জলে কটূ গন্ধ, নলকূপ ‘সিল’
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
ছবিটি তুলেছেন রাজা বন্দ্যোপাধ্যায়। |
ভোরবেলা বাড়ির অগভীর নলকূপের জলে মুখ ধুয়ে এক বোতল জল নিয়ে আসা অভ্যাস বীণা দেবীর। সোমবার পাম্প করতেই দেখেন নলকূপের মূখ দিয়ে দুধের মত কিছু বেরোচ্ছে, যাতে কীটনাশকের গন্ধ। পাশের বাড়ির গৃহবধু লক্ষী ঘোষের নলকূপের একই অবস্থা। পুলিশে খবর দেওয়া হলে তারা দু’টি নলকূপ সিল করে জলের নমুনা সঙ্গে নিয়ে যায়। হলদিবাড়ি থানায় একটি অভিযোগও দায়ের হয়। সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি শহরের ক্ষুদিরাম পল্লি এলাকায়। মাথাভাঙার মহকুমা পুলিশ আধিকারিক গণেশ বিশ্বাস বলেন, “এই জলের নমুনা জনস্বাস্থ্য কারিগরি দফতরে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।” পুরসভার চেয়ারম্যান গৌরাঙ্গ নাগ এ দিন বলেন, “এই ঘটনাটি উদ্বেগজনক। শহরে এ রকম ঘটনা এই প্রথম ঘটল। পুরসভার সতর্কতা মূলক নিচ্ছে।”
|
আইনজীবীদের ঘেরাও কোর্টে
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
আদালত চত্বর থেকে একটি গাড়ির চালককে আটক করে পুলিশের হাতে দেওয়ার অভিযোগে আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েন এক বিচারক। সোমবার দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট জেলা আদালতের ঘটনা। বিকেল তিনটে থেকে আইনজীবীরা ভারপ্রাপ্ত সিজেএম কোর্টের বিচারক গৌতম নস্করকে ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখিয়ে কর্মবিরতিতে নামেন। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ভারপ্রাপ্ত সিজেএম বালুরঘাট থানায় তাঁর চালককে পাঠিয়ে যুবককে ছাড়িয়ে আনলে আইনজীবীরা আন্দোলন তুলে নেন। বালুরঘাটের ডিএসপি উত্তম ঘোষ এ দিন বলেন, “ভারপ্রাপ্ত সিজেএম নির্দেশ দেওয়ায় ওই যুবককে আটক করা হয়েছিল। তাঁর নির্দেশেই তাপস মণ্ডল নামে ওই যুবককে ব্যক্তিগত জামিনে ছাড়া হয়।” যুবক পুলিশের কাছে ঘটনার লিখিত বয়ান দেন। বার অ্যাসোসিয়েশনের তরফে জেলা জজকে জানানো হয়। জেলা জজ নুরুল হোসেন বলেন, “আমি কোনও মন্তব্য করব না।”
|
অলচিকির প্রথম স্কুল
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
এক আদিবাসীর দান করা জমিতে জেলা প্রথম সাঁওতাল অলচিকি প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলছে জেলা প্রাথমিক সংসদ। চলতি মাসে পুরাতন মালদহের পোঁপড়ায় জেলার প্রথম ও একমাত্র অলচিকি প্রাথমিক স্কুলের শিলান্যাস করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যান স্বপন মিশ্র। সোমবার তিনি জানান, অলচিকি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সবর্শিক্ষা মিশন থেকে ১৩ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। এবার টেট পরীক্ষায় দুই জন তপসিলি উপজাতির প্রার্থী পাশ করেছে। তাঁদেরকে ওই নতুন অলচিকি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করা হয়েছে। শিলান্যাস করে বিদ্যালয় ভবন তৈরির কাজ শুরু হচ্ছে। অন্য স্কুলে পঠনপাঠন শুরু করা হচ্ছে। স্কুলের জন্য জমিটি দান করেছিলেন হোপনা মুর্মু। তাঁর কথায়, “আমাদের আদিবাসী অধ্যুষিত এলাকায় কোনও প্রাথমিক বিদ্যালয় নেই। ছেলেমেয়েরা সমস্যা পড়ে। সেই জন্য ৫০ শতক জমি দান করেছিলাম। স্কুল হচ্ছে শুনে খুব খুশি হয়েছি।” সংসদ সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদহ, হবিবপুর, বামনগোলা ও গাজল ব্লকটি আদিবাসী অধ্যুষিত। জেলায় ১৯৩৬টি প্রাথমিক বিদ্যালয় থাকলেও জেলায় একটিও অলচিকি প্রাথমিক বিদ্যালয় ছিল না।
|
মালদহে চাঁচল মহকুমা হাসপাতালের সুপারের বদলি রদের দাবিতে সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ৩ ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখাল নাগরিক মঞ্চ। সোমবার চাঁচল হাসপাতালে। দুপুর ৩টায় স্বাস্থ্য দফতরের আশ্বাসে ঘেরাও উঠলেও দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে বলে হুমকি দিয়েছেন মঞ্চের সদস্যরা। সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন বিশ্বাস বলেন, “দাবির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সুপারের বদলি রদের এক্তিয়ার আমার নেই।” কাজে যোগ দেওয়ার ৪ মাসের মাথায় হাসপাতালের সুপারের বদলির নির্দেশ ঘিরে ক্ষোভ তৈরি হয়েছে। নাগরিক মঞ্চের পক্ষে এ দাবিতে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার পাশাপাশি মালদহের দুই মন্ত্রী, উত্তর মালদহের সাংসদ, জেলা প্রশাসন সহ সব স্তরেই আবেদন করা হয়েছে। মঞ্চের দাবি, মহকুমা হাসপাতালের সুপার সুবর্ণ গোস্বামী কাজে যোগ দেওয়ার পর পরিষেবার হাল ফিরিয়ে দিয়েছেন। সুপারের বদলি যে ভাবেই হোক আটকানো হবে। মন্তব্য করেননি সুপার।
|
দিনমজুরির কাজে গিয়ে পাচারকারীদের খপ্পরে পড়ে বাসিন্দারা যাতে কেউ কিডনি বিক্রি না করেন, সে জন্য সতর্ক করলেন নারী উন্নয়ন ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা। রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন শ্রীপুর মহিলা ও খাদি উন্নয়ন সমিতি ও উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিন্দোল পঞ্চায়েত এলাকায় সুরক্ষিত ও নিরাপদ স্থানান্তরিত সপ্তাহ পালনের অনুষ্ঠানের সূচনা করেন নারী উন্নয়ন ও শিশুকল্যাণমন্ত্রী। এ দিন থেকে প্রশাসন তরফে সেলফ মাইগ্রেশন হেলপ কার্ড বিলি শুরু হয়েছে। আনুষ্ঠানিক ভাবে ১০ জন বাসিন্দাদের হাতে ওই কার্ড তুলে দেন মন্ত্রী। |