উত্তরবঙ্গ |
মাঘে কনকনে পাহাড়, সমতলও |
|
নিজস্ব প্রতিবেদন: মাঘে কড়া শীত মিলিয়ে দিল পাহাড় আর সমতলকে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তথ্যে, সোমবার জলপাইগুড়ি এবং শিলিগুড়ি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। যা এ দিন দুপুরে দার্জিলিঙের তাপমাত্রার সমান। বস্তুত, চলতি মরসুমে এই দিনই প্রথম পাহাড় আর সমতলের তাপমাত্রা একই ছিল। |
|
কড়া ঠান্ডায় মুকুল নেই আমবাগানে |
পীযূষ সাহা, মালদহ: প্রতি বছর সরস্বতী পুজোর সময় মালদহে আম বাগানের গাছগুলি মুকুলে ভরে যেত। কিন্তু এ বছর এখনও পর্যন্ত মালদহে একটি আমগাছেও মুকুলের দেখা নেই। প্রচন্ড কুয়াশা ও শৈত্যপ্রবাহের জেরে মালদহে আম বাগানে ঠিকঠাক মুকুল বার হচ্ছে না বলে উদ্যান পালন দফতর সূত্রের খবর। |
|
|
ভিড় সামাল দিতে গিয়ে লাঠি-ধাক্কা, পাল্টা মারে জখম বিডিও |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
মদ খাইয়ে বেহুঁশ করে কুপিয়ে খুন আমবাড়িতে, সন্দেহ পুলিশের |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: প্রথমে কানে আসে আর্তনাদ। তারপরে বাইরে এসে দেখেন চোখের সামনে দাউদাউ করে জ্বলছে একটি গাড়ি। পোড়া দেহের গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। কিছু দূরে পড়ে আরও দু’জনের রক্তাক্ত দেহ। শনিবার শেষ রাতের সেই দৃশ্য ভুলতে পারছেন না শিলিগুড়ি লাগোয়া আমবাড়ির বলরামপুরে এক কারখানার নৈশপ্রহরী যোগেশ দাস। |
|
বাড়ি থেকে ডেকেই খুন জাফরুলকে, দাবি |
সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েই খুন করা হয়েছে জাফরুলকে। সোমবার এই দাবি করেন নিহত জাফরুলের স্ত্রী মালেকা বেওয়া। তিনি জানান, কয়েকজন এসে রাত ১০টা নাগাদ জাফরুলকে ডেকে নিয়ে যায়। তবে জাফরুল এরকম মাঝে মধ্যেই রাতে বেরিয়ে যেতেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী। |
|
|
পুজোর বাজারে সেরা মাদারিহাটের পলাশ |
|
উৎসব মঞ্চে রাজনীতি,
নালিশ যুব কংগ্রেসের |
পুরসভার স্বীকৃতির দিকে
তাকিয়ে ময়নাগুড়িবাসী |
|
রাস্তা সম্প্রসারণের জমি-জট
কাটল না ত্রিপাক্ষিক বৈঠকে |
তরাই-ডুয়ার্স উন্নয়ন
পর্ষদ চাইবে জিটিএ |
|
টুকরো খবর |
|
|
চিত্র সংবাদ |
|
|