টেস্ট সিরিজে নামার আগে দু’দিনের প্র্যাকটিস ম্যাচ থেকে ঠিক যেটা চেয়েছেন সেটাই পেয়েছেন বলে দাবি করলেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। মহেন্দ্র সিংহ ধোনি প্রস্তুতি ম্যাচে না খেলায় ভারতকে নেতৃত্ব দেওয়া রোহিত বলেন, “প্র্যাকটিস ম্যাচে ব্যাটসম্যানরা রান পেয়েছে। যেটা টেস্ট সিরিজে নামার আগে ভাল লক্ষণ। আমরা প্রস্তুত। এই ম্যাচ থেকে ব্যাটসম্যান ও বোলাররা যেটা চেয়েছিল পেয়েছে। প্রস্তুতি ম্যাচ যে রকম হল আমি খুশি।’’
রোহিত (৫৯) আর অজিঙ্ক রাহানে (৬০) ছাড়া অম্বাতি রায়ডু (৪৯ ন.আ.) আর রবিচন্দ্রন অশ্বিনও (৪৬) রান পান। নিউজিল্যান্ডের ২৬২-৯ (ডিঃ)-এর জবাবে দিনের শেষে ভারতের স্কোর ৩১৩-৭। ভারতীয় বোলারদের মধ্যে রবিবার সবচেয়ে নজর কাড়া ঈশ্বর পান্ডেরও প্রশংসা করেন এদিন রোহিত। |
পূজারা। নিউজিল্যান্ডে প্রথম ম্যাচ। |
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে অজিঙ্ক রাহানেকে পাশে নিয়ে মুম্বইয়ের তারকা ব্যাটসম্যান বলেন, “কঠিন পরিবেশেও পান্ডে ওর পরিকল্পনা থেকে সরে যায়নি। তিন উইকেট তারই সুফল। বাকি তিন ফাস্ট বোলারও ভাল পারফর্ম করেছে।”
পাশাপাশি রোহিত আরও বলেন টিমের বোলারদের সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হয়েছে এই ম্যাচে। তুলনায় নিউজিল্যান্ড টিমের প্রধান বোলারদের দিয়ে অনেক বেশি ওভার করালেও ভারতের উদ্দেশ্য ছিল সব বোলারকেই দেখে নেওয়া। “ আমাদের বোলিং বিশ্লেষণ করলে দেখবেন প্রায় সবাইকেই প্রায় ১৫ ওভার বোলিং করানো হয়েছে। যেটা খুব ভাল ব্যাপার। আমাদের বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতেই হত। টিমের সব ফাস্ট বোলারকেও দেখতে হত। সবাই যে প্র্যাকটিসটা চেয়েছে সেটাই পেয়েছে এই ম্যাচে। আমরা টেস্ট সিরিজের জন্য প্রস্তুত,” বলেন তিনি। |