উডসের ভারত সফর নিয়ে চরম গোপনীয়তা
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
৩ ফেব্রুয়ারি |
তিনি থাকবেন অথচ রহস্য থাকবে না তাও হয়? প্রথম ভারত সফরেও তাই তাঁকে ঘিরে একটা গোপনীয়তার বেড়াজাল থাকছেই। তিনি টাইগার উডস। সোমবার সন্ধ্যায় সাদা টি আর ব্যাগপ্যাকে যিনি প্রথম বার ভারতে পা রাখলেন। টাইগারকে নিয়ে দিল্লি বিমানবন্দর থেকেই মাতামাতি শুরু হয়ে গেলেও তাঁর ভারত সফরের সংগঠকরা কিন্তু একটা রহস্যের চাদর বিছিয়ে রেখে দিয়েছেন। এক দিনের সফরে টাইগার কোথায় কোথায় যাবেন বা কী করবেন, সে ব্যাপারে চূড়ান্ত গোপনীয়তা রয়েছে। মঙ্গলবার সকালে টাইগার যে প্রদর্শনী গল্ফে অংশ নেবেন তাতেও সংবাদমাধ্যম আর সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। সংগঠকরা অবশ্য এর জন্য ব্যক্তিগত সফরের দোহাই দিচ্ছেন। |
দিল্লি বিমানবন্দরে উডস। সোমবার। ছবি: পিটিআই। |
বিশ্বের এক নম্বর গল্ফারের সঙ্গে খেলার কথা তাঁর দীর্ঘদিনের বন্ধু অর্জুন অটওয়াল, শিব কপূর, অনির্বাণ লাহিড়ী ও আরও কয়েকজন গল্ফারের। প্রদর্শনী গল্ফ উলপক্ষে টাইগারকে স্বাগত জানিয়ে দিল্লি গল্ফ ক্লাবের প্রস্তুতিও সারা। তবে ব্যক্তিগত হলেও ১৪ বারের মেজর জয়ীর এই সফরে ভারতীয় গল্ফে যে বিরাট প্রভাব পড়বে সে ব্যাপারে নিশ্চিত দেশের নামি গল্ফার শিব কপূর। শোনা যাচ্ছে এই সফরের জন্য টাইগারের অ্যাপিয়ারেন্স ফি আড়াই মিলিয়ন মার্কিন ডলার।
|
ডাবল সেঞ্চুরি ১৬ বছরের ইরফানের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিজয় মার্চেন্ট ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর এ বার সিএবি প্রথম ডিভিশন লিগে ডাবল সেঞ্চুরি করল অনূর্ধ্ব ১৬ বাংলা অধিনায়ক ইরফান আনসারি। আনন্দবাজার স্পোর্টস ক্লাবের ব্যাটসম্যান ইরফান সোমবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিরুদ্ধে ২০১ নট আউট। ২৩৭ বলের ইনিংসে ছিল ২৭টি বাউন্ডারি। বিজয় মার্চেন্ট ট্রফিতে সাত ম্যাচে ৩৯৮ করে ইরফান। এর মধ্যে একটি সেঞ্চুরি ও দু’টি হাফ সেঞ্চুরি ছিল তার। দেবাশিস কর্মকার (১০৭) এবং শমীক চন্দর (১৩৬) ব্যাটিংয়ে ভর করে আনন্দবাজার ৫০৯ তুলল। অন্য ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন বেলগাছিয়া ইউনাইটেডের শিবম শর্মা (২০৫) ও পোর্ট ট্রাস্টের আজমির সিংহ (২৪৩ নট আউট)।
|
অস্ট্রেলিয়ার নামি সাঁতারু ইয়ান থর্প ফের হাসপাতালে। সোমবার ভোরে থর্পকে ‘আচ্ছন্ন’ অবস্থায় উদ্ধার করে পুলিশ। দক্ষিণ সিডনির শহরতলিতে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে অসুস্থ দেখে স্থানীয় এক কিশোর পুলিশকে জানায়। পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যায়। থর্পের ম্যানেজমেন্ট পরে জানিয়েছে অবসাদ কাটানোর ওষুধ আর পেইনকিলার থেকেই এই বিপত্তি। গত সপ্তাহেই অবসাদ কাটাতে ৩১ বছরের সাঁতারুকে রিহ্যাবে পাঠাতে হয়েছিল।
|
শেষ পর্যন্ত জয়ে ফিরলেন আনন্দ। জুরিখ চেস চ্যালেঞ্জের চতুর্থ রাউন্ডে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু হারান তাঁর প্রাক্তন চ্যালেঞ্জার বরিস গেলফাঁকে। ক্ল্যাসিকাল দাবায় এটাই বছরের প্রথম জয় আনন্দের। এই জয়ে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। আনন্দের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন হারিয়েছেন ইতালির ফাবিয়ানো কারুয়ানাকে। টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত ফর্মে থাকা আর্মেনিয়ার লেভন অ্যারোনিয়ানও জয় পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হিকারু নাকামুরাকে হারিয়ে তিনিই পয়েন্ট তালিকায় শীর্ষে।
|
আইসিসি-র টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে একধাপ নামলেও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। বিরাট আছেন চার নম্বরে। পাঁচে সুরেশ রায়না আর যুবরাজ সিংহ আছেন ছ’নম্বরে। দু’জনই এক ধাপ করে এগিয়েছেন। তবে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশে জায়গা পাননি কোনও ভারতীয়। অল রাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে আছেন যুবরাজ। ইংল্যান্ডকে ৩-০ হারিয়ে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (সিরিজে ৯২ রান) ব্যাটসম্যানদের তালিকায় কেরিয়ার সেরা তৃতীয় স্থানে উঠে এসেছেন।
|
মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ হারিয়ে ২৮ বছর পর ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে ব্রিটিশরা। অ্যান্ডি মারের দাপটেই আড়াই দশক পর ব্রিটিশদের এই সাফল্য। প্রথম দিন ২-০ এগিয়ে যাওয়ার পর বব ও মাইক ব্রায়ান ডাবলস জেতায় টাই জিততে হলে মারেকে হারাতেই হত স্যাম কুয়েরিকে। শেষ পর্যন্ত চার সেটের লড়াইয়ে মারে জেতেন ৭-৬ (৭-৫), ৬-৭ (৩-৭), ৬-১, ৬-৩। উইম্বলডন চ্যাম্পিয়নের জয়ের সাহায্যে ১৯৩৫ সালের পর ডেভিস কাপে যুক্তরাষ্ট্রকে হারানোর অনবদ্য রেকর্ডও গড়ল ব্রিটেন।
|
ওয়াটার পোলোতে লন্ডন অলিম্পিকের (১৯৪৮) ভারতীয় দলের সদস্য সুহাস চট্টোপাধ্যায় চলে গেলেন রবিবার রাতে, নিজের উত্তর কলকাতার বাড়িতে। পেশায় ডাক্তার সুহাসবাবুর বয়স হয়েছিল ৮৯ বছর। খেলতেন সেন্ট্রাল সুইমিং ক্লাবে। আর জি করের প্রাক্তন ছাত্র এই অলিম্পিয়ান রেখে গেলেন তাঁর একমাত্র ছেলে সুবীর চট্টোপাধ্যায়কে। |