কাকদ্বীপের ১৪ নম্বর আলিপুর প্লটের ঘাটের কাছে কালনাগিনী নদী থেকে এই মৃত
তিমিটি পান মৎস্যজীবীরা। বন দফতরের হাতে তুলে দেওয়া হয় সেটি। বন দফতরের রামগঙ্গার
রেঞ্জার যশোদুলাল বন্দ্যোপাধ্যায় জানান, ১৬ ফুট লম্বা প্রায় আড়াই কুইন্টাল ওজনের
তিমিটি ঠাকুরান নদীর কাছে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ছবি: দিলীপ নস্কর। |