হস্তিনীর পেটে প্রায় ২ কিলোগ্রাম প্লাস্টিক!
এই ভাবেই পরিবেশ নিয়ে উদাসীনতার বলি হল ৪০ বছরের এই হস্তিনী।
শনিবার কেরলের সবরিমালার কাছে পেরিয়ার পশ্চিম ডিভিসনের বালিয়ানভত্তোমের জঙ্গলে হস্তিনীটির মৃতদেহ উদ্ধার হয়েছে। প্লাস্টিক খেয়ে ফেলার ফলেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পশু চিকিৎসকেরা।
প্রশ্ন হল জঙ্গলের মধ্যে প্রাণীদের কাছে প্লাস্টিক পৌঁছল কী করে? এর উত্তর খুঁজতে গিয়েই উঠে এসেছে পরিবেশ সম্পর্কে মানুষের উদাসীনতার বিষয়টি। গত দু’মাস ধরে সবরিমালায় এসেছেন লাখ-লাখ পুণ্যার্থী। মনে করা হচ্ছে তাঁদের ফেলে যাওয়া প্লাস্টিকই উড়ে চলে যায় জঙ্গলে। সেগুলিই খেয়ে ফেলেছে হস্তিনীটি।
উচ্চপদস্থ এক কর্তা জানিয়েছেন, ময়না-তদন্তে হস্তিনীটির পেট থেকে পলিথিনের ক্যারি ব্যাগ, অ্যালুমিনিয়াম ফয়েল, খাবারের প্যাকেটও পাওয়া গিয়েছে। পেরিয়ার পশ্চিম ডিভিসনের উপ-প্রধান সুনীল বাবু বলেন, “জঙ্গলে টহল দেওয়ার সময় হস্তিনীটির মৃতদেহটি খুঁজে পাওয়া যায়। পশু চিকিৎসকেরা জানিয়েছেন, হস্তিনীটির অন্ত্রে প্লাস্টিক পেঁচিয়ে গিয়েছিল। তাই কয়েক সপ্তাহ হস্তিনীটি কোনও খাবার খেতে পারেনি।” জঙ্গল পরিষ্কার রাখতে এ বার থেকে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।
কাল, রবিবার বালিয়ানভত্তোমের জঙ্গলে হস্তিনীটির শেষকৃত্য করা হয়েছে। |