লর্ডসে বিখ্যাত ‘ফাদার টাইম’ বা হাওয়া নিশানের নীচে থাকা ঘড়ি ও বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামের ঘড়ির মতো এ বার ইডেন উদ্যানও পেতে চলেছে এমনই এক ঘড়ি, যার নাম হবে ‘ইডেন টাইম’।
এখন পর্যন্ত ভারতের আর কোনও আন্তর্জাতিক ক্রিকেট কেন্দ্রে এমন কোনও দৈত্যাকায় ঘড়ি নেই। “ইডেনই এই ব্যাপারে পথিকৃৎ হয়ে উঠতে চলেছে”, দাবি সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে-র। বিশ্বখ্যাত ঘড়ি প্রস্তুতকারী সংস্থা জাপানের সিকো এই ঘড়িটি বসাতে চলেছে ইডেনে। ক্লাব হাউসের লোয়ার টায়ার ও আপার টায়ারের মাঝখানে আট টন ওজনের এই ঘড়ি বসানো হবে, যার কাজ এখন চলতে শুরু করেছে জোর কদমে।
|
লর্ডস |
ইডেন: এখানেই বসছে ইডেনের ঘড়ি |
|
১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হওয়ার কথা সাত ফুট উচ্চতার এই ঘড়ির। ইডেনের এই অনবদ্য সম্পদের আবরণ উন্মোচনের জন্য সে দিন কোনও বিখ্যাত ভারতীয় ক্রিকেটারকে আনার চেষ্টা শুরু করে দিয়েছে সিএবি। বিশ্বরূপবাবু এ দিন বললেন, “ভিভিএস লক্ষ্মণ বা হরভজন সিংহর মতো কোনও ক্রিকেটার, যার ক্রিকেট কেরিয়ারে ইডেনের নাম উজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে, এমনই কাউকে আনার চেষ্টা হবে সিএবি-র পক্ষ থেকে। এই ব্যাপারে অবশ্য এখন পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।” উদ্বোধন অনুষ্ঠানে থাকার জন্য জাপান থেকে সিকো-র প্রেসিডেন্ট আতুশি কানেকোও এসে পৌঁছচ্ছেন ওই দিন। এ বারের আইপিএল থেকেই এই ঘড়ি দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। |