তিন প্রধানের প্রস্তাব
ক্রিকেট-স্বার্থ বিরোধী,
জানিয়ে দিল পাকিস্তান
নিজস্ব প্রতিবেদন
৩ ফেব্রুয়ারি |
আইসিসি-তে ক্ষমতা দখলের লড়াইয়ে নারায়ণস্বামী শ্রীনিবাসনকে সরকারি ভাবে প্রথম ‘বাউন্সার’টা দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি-র শীর্ষকর্তাদের বৈঠকের শেষে সোমবার জানিয়ে দেওয়া হল, আইসিসি-তে আমূল বদলের প্রস্তাবে পাক বোর্ডের কোনও সায় নেই।
দুবাইয়ে আইসিসি-র এগজিকিউটিভ বোর্ডের বৈঠকের পর সব ক্রিকেট বোর্ডকে সময় দেওয়া হয়েছিল নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর। যা নিয়ে আলোচনা হবে আগামী ৮ তারিখ, আইসিসি-র সভায়।
এ দিন নিজেদের মধ্যে বৈঠকের পর পাক বোর্ডের তরফে যে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে, তাতে লেখা: “বিসিসিআই, ইসিবি এবং সিএ যে মডেলের কথা বলেছে, তা ক্রিকেটীয় স্বার্থ এবং সাম্যবাদ নীতির পরিপন্থী। আমাদের বোর্ড সদস্যরা প্রস্তাবটা নিয়ে আলোচনার পর যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। পিসিবি চায়, বোর্ডের পেট্রন তথা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে পুরো ব্যাপারটা জানান বোর্ড চেয়ারম্যান জাকা আশরফ।” ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড— এই তিন প্রধানের প্রস্তাবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অন্য ত্রিশক্তি। যেখানে আছে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে পাকিস্তান সরকারি ভাবে তাদের আপত্তির কথা এ দিন জানিয়ে দিল। |