আজ ভারতের রত্নবরণ
|
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিশ্বের ক্রিকেট-রত্নকে স্বীকৃতি দেওয়ার দিন ভারতের। আজ, মঙ্গলবার। রাষ্ট্রপতি ভবনে সচিন তেন্ডুলকরের হাতে ভারতরত্ন পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
২৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবন শেষ হওয়ার দিনে যে ঘোষণা করা হয়েছিল, তা পূর্ণতা পাওয়ার দিন আগত। |
|
হরভজনকে ইরানির নেতা করে
অশ্বিনকে কড়া বার্তা নির্বাচকদের
|
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় দলে তাঁর জায়গা যে আদৌ নিশ্চিত নয়, তা আজ রবিচন্দ্রন অশ্বিনকে বুঝিয়ে দিলেন জাতীয় নির্বাচকেরা। ইরানি ট্রফিতে (৯ ফেব্রুয়ারি শুরু বেঙ্গালুরুতে) অবশিষ্ট ভারতীয় দলে হরভজন সিংহকে শুধু ফিরিয়ে নেওয়াই হল না, গৌতম গম্ভীরের মতো সিনিয়র ক্রিকেটার দলে থাকা সত্ত্বেও অধিনায়ক করে দেওয়া হল হরভজনকে। |
|
|
গুরু বা শিষ্য যে-ই জিতুন সেমিফাইনাল নিশ্চিত
|
তানিয়া রায, কলকাতা: বহু দিন পর গোলে ফেরা র্যান্টি মার্টিন্স বনাম এডে চিডি!
ছ’ফুটের ‘তালগাছ’ জেমস মোগা বনাম চতুর এরিক।
মাঝমাঠের দুই সেরা পাসার সুয়োকা বনাম লালকমল ভৌমিক।
ম্যাচ জিতলেই শেষ চারে ওঠার নিশ্চয়তা দু’ই টিমের সামনেই।
মঙ্গলবার ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড স্পোর্টস ম্যাচ ঘিরে তাই ময়দানে উত্তেজনা চরমে। |
|
কোচ পাচ্ছেন রাজনীতির গন্ধ,
প্রাক্তনদের কেউ আবার হাসছেন |
|
|
মেজাজ হারিয়ে
লাল কার্ড দেখে
ফেললেন রোনাল্ডো |
|
|
|
|
ভেবে দেখছি,
টুইটারে জবাব ওয়ার্নের |
|
|
|
|
|
|
|
তিন প্রধানের প্রস্তাব
ক্রিকেট-স্বার্থ বিরোধী,
জানিয়ে দিল পাকিস্তান |
|
টুকরো খবর |
|
ডেভিস কাপে যুক্তরাষ্ট্রকে হারানোর ব্রিটিশ উৎসবে অ্যান্ডি মারেরা।
সান দিয়েগোর পেটকো পার্কে। ছবি: এএফপি। |
|
ভ্রম সংশোধন
রবিবার “তিন নম্বর কিপার ভরসা, তবুও ‘হাসি’ করিমের” শীর্ষক প্রতিবেদনে ভুলবশত
সুয়োকাকে মোহনবাগানের ফুটবলার বলা হয়েছে। কিন্তু সুয়োকা ইস্টবেঙ্গলের ফুটবলার। এবং সোমবারের
খেলার পাতায় “বাগানকে জেতাল ভারতীয় ফুটবলের ‘দুষ্প্রাপ্য’ হেড” শীর্ষক প্রতিবেদনে ভুলবশত
কিছু সংস্করণে ওয়াহিদ সালি ম্যাচে খেলেছেন লেখা হয়েছে। আসলে ওয়াহিদ নয়, তাঁর জায়গায়
জাকির খেলেছেন। এবং জাকিরই পেনাল্টি নষ্ট করেন। এই অনিচ্ছ্বাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত। |
|
|
|