এক সময়ের ক্রিকেট মাঠের শত্রুদেরই কি কোচিং করাতে দেখা যাবে শেন ওয়ার্নকে? স্বয়ং ওয়ার্নই যে এই জল্পনা উস্কে দিয়েছেন!
অ্যাসেজে ০-৫ হারের জন্য গত সপ্তাহে অ্যান্ডি ফ্লাওয়ার ইংল্যান্ডের টেস্ট টিমের দায়িত্ব ছাড়ার পর অ্যালিস্টার কুকদের নতুন কোচ কে হতে পারেন, সে ব্যাপারে জল্পনা কম নয়। হঠাৎ করে এর মধ্যে আবার জড়িয়ে পড়েছে ওয়ার্নের নামও।
অ্যাসেজে ইংল্যান্ড বিধ্বস্ত হওয়ার পর থেকেই টুইটারে ওয়ার্নের কাছে ইংরেজ সমর্থকদের কাতর আবেদন আসতে শুরু করে, “আপনি ইংল্যান্ডের কোচ হয়ে দেশকে বাঁচান।” এমনিতে ঠিকই ছিল। কিন্তু এরপর ওয়ার্ন নিজে টুইট মারফত সেই আবেদনের জবাব দেওয়ায় বিতর্ক শুরু হয়ে যায়। ওয়ার্ন টুইট করেন, “আমার ইংরেজ সমর্থকদের বলছি, আপনারা যে ভাবে ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছেন তাতে আমি আপ্লুত। একটাই কথা বলতে পারি—আমি প্রস্তাবটা ভেবে দেখছি!!!”
|
ওয়ার্নের বক্তব্য জানাজানি হওয়ার পরই প্রাক্তন সতীর্থ মাইকেল স্লেটার কিংবদন্তি স্পিনারের উদ্দেশে টুইট করেন, “ভুলেও এ সব চিন্তা মাথায় এনো না।” ওয়ার্নের দেশজ মিডিয়ার আবার আবেদন, “প্রস্তাবটা খারিজ করার আগে দ্বিতীয় বার ভেবো না।”
মার্চে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে ওয়ার্নকে গত মাসের শেষের দিকে স্পিনারদের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছে অস্ট্রেলীয় বোর্ড। তার মাঝেই ওয়ার্নের এই ‘ইচ্ছা’র কথা জানাজানি হওয়ায় স্বাভাবিক ভাবেই বিতর্ক শুরু হয়ে যায়। ওয়ার্ন অবশ্য পরে ফের টুইটে তাই জানিয়ে দেন, “ইংরেজ কোচের প্রস্তাবের ব্যাপারটা বেশ হইচই ফেলে দিয়েছে বুঝতে পারছি। সত্যিই আপ্লুত সবাই আমাকে এই পদের জন্য ভাবছে বলে। তবে বরাবরের মতো আমার কাছে সবার আগে কিন্তু অস্ট্রেলিয়ার স্বার্থ।” |
আমার ইংরেজ সমর্থকদের বলছি, আপনারা যে ভাবে ইংল্যান্ডের কোচ
হওয়ার প্রস্তাব দিয়েছেন তাতে আমি আপ্লুত।
একটাই কথা বলতে পারি— আমি প্রস্তাবটা ভেবে দেখছি!!! |
|
শুধু ওয়ার্নই নন শোনা যাচ্ছে অ্যান্ডি ফ্লাওয়ারের ছেড়ে যাওয়া আসনে বসতে আবেদন করতে পারেন প্রাক্তন অস্ট্রেলীয় কোচ মিকি আর্থারও। যাঁকে গত বছর ইংল্যান্ডে অ্যাসেজে ভরাডুবির পর মেয়াদ শেষ হওয়ার আগেই ছাঁটাই করেছিল এসিবি। রবিবার ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টির ধারাভাষ্য দেওয়ার সময়ই নাকি আর্থার ইঙ্গিত দেন তিনি আবেদন করতে পারেন। এমনটাই জানাচ্ছে প্রচারমাধ্যম। তবে এও শোনা যাচ্ছে কুকদের কোচ হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে প্রাক্তন ইংরেজ স্পিনার অ্যাশলে জাইলস। যিনি ইংল্যান্ডের ওয়ান ডে টিমের কোচ। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইংরেজদের তিন ফরম্যাটেই টিমের কোচ হতে চান তিনি। |