুই শ্রেণির ছাত্রদের অন্য স্কুল খুঁজে নিতে বলা হয়েছে। কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তে রীতিমত হতাশ ও দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, গত ৮ অগস্ট অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বৈঠক হয়। তখন মৌখিকভাবে তাঁদের জানানো হয়। কিন্তু শিক্ষাবর্ষের মাঝপথে এই রকম চরম সিদ্ধান্তে রীতিমত ক্ষুব্ধ অভিভাবকরা। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়টি অস্বীকার করা হয়েছে।

আসানসোলে পথ দুর্ঘটনা, মৃত ১
আজ সকালে আসানসোলের ২ নম্বর জাতীয় সড়কের কালিপাহাড়ি মোড়ে বাসের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও এক মহিলা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। অবরোধ করেন জাতীয় সড়ক। ফলে সকাল থেকেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা সামাল দিতে র‌্যাফ নামাতে হয়। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে এই কালিপাহাড়ি মোড়ে ট্র্যাফিকের জন্য দাবি জানিয়ে এসেছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। ফলে নিত্য দিনই এখানে দুর্ঘটনা ঘটেই থাকে। পরে স্থানীয় প্রশাসন এসে ট্র্যাফিক ব্যবস্থার আশ্বাস দিলে বাসিন্দারা অবরোধ তোলেন।

উল্টোডাঙা-সল্টলেক অটো বন্ধ, নাকাল যাত্রীরা
আজ উল্টোডাঙা থেকে সল্টলেক রুটে অটো বন্ধ রাখল অটো চালকরা। কিছু দিন আগেই সিঁথির মোড়ে অটো দুর্ঘটনায় এক শিশুর গুরুতর আহত হয়। এই ঘটনার পরই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে পরিবহণমন্ত্রী অটোতে ৪ জনের বেশি যাত্রী তোলায় নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি অটোচালকদের দৌরাত্ম্য কমাতেও উদ্যোগ নেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ অটো বন্ধ করে দেওয়া হয় ওই রুটে। ফলে যাত্রীদের অসুবিধায় পড়তে হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রেসিডেন্সির মেন্টর গ্রুপ থেকে ইস্তফা অধ্যাপক সুকান্ত চৌধুরীর
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপ থেকে ইস্তফা দিলেন অধ্যাপক সুকান্ত চৌধুরী। তাঁর অভিযোগ, রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি নিয়ে কোনও উদ্যোগ নেই রাজ্য সরকারের। শুধুমাত্র প্রেসিডেন্সির অধ্যাপকদের কেন স্পেশাল গ্রান্ট দেওয়া হবে প্রশ্ন তোলেন সুকান্তবাবু। রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতেও ভাল শিক্ষক আছেন, অথচ তাঁরা এই সুযোগ থেকে বঞ্চিত হবেন কেন—এই অভিযোগে তিনি ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে।

বাঁকুড়া মেডিক্যাল কলেজে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা
এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়া মেডিক্যাল কলেজে। জানা গিয়েছে, গতকাল রাতে ২২ বছরের এক যুবক জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সকালে তাঁর মৃত্যু হয়। তার পরই উত্তেজিত হয়ে পড়ে রোগীর আত্মীয়রা। কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিত্সার গাফিলতির অভিযোগ এনে হাসপাতালে ভাঙচুর করেন তারা। হাতাহাতি হয় জুনিয়র ডাক্তারদের সঙ্গেও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.