ফ্র্যাঙ্ক ওরেল দিবসে রক্তদান ১৬৫৭ জনের
সিএবি-র ৮৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্ত দিলেন ১৬৫৭ জন। ফ্র্যাঙ্ক ওরেল দিবস হিসেবে পালিত এই দিনে ইডেনে ও বিভিন্ন জেলায় আয়োজিত রক্তদান শিবিরে ব্রায়ান লারার সই করা সার্টিফিকেট পাবেন রক্তদাতারা। শিবিরে উপস্থিত ছিলেন বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল, প্রাক্তন ক্রিকেটার রাজু মুখোপাধ্যায়, সম্বরণ বন্দ্যোপাধ্যায়রা। রক্তদান করেন অন্যতম যুগ্মসচিব সুজন মুখোপাধ্যায়। এ ছাড়াও সিএবি কর্তাদের প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচে ট্রাস্টি বোর্ড একাদশকে হারায় প্রেসিডেন্ট একাদশ। সকালে বি সি রায় মেমোরিয়াল হাসপাতাল ও থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়ায় ফল ও ফুল বিতরণ করে সিএবি। ইডেনে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া।

পিছনে ফ্র্যাঙ্ক ওরেলের ছবি। সামনে সচিনপ্রেমী রক্তদাতারা।
সোমবার সিএবি-তে। ছবি: শঙ্কর নাগ দাস।
এ দিন আবার আইপিএলের জন্য ইডেন পরিদর্শনে এসেছিলেন ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপের (আইএমজি) কর্তারা। দলের প্রধান ক্যাথরিন সিম্পসন বলেন, “এখনও পর্যন্ত ভারতেই আইপিএল হবে ধরে নিয়মমাফিক পরিদর্শনে এসেছি।” যুগ্ম সচিব সুবীর গঙ্গোপাধ্যায় জানান, “আইএমজি কর্তারা ইডেনের ব্যবস্থা দেখে খুব খুশি। আইপিএল ভারতে হলে যেন কেকেআরের সাতটি হোম ম্যাচই ইডেনে হয়, সেই অনুরোধও জানিয়েছি আমরা।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.