দূষণমুক্ত শক্তি নিয়ে গবেষণার কাজে কানাডার সাইমন ফ্রেসার ইউনিভার্সিটিকে (এসএফইউ) সহযোগিতা করবে এ দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল (আইওসি)। এ জন্য একটি চুক্তি হয়েছে দু’পক্ষের মধ্যে।
প্রসঙ্গত, বিশ্বের প্রথম ৫০টি সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় পড়ে ব্রিটিশ কলম্বিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত এসএফইউ। আইওসি এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টি দূষণমুক্ত প্রযুক্তি তৈরি নিয়ে বিশেষ ভাবে গবেষণা চালাচ্ছে। আর এ বিষয়টিতে অত্যন্ত আগ্রহী তারাও। সংস্থার দাবি, আগামী দিনে ভারতে দূষণমুক্ত প্রযুক্তির চাহিদা বাড়ার সম্ভাবনা থাকায়, আইওসি তাদের ব্যবসার নতুন ক্ষেত্র হিসেবে এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করতে শুরু করেছে। যে কারণে এই পদক্ষেপ।
আইওসি-র ডিরেক্টর (গবেষণা ও উন্নয়ন বিভাগ) আর কে মলহোত্র এবং এসএফইউ-র প্রেসিডেন্ট ও ভাইস চান্সেলর অধ্যাপক অ্যান্ড্রু পিটার এই সহযোগিতামূলক গবেষণা কাজ করার জন্য এক ইচ্ছাপত্র সই করেছেন। আইওসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রেরা যেমন আইওসি-র বিশ্বমানের গবেষণাগারে এসে কাজ করার সুযোগ পাবেন, তেমনই আবার তেল সংস্থার কর্মীরাও এসএফইউ-র গবেষণাগার ব্যবহার করতে পারবেন। এই প্রসঙ্গে মলহোত্রর দাবি, চুক্তি অনুযায়ী, তাঁদের মনমতো বা চাহিদা মতো প্রকল্প নিয়ে গবেষণা হলে, ভারতীয় ও বিদেশি গবেষকরা আইওসি-র নিজস্ব গবেষণা ও উন্নয়ন বিভাগে কাজ করার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। গবেষকদের ডিগ্রি দেবে এসএফইউ। |